আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজকে আলোচনা করব - আপনি কিভাবে download failed / broken file কে ঐ অবস্থা থেকেই resume করবেন ।
আমাদের দেশে নেটওয়ার্ক সমস্যা খুব বেশি । ধরুন আপনি 50 mb সাইজের ফাইল download করতে
দিয়েছেন কিন্তু যেকোন কারনে 40 mb download হওয়ার পর download failed , তাহলে মনটা কেমন
হয় । আজ থেকে আপনি ঐ 40 mb থেকেই resume করতে পারবেন । বলে রাখা ভালো - আমি আমার
android phone এ opera mini browser দ্বারা করেছি , তবে আপনি আপনার java , symbian, pc
তে অন্য browser দ্বারা চেষ্টা করতে পারেন । পদ্ধতিটি খুবই সহজ ।
যাহোক , নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখুন ।
১। ধরে নিলাম আপনি একটি ফাইল download করছেন যার নাম universal_gb_root_v25.zip
ফাইলটি download complete হওয়ার পূর্বেই failed হল ।
২। download failed হওয়ার পর আপনি retry / restart করবেন না ।
৩। opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ যে ফোল্ডারে broken ফাইলটি আছে সে
ফোল্ডারে যান এবং ফাইলটি rename করুন । যেমন - আগে ছিল - universal_gb_root_v25.zip
rename করে করুন universal_gb_root_v252.zip . নামের সাথে শুধু 2 দিয়েছি ।
৪। আবার opera mini তে যান এবং ঐ ফাইলটি retry / restart করুন । কিছুক্ষণের মধ্যে এটি 0.1mb
downloaded দেখাবে । এবার download pause করুন ।
৫। এবার opera mini মিনিমাইজ করুন । তারপর file manager এ ঐ ফোল্ডারে যান । দেখতে পাবেন ২ টি
ফাইল । ১ টি আপনি rename করেছিলেন , অন্যটি আপনি pause করেছেন যার সাইজ প্রায় 0.1 mb
৬। pause করা ফাইলটির নাম যেকোন কিছু দিন (যার সাইজ ০.১ mb ) এবং পূর্বে যে ফাইলটি rename
করেছিলেন (যার সাইজ বেশি ) সেটি rename করে আসল নাম দিন । যেমন আপনি নামের সাথে 2 দিয়েছিলেন , সেই 2 ক্লিয়ার করে দিলেই হল ।
৭। এবার opera mini তে যান , download resume করুন এবং ম্যাজিক দেখুন ।
আপনি মোবাইল বন্ধের পর কিংবা অনেক দিন পরও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন ঐ ফাইলের
download link এ গিয়ে , শুধু broken ফাইলটি ডিলিট করবেন না ।
১-২ বার চেষ্টা করুন । সহজ মনে হবে ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়ে মনে হচ্ছে সহজ। কিন্তু ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।