ফায়ারফক্সে নিরাপত্তা ত্রুটি, ব্যাবহারকারীরা সাবধান…..

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স ব্যাবহারকারীদের কম্পিউটারে হ্যাকাররা তিকর প্রোগ্রাম ইনস্টল এবং সকল তথ্যের নিয়ন্ত্রন নিতে পারবে হ্যাকাররা।
সম্প্রতি ফায়ারফক্সের এ নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় জার্মানীর ইন্টারনেট ব্যাবহারকারীদের এ ব্রাউজার ব্যাবহারে সতর্কতা জানিয়েছে দেশটি। জার্মানীর ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি গত জানুয়ারিতে মাইক্রোসফটের ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর একই ধরনের সতর্কতা জারি করেছিল।

গত সপ্তাহে ফায়ারফক্সের এ নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন উঠলে এ ত্রুটির কথা স্বীকার করেন মজিলার ডেভেলপাররা। একটি ব্লগ পোস্টে তারা জানান, ত্রুটি দূর করার জন্য শিঘ্রই ফায়ারফক্সের নতুন পূণার্ঙ্গ সংস্করণ বাজারে আনছি আমরা। এ নিরাপত্তা ত্রুটি কেবলমাত্র আমাদের বর্তমান সংস্করনেই ধরা পড়েছে। আমাদের পরবর্তী সংস্করনগুলো অবশ্যই এ নিরাপত্তা ত্রুটিগুলো থেকে মুক্ত থাকবে। তাই ফায়ারফক্সের নতুন সংস্করন নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কিছু নেই।
মজিলা কর্তৃপ ইতিমধ্যে ফায়াফক্সের ৩.৬.২ পরীামূলক সংস্করন বাজারে ছেড়েছে। এ মাসের শেষ দিকে এর পূর্ণাঙ্গ সংস্করণ ৩.৬ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মজিলা। বাজারে ছাড়ার পর মজিলার ওয়েবসাইট থেকে বিনামূল্যে নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে। ফায়াফক্সের বর্তমান পরীামূলক সংস্করণটি ডাউনলোড করা যাবে এই ঠিকানার ওয়েবসাইট থেকে।

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, আমি তাই তো বলি ফায়ার ফক্সে বার বার নুতুন উপডেটের কথা বলে কেন।

খবরটা দওয়ার জন্য ধন্যবাদ। ত্রুটি সমস্যা সমাধান করবে তাহলে চিন্তার কিছু নাই।

    হুমমমমমম….. আপনাকেো ধন্যবাদ। এ মাসের শেষে পূর্নাঙ্গ সংস্করণ আসবে বলে জানিয়েছে মজিলা…….

খবরটা দওয়ার জন্য ধন্যবাদ। ত্রুটি বা সমস্যা সমাধান করবে তাহলে চিন্তার কিছু নাই।

গুগল ক্রোমের জন্য কিছুটা সুবিধা হলো মনে হয় ।

    @মামুন, মডু রে খেপাইও না।
    😛 😛 😛 😛

    দেখি মডু ক্ষেপলে কি করে :);)

    মামুন ভাই মডু ক্ষেপলে কিন্তু ………. তোমারে বাংলাদেশ ছাড়া করব

    গুগলের জন্য কিছুটা সুবিধা হলো বটে। ক্রোমের ব্যবহারকারী অনেক বেড়ে যাবে।

Level 0

আল-আমিন কবির ভাই, ভাল খবর,আর এ মাস টা দেরি করি।
আপনাকে ধন্যবাদ …..

Level 0

আমি ত আবার মযিলার দারুন ফ্যান…i’m not leaving it

Download Mozilla Firefox 3.6.2 from down link
http://www.multiupload.com/P599SPBJOH