কিউবি আমারে শেষ করে ফেলল…

কিউবি আমারে শেষ করে ফেলল...

মাত্র ১৪ দিনে ৪০০ টাকার 2 GB করে 4 GB চোখের নিমিষে খেয়ে ফেলল। কাস্টমার কেয়ারে ফোন করলে জানায়- আমি ওই পরিমান ডাটা ইউজ করছি! তারে কোন মতে বোঝাতে পারলাম না। আমি গত ৩ বছর যাবৎ qubee use করে আসছি এবং এতদিনে আমার মাসে ১টার বেশী কার্ড লাগে নাই অর্থ্যাৎ 2 GB তে আমার হয়ে যায়, প্রায় প্রতি মাসেই একাউন্টে আরো ৫৭৫ থেকে ৭০০ MB একাউন্টে থেকে যায়।

তো হঠাৎ এ মাসের ৬ জুন 2GB ডাটা নিই এবং দেখি সেটা ১৩ তারিখেই শেষ, আবার নতুন কার্ড 2GB ডাটা নিলাম, আজ মাত্র ২১ জুন আজও একই অবস্থা। বাসাই সর্বোচ্চ প্রতিদিন ২-৩  ঘন্টা বসি। নিয়মিত ৩ টা ওয়েব সাইট দেখি সবই নরমাল ওয়েবসাইট ডাটা ভিত্তিক, ছবি বা ভিডিও ভিত্তিক না। আর ফেসবুক.. এখানে অবশ্য ছবি এবং ভিডিও আছে কিন্তু আমি ফেসবুকে শুধু চ্যাট ই করি (তাও বড়জোর ১ ঘন্টা) ।

আর ফেসবুক.. এখানে অবশ্য ছবি এবং ভিডিও আছে কিন্তু আমি ফেসবুকে শুধু চ্যাট ই করি। ডাটা বেশী খরচ হবে বলে কোন ভিডিও তো দুরের কথা ছবিতেও ক্লিক করিনা।

একই সাথে অফিসে ২০ থেকে ৩০ টা ওয়েবসাইট দৈনিক টানা (গড়ে) ৪-৬ ঘন্টা ইউজ করি সেখানেও আমার মাসে 2 GB হয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? উইন্ডোজ ৮ ব্যবহার করি, এবং এখানে যে নেটভিত্তিক অনলাইন এ্যাপ্‌স গুলো আছে সেগুলো অটোমেটিক আপডেট বন্ধ। সকল প্রকার ডিডিও ওয়েবসাইট ব্লক করা আছে। তা হলে.. এক দিনে ৩ ঘন্টা যদি আমি ডাটা ওয়েবসাইট ইউজ করি (http://www.dsebd.org, http://stockbangladesh.com, http://www.prothomalo.com) তাহলে কিভাবে ১দিনে আমার 350 MB ডাটা খরচ হয়। গত ৩ বছরে আমার  2 GB দিয়ে সারা মাস চলল, এখন আমার ১৪ দিনেই লাগতেছে ৪ GB! কেন?

 আছেন একটু হেল্প করবেন সমস্যাটার সমাধান জানিয়ে।

Level 0

আমি অভাগা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার মতে Windows 7 থেকে Windows 8 অনেক আপডেট এবং অনেক অ্যাডভান্স। আমার জানামতে Windows 8 এর সকল আপডেট বন্ধ করা থাকলেও Windows 8 তার সকল আপডেট C Drive এর এক অংশে তা ডাউনলোড করে জমা করে রেখে দেয়, কিন্তু তা ইনস্ট্ল হয় না। তাই হয়তো আপনার মেগাবাই কাটা যাচ্ছে। আমার জানামতে আপনি যত আপডেটই অফ করে রাখেন না কেন Windows 8 তার আপডেট ফাইলগুলো ডাউনলোড করবেই ।

    Level 0

    @সবুজ: সবুজ ভাই , তাহলে তো মহা সমস্যা । উইন্ডোজ ৮-কে ঠেকানোর চান্স নাই ?

ওদের ইঞ্চিনিয়ার আমার বাসায় আসছিল একবার। ২ মিনিটে ৪০০ মেগাবাইট শেষ হয়ে গেল। ওরা বলে ঠিকইতো আছে। কোন সমস্যা দেখি না। এর পর থেকে কিউবি বাদ।

Level 2

ওদের ইঞ্জিনিয়ার অল্প জ্ঞানী কারন একবার আমাদের বাসাএ এসেছিল নেটওয়ার্ক পায় না বলে তাই আমাকে বলে আপনি ৫০০ টাকার প্যাকেজ ব্যবহার করছেন ত তাই নেটওয়ার্ক ৮ এর কম, বেশিটার করলে নেটওয়ার্ক বেশি পাবেন 😀
এখানে বলেরাখা ভাল যে, পেকেজের সঙ্গে নেটওয়ার্ক এর সম্পরক নাই, সম্পরক সুধু uses volume and download/ Upload speed এর সাথে।

আমিও এই মাসে একই সমস্যায় পড়ছি। আমি প্রথমে XP ব্যবহার করতাম। এটার অটোআপডেট বন্ধ ছিলো। ভাবলাম হয়তো কোন সফটওয়্যার নিজের অজান্তে ইনস্টল হইছে যেটা আমার মেগা নিচ্ছে। খুঁজলাম পেলাম না। তাই সিওর হওয়ার জন্য সেভেন ইনস্টল দিলাম। কিন্তু সেখানেও আমার একই সমস্যা।…… আমার সমস্যাটা বলি। মডেম কানেক্ট করে ব্রাউজার ওপেন করার সাথে সাথেই প্রতি দুই সেকেন্ডে ০.১ এম.বি. করে ডাটা কাটা শুরু করে। এরপর ব্রাউজার বন্ধ করে দেওয়ার পরও একই হারে ডাটা কাটে। আমি ফেসবুক ছাড়া আর তেমন কোন সাইট ব্রাউজ করতাম না। তাও প্রতিদিন ১-২ ঘণ্টা। সেখানে আমার সাত দিনেই প্রায় ১৭০০ এম.বি. শেষ হয়ে গেছে। এতো দ্রুত এম.বি. এর আগে আমার শেষ হয়নি। কাস্টমার কেয়ারে ফোন করে সমস্যা জানালাম। তারা সমাধান দিতে পারলো না। আমায় উল্টা-পাল্টা বুঝাইতে লাগলো। সেদিন তাদের সাথে কয়েকবার ফোন করে বেশ বাকবিতণ্ডা হয়। তারপর দিন থেকে আমার সমস্যার সমাধান হয়। এরপর থেকে একঘণ্টা ফেসবুক ব্রাউজ করলে (শুধু চ্যাট) ১০-৩০ এম.বি খরচ হয়।

Level 0

banglalion o same problem sob sala Kukurer chele 😐

Level 0

এর চ্যেয় আমার মনে হয় সফটওয়্যার এর সাহাজ্য নিয়ে উসেজ চেক করাতাই ভাল আমি ত তাই করি !

Level 0

আমার প্রবলেম নাই । আমি আনলিমিটেড নেট ইউজার