বাংলালায়ন এর নতুন লোগো {(না দেখলে গ্রেট মিস !) কালেক্টেড }

"বাংলালায়ন ওয়াইমাক্স" নাম শুনে মনে হয় স্পিডের সাগরে ভাসবেন। আর এখন??? কেনার কয়েক মাস পর???

ওদের এফবি পেজ  এ অভিযোগ করলে সহজে Reply করে না প্রসংসা করার সাথে সাথে Reply করে (হাজারে ১ বার প্রসংসা তাও বছর খানেক আগে হয়তো )

প্রতিদিন Technical না কিসের প-র-ব-লে-ম হয় আর ১ দিন পর ঠিক করে বলে " সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ "

তাই তাদের একতা নতুন লোগো শেয়ার করছি। জানিনা কে বানিয়েছেনঃ

ধন্যবাদ ।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice

ওইটা তো হালা উম …।

nice….ami bad dici……akon btcl use kori….

banglalion এর new fan page https://www.facebook.com/BanglamiuWimax

Level 0

এই ছবি গুলো গুলো ওদের পেজে আপলোড দেব যদি শালাদের লজ্জা হয় । লজ্জা হবে বলে তো মনে হয় না কারন বাংলালায়ওন কম্পানির মালিকের কান কাটা….

Level 0

এই লেখা টা দিয়ে [email protected],[email protected]
ইমেইল করেন আর পারলে কিছু এ্যড করে দিয়েন।

বাংলালায়ওন কম্পানি মনে হয় সবাইকে ফ্রি ফ্রি নেট সার্ভিস দেয় তাই না । মাসে ২-৩ বার টিএক্স পওয়ার সাপ্লাই এর সমস্য দেখা দেয়। বাংলালায়ওন কম্পানির মালিক এক নং এর চুতিয়া এদর গলিদিয়েও কোন লাভ নেই যে লাউ সেই কদু । বাংলালায়ওন মালিক এং কাস্টমার বলছি মানুস কে আপনারা আর কত বাস দেবেন কাস্টোটমারদের বাস খেতে খেতে উল্ট আপনাদের বাস খাওয়ার টাইম হয়ে গেছে ভাল সার্ভিস দেন মোবাইল নম্বর 01198989898 তো একখান মারাই রাখছেন ফোন দিলে তো কোন উত্তর পাওয়া যায় না। নেট লাইন নেওয়ার জন্য মাসে ১৫০০ টাকা ব্যায় হয় আপনারা তো দেন না আর বিল কমও নেন না সেই হিসাবে তো ভাল সার্ভিস পায় না । সব চুতিয়া বাংলালায়ওন না বাংলাছাগল নাম দেওয়া উচিত ছিল ।

    Level 0

    @Shawon: ভাই , গালি বাদ দিয়ে ব্যবহার করা বাদ দিন ! হয়ে গেল । বাঁশ তখন কে যে খাবে তা সহজেই অনুমেয় ।

বিলাইরে বহুত আগেই ঘর থেকে তাড়াইয়া দিসি, আর হ্যা, লগোটা কিন্তু বিলাই ওয়ালাদের জন্য পারফেক্ট।

আমার মনে হয় এই কম্পানিটা আর কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কারণ এভাবে গ্রাহকদের হয়রানি করে কোন কম্পানি টিকে থাকতে পারেনা। আর আমার জানা মতে মার্কেটে কয়েক শত কোটি টাকা দেনা হয়ে আছে বাংলালায়ন, যেটা সে শোধ করতে পারতেছে না। আর আগামি বছর যখন গ্রামিন ফোন থ্রিজি নেয়ে আসবে , তখন তো উড়ে যাবে।

আমি বাংলালায়ন কিনতে চাইছিলাম এখন কি করি