ইন্টারনেট, আমি ও আমার বাংলাদেশ।

internet me and my bd

আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। কিন্তু টিউন করব এমন কোনদিন ইচ্ছা করেনি বা ভাবিনি।  আজ একটা মনের ভাব প্রকাশের জন্য রেজিস্ট্রেশান করে এই টিউন করলাম। যদি ভুল হয়ে যায় বা কাউকে আঘাত করে থাকি তবে ক্ষমা করবেন।

রোজ সকালে উঠে ভাবি আজ হয়ত টেকটিউনস এ দেখব যে ইন্টারনেট বিল কমে এসেছে কিন্তু যেই লাউ সেই কদু, টিটি তে ঢুকে কোন নিউজ পাইনা।

হয়ত ভাববেন এত আশা কেন, এটার পেছনে কারন আছে, রোজ যেই হারে টিটি তে পোস্ট দেয়া হচ্ছে যে অবশেষে নেট এর দাম কমল বা উমুক কম্পানি দাম কমাতে যাচ্ছে তাতে আমাদের মত ইন্টারনেট ইউজার রা বুকে আশা বাধতে শুরু করে যে এই বুঝি কমে নেট পেলাম, এবার তো নেট ইউজ করতে পকেটমানি তো আর শেষ হয়ে যাবেনা। কিন্তু দিন আসে দিন যায়......... আশা সুধু আশাই রয়ে যায়............সোনার হরিণ পালিয়ে বেড়ায়।

কিছুদিন আগে দেখলাম উমুক কয়জন মিলে আন্দোলন শুরু করেছেন। তাতে তো আরও খুশী হয়ে গেলাম...... যাই হোক কেউ ত দাঁড়িয়েছে। কিন্তু তাতেও গুঁড়ে বালি। বরং লাখ লাখ টাকা বেতন পাওয়া অফিসার দের মাথা থেকে কুবুদ্ধি(সুবুদ্ধি-কারন তারা এজন্যই বেতন পায়) বের হল P1 প্যাকেজ এর দাম কমাবে........................... আরে আমার বিজ্ঞ্য মহাশয় আপনার কম্পানির ডেটাবেজ ঘেটে দেখুন তো কতজন P1 ইউজ করেন!!!!! ইহা অতিব চিন্তার বিষয়।

এবার আসি আন্দোলনের বিষয়ে, BTRC এর সাথে মিটিং করে এনারা ১২জুন নেট বিল কমানোর একটা ডেটলাইন দিলেন। ১২জুন অনেক বার নেট ঘাঁটলাম। প্রথম-আলো, বিডিনিউজ২৪, টিটি এবং আর অনেক কিন্তু হিসেবের খাতা শূন্যই রয়ে গেল। সুধু কয়েকটা নিউজপেপার এ লিখেছে যে কমবে কিন্তু তা সুধু আল্লাহই জানেন যে কবে কমবে। তাহার উপর, যদিও আমি জানিনা যে বিষয়টি সত্য কি না বা মিথ্যা, যারা আন্দোলন করছেন নেট ইউজার দের পক্ষে তারাই নাকি এবার ইন্টারনেট প্রদানকারীদের পক্ষ নিয়ে আন্দোলন শুরু করেছেন যে 3G লাইসেন্স কম্পানিকে বিনামুল্ল্যে বা স্বল্পমুল্ল্যে প্রদান করতে।  ভাইয়ারা যদি এটা সত্য হয় তবে এই শোষক অত্যাচারী রক্তচোষা কম্পানি গুলো এই সুবিধা পেলে গ্রাহক পর্যায়ে কতটুকু দেবে? যেমনটা বর্তমানে ১৫ টাকা এর 1GB ৩৫০ টাকা তে দিচ্ছে। নাকি সেই সুবিধা পেয়ে আবার খেলা শুরু করবে তা আমার বিজ্ঞ্য ভাইদের কাছেই প্রশ্ন রাখলাম।

এখন আসি আমাদের সম্মানীয়! কম্পানিদের কথায়, আপনাদের উদ্দেশে বলছি যে যাহা আপনাদের রুজি, যার দ্বারা আপনাদের বিশাল প্রতিষ্ঠান চলে তাদের সম্মান দিতে শিখুন। তাদের সাথে নাহয় বেঈমানি করে খেলেন কিন্তু তাদের অবহেলা বা অবজ্ঞা করা উচিত নয়, নাহলে আপনাদের রুজির বরকত কমতে থাকবে। আমাদের আয়ের উৎসকে আমাদের সম্মান দেখানো উচিৎ।

আর ছোটদের  বা আমাদের পরিবেশের উপর ইন্টারনেট এর প্রভাব এর কথা বলেন অনেকে যে ইন্টারনেট সহজলভ্য হলে বাচ্চারা নস্ট হবে তাহলে আপনারা সিম কিনতে ১৮+ চান সেভাবেই নেট নিতে ১৮+ চাবেন এবং যারা নেট নিবেন তারা তাদের কমবয়সীদের প্রতি দায়িত্তশীল হলেই হয়।

