কিউবি আমারে শেষ করে ফেলল...
মাত্র ১৪ দিনে ৪০০ টাকার 2 GB করে 4 GB চোখের নিমিষে খেয়ে ফেলল। কাস্টমার কেয়ারে ফোন করলে জানায়- আমি ওই পরিমান ডাটা ইউজ করছি! তারে কোন মতে বোঝাতে পারলাম না। আমি গত ৩ বছর যাবৎ qubee use করে আসছি এবং এতদিনে আমার মাসে ১টার বেশী কার্ড লাগে নাই অর্থ্যাৎ 2 GB তে আমার হয়ে যায়, প্রায় প্রতি মাসেই একাউন্টে আরো ৫৭৫ থেকে ৭০০ MB একাউন্টে থেকে যায়।
তো হঠাৎ এ মাসের ৬ জুন 2GB ডাটা নিই এবং দেখি সেটা ১৩ তারিখেই শেষ, আবার নতুন কার্ড 2GB ডাটা নিলাম, আজ মাত্র ২১ জুন আজও একই অবস্থা। বাসাই সর্বোচ্চ প্রতিদিন ২-৩ ঘন্টা বসি। নিয়মিত ৩ টা ওয়েব সাইট দেখি সবই নরমাল ওয়েবসাইট ডাটা ভিত্তিক, ছবি বা ভিডিও ভিত্তিক না। আর ফেসবুক.. এখানে অবশ্য ছবি এবং ভিডিও আছে কিন্তু আমি ফেসবুকে শুধু চ্যাট ই করি (তাও বড়জোর ১ ঘন্টা) ।
আর ফেসবুক.. এখানে অবশ্য ছবি এবং ভিডিও আছে কিন্তু আমি ফেসবুকে শুধু চ্যাট ই করি। ডাটা বেশী খরচ হবে বলে কোন ভিডিও তো দুরের কথা ছবিতেও ক্লিক করিনা।
একই সাথে অফিসে ২০ থেকে ৩০ টা ওয়েবসাইট দৈনিক টানা (গড়ে) ৪-৬ ঘন্টা ইউজ করি সেখানেও আমার মাসে 2 GB হয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? উইন্ডোজ ৮ ব্যবহার করি, এবং এখানে যে নেটভিত্তিক অনলাইন এ্যাপ্স গুলো আছে সেগুলো অটোমেটিক আপডেট বন্ধ। সকল প্রকার ডিডিও ওয়েবসাইট ব্লক করা আছে। তা হলে.. এক দিনে ৩ ঘন্টা যদি আমি ডাটা ওয়েবসাইট ইউজ করি (http://www.dsebd.org, http://stockbangladesh.com, http://www.prothomalo.com) তাহলে কিভাবে ১দিনে আমার 350 MB ডাটা খরচ হয়। গত ৩ বছরে আমার 2 GB দিয়ে সারা মাস চলল, এখন আমার ১৪ দিনেই লাগতেছে ৪ GB! কেন?
আছেন একটু হেল্প করবেন সমস্যাটার সমাধান জানিয়ে।
আমি অভাগা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার মতে Windows 7 থেকে Windows 8 অনেক আপডেট এবং অনেক অ্যাডভান্স। আমার জানামতে Windows 8 এর সকল আপডেট বন্ধ করা থাকলেও Windows 8 তার সকল আপডেট C Drive এর এক অংশে তা ডাউনলোড করে জমা করে রেখে দেয়, কিন্তু তা ইনস্ট্ল হয় না। তাই হয়তো আপনার মেগাবাই কাটা যাচ্ছে। আমার জানামতে আপনি যত আপডেটই অফ করে রাখেন না কেন Windows 8 তার আপডেট ফাইলগুলো ডাউনলোড করবেই ।