Download failed হলে মন খারাপের দরকার নেই , Failed অবস্থা থেকেই Resume করুন Download

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজকে আলোচনা করব - আপনি কিভাবে download failed / broken file কে ঐ অবস্থা থেকেই resume করবেন ।

আমাদের দেশে নেটওয়ার্ক সমস্যা খুব বেশি । ধরুন আপনি 50 mb সাইজের ফাইল download করতে

দিয়েছেন কিন্তু যেকোন কারনে 40 mb download হওয়ার পর download failed , তাহলে মনটা কেমন

হয় । আজ থেকে আপনি ঐ 40 mb  থেকেই resume করতে পারবেন । বলে রাখা ভালো - আমি আমার

android phone এ opera mini browser দ্বারা করেছি , তবে আপনি আপনার java , symbian, pc

তে অন্য browser দ্বারা  চেষ্টা করতে পারেন । পদ্ধতিটি খুবই সহজ ।

যাহোক , নিচের বিষয়গুলো  ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখুন ।

১। ধরে নিলাম আপনি একটি ফাইল download করছেন যার নাম  universal_gb_root_v25.zip

ফাইলটি download complete হওয়ার পূর্বেই failed হল ।

২। download failed হওয়ার পর আপনি retry / restart করবেন না ।

৩। opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ যে ফোল্ডারে broken ফাইলটি আছে সে

ফোল্ডারে যান এবং ফাইলটি rename করুন । যেমন - আগে ছিল - universal_gb_root_v25.zip

rename করে করুন universal_gb_root_v252.zip .   নামের সাথে শুধু  2 দিয়েছি ।

৪। আবার opera mini তে যান এবং ঐ ফাইলটি retry / restart করুন । কিছুক্ষণের মধ্যে এটি 0.1mb

downloaded দেখাবে । এবার download pause করুন ।

৫। এবার opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ ঐ ফোল্ডারে যান । দেখতে পাবেন ২ টি

ফাইল । ১ টি আপনি rename করেছিলেন , অন্যটি আপনি pause করেছেন যার সাইজ প্রায় 0.1 mb

৬। pause করা ফাইলটির নাম যেকোন কিছু দিন (যার সাইজ ০.১ mb ) এবং পূর্বে যে ফাইলটি rename

করেছিলেন (যার সাইজ বেশি ) সেটি rename করে আসল নাম দিন । যেমন আপনি  নামের সাথে 2 দিয়েছিলেন , সেই 2 ক্লিয়ার করে দিলেই হল ।

৭। এবার opera mini তে যান , download resume করুন এবং ম্যাজিক দেখুন ।

আপনি মোবাইল বন্ধের পর কিংবা  অনেক দিন পরও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন ঐ ফাইলের

download link এ গিয়ে , শুধু broken ফাইলটি ডিলিট করবেন না ।

১-২  বার চেষ্টা করুন । সহজ মনে হবে ।

সবাই ভালো থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পড়ে মনে হচ্ছে সহজ। কিন্তু ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

Level 0

প্রথম বার failed হওয়ার পর যুদি আবার failed দেখাই তাহলে কি আবার এবাবে করতে হবে।

    Level 2

    @rhriyad: evabe kora zabe,kintu rename korar bisoye kheyal rakhte hobe

ধন্যবাদ .ভাই।অনেক সুন্দর টিউন।

Level 0

awesom post….TNX

ভালো পোস্ট। orbot দিয়ে দুই দিন ফ্রি নেট চালাইলাম। কিন্তু এখন আর orbot এ কাজ হচ্ছে না। সবুজ বাতি জ্বলার পরও নোটিফিকেশনে error starting … দেখায়।

    Level 2

    @অর্ধশূন্য: mms setting abar koren, orbot again install koren kaj hobe ,phone on howar por orbot automatically connect hole, disconnect kore again connect koren

Level 0

ধন্যবাদ .ভাই।অনেক সুন্দর টিউন।আমি uc 9.0 version দিয়ে download করতেছি ।data কানেকশন off হয়ে গেলেও problem হচছে না।

অনেক সুন্দর টিউন (কাজটা পরে ট্রাই করে দেখব)

দারুন বুদ্ধি ……।।

Level 0

vi ata ke desktop ba laptop a kaj kore? na ata sudu mobiler jonno tune? pls replied me.

Level 0

কেউ আমার galaxy y দিয়ে orbot চালানোর system টা বলবেন।

ধন্যবাদ , ট্রাই করে দেখতে হবে।

Internet Download Manager IDM 6.15 Build 8 Final Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

TypingMaster Pro Typing Tutor v7.01 Professional Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

USB Disk Security v6.2 Full ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে

ভাই দারুন একটা ট্রিক দিলেন, দেখি ট্রাই করে। প্রিয়তে নিলাম 🙂

Level 0

Hmn.Darun tricky

যাহিদ ভাই , broken ফাইলটা তো পাইতেছিনা।
একটু বুঝিয়ে বললে অনেক খুশি হইতাম ।
আর ওপেরা মিনি মিনিমাইজ করলে তো ডাউনলোড লিস্ট থেকে ফাইলটা ডিলেট হয়ে যায়।
যাহিদ ভাই, হেল্পের অপেক্ষায় রইলাম।

১ম কথা হল, ফাইল Download করলে Download ফোল্ডারেই ফাইল টা থাকে কিন্তু broken ডাউনলোড ফোল্ডারে তো নাইই অন্য কোথাও নাই।
২য় ক‍থা হল, “ওপেরা” মিনিমাইজ করে ফাইলমেনাজারে গেলেই ওপেরার ডাউনলোড লিস্ট থেকে ফাইলটা ডিলেট হয়ে যায়।
৩য় কথা হল, আমি সেম্পনি w35 ইউজ করি।
ধন্যবাদ ।

আমি আমার এক্সপেরিয়া মিনি প্রো-তে সফল হয়েছি, ধন্যবাদ ভাই, এতো দারুন একটা ট্রিক শেয়ার কপ্রার জন্য।