এখানে দায় সবার। তেমনি দোষও সবার। শোষণ এর বিরুদ্ধে যদি রুখে দাড়াতাম, সরকার যদি এর সমাধান দ্রুত দিতেন, কম্পানিগুলর সুধু খা খা মনভাব না থাকত তবে এত সমস্যা হতনা। যাই হোক, এসব সুধুই আমার মনের কথা এবং একটা ক্ষোভ। যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি অতি দ্রুত সরকার এ বিষয়ে নজর দিবেন যেন এই কম্পানি গুলো স্বৈরাচারী না হয়ে উঠে এতে একদিন এরা আপনার অবাধ্য হয়ে যাবে। আশা রাখি রাতের আধার কেটে সোনালি সূর্য হাসবেই। এই দেশে একদিন ইন্টারনেট এর মাধ্যমেই বিশাল পরিবর্তন আসবেই কারন এখানকার ছেলেরা যেকোন দেশের চেয়ে অনেক মেধাবী....................................... একবার স্বল্পমুল্ল্যে ইন্টারনেট আর কাজের পরিবেশ(যেমনঃ Training, Paypal, Easy ID card registration and verification, International Interactivity ) দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

Level 0

আমি daanish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Exactly to the point.. Very good tune

Level 0

thanks @ahoto

ভালো লিখেছেন।

অনেক সুন্দর

Level 0

also thanks to khan and games master

Level 0

assa egulo lekhate ki amake ba post take ban korte pare ekhan theke??

কি যে বলেন ভাই, আপনি অনেক ভালো লিখেছেন। আমাদের সাহস বারিয়ে দিলেন হয়তোবা আশা টাও………………

Level 0

ok. thank you for helping and answering me

Level 0

“আর ছোটদের বা আমাদের পরিবেশের উপর ইন্টারনেট এর প্রভাব এর কথা বলেন অনেকে যে ইন্টারনেট সহজলভ্য হলে বাচ্চারা নস্ট হবে তাহলে আপনারা সিম কিনতে ১৮+ চান সেভাবেই নেট নিতে ১৮+ চাবেন এবং যারা নেট নিবেন তারা তাদের কমবয়সীদের প্রতি দায়িত্তশীল হলেই হয়'”
kotata valo lagse….

ভাল লাগলো আপনার টিউনটি ।

Level 0

এই মোবাইল কম্পানীগুলো নীলদপর্নের মত শুরু করছে। এরা আমাদের দেশ থেকে প্রচুর মুদ্রা পাচার করতেছে। কিন্তু সরকারী সীম টেিলটকের খবর কি…কেউ না কমালে তো এদের কমান উচিত। আসলে সরকারই নিবার্গ। সবাই আছে ক্ষমতার জন্য, জনগনের জন্য নয়…

এই পুজিবাদী ও হারাম বানিজ্যের উপর বিরক্তি ধরে গেছে।কিছুই কি করা যায় না?ধর্মীয় শিক্ষার বড়ই অভাব এ শতাব্দি।মহানবী সত্‍ বানিজ্যকে হালাল করেছেন,এরকম শোষক বানিজ্যকে না।এখন তো মনে হচ্ছে দেশে তুরস্কের মত একটা প্রতিবাদী তাকসিম স্কয়ারের খুব প্রয়োজন। 😐

আর জুলিয়াস চৌধুরীরা কি করছেন ওখানে?শুধুই সময় নষ্ট।কেন কোন শীঘ্র প্রতিবাদী কর্মসুচি ঘোষণা করছেন না?আজব তো! 😐

Level 0

এক হইলে নেটের দাম কমা

আর নাইলে

পোর্ট ৫৩ খুইল্যা দে

কোনটাই না পারলে

ফ্রী ইউজ চলছে চলবেই ►

সুন্দর লিকছেন ভাই

Level 0

Admin ভাই এবং যে ভাইয়েরা Comments করেছেন তাদের উদ্দেশে বলছি। আমি জানি না আন্দোলনকারীদের কি অবস্থা। কিন্তু আমার ১টা প্রশ্ন সকলের কাছে। যেদিন আন্দোলনকারীদের প্রথম কর্মসূচী হিসেবে শাহাবাগে মানব্বন্ধন হয়েছিল সেদিন কি আপনারা অংশগ্রহণ করেছিলেন? আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমার কাছে অবাক লাগলো যে সেদিন অনেক কম মানুষ অংশগ্রহণ করেছিলো। পরবর্তী কর্মসূচীগুলোতে আমি অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু TT তে আন্দোলনকারীদের Photo দেখলাম যে তারা BTRC এর সামনে ১২ জুন আন্দোলন করছে। সেই আন্দোলনেও খুব একটা মানুষ ছিলোনা। তাই আমার ১টা request যে এই রকম পোস্ট এবং Comments না করে এই রকম সকল আন্দোলনে অংশগ্রহণ করুন, আশা করি ইতিবাচক ফলাফল পাবেন। ধন্যবাদ সকলকে

Level 0

@ananda আমি সুদুর রংপুর এ থাকি। এখন বলুন আমার কি করা উচিত ছিল? আমার কাছে যা উচিৎ মনে হয়েছে আমি তাই করেছি। ভুল হলে ক্ষমা করবেন।

nice post. Thumbs up to you 🙂