আমি মাইদুল ইসলাম, শেরপুর বগুরা থেকে । আমাদের এখানে এখনো অন্য কোনো অপারেটর না থাকায় সিটিসেল ব্যবহার করতে হয় বাধ্য হয়ে । আমরা গ্রামে থেকেও অনেক কষ্ট করে অনলাইনে অর্থ উপার্জন করি । গত চারদিন যাবত সিটিসেল নেট নেই শেরপুর থানায় । সিটিসেল কে কমপ্লেইন করলে তারা জানায় - টাওয়ারে কাজ চলছে; সম্পূর্ণ মিথ্যা কথা। কাল নিজে গিয়ে খোজ নিলাম নেট না থাকার আসল কারন । শেরপুর থানায় ১টি মাত্র টাওয়ার, তাও আবার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।অনেক বার ওদের কমপ্লেইন করার পর ও ওরা এটা আমাকে জানাচ্ছিলো না, যখন আমি বললাম তখন তারা আমাকে বলে হতে পারে। কবে নাগাদ ঠিক হবে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। কি আশ্চর্য !!!
আমি ক্লাইন্ট এর কাজ নিয়ে বসে আছি। এইভাবে চলতে থাকলে ফ্রিল্যান্সিং ক্যরিয়ার টাই নষ্ট হয়ে যাবে আমার মতো অনেকেরই। এমনিতেই একটু দেরীর জন্যে ক্লাইন্টদের অনেক তেল দিয়ে কনভেন্স করা লাগে আমাদের;তার উপর যেই কাজ ২দিনে কমপ্লিট করার কথা, তা আজ ৪ দিনেও শেষ করতে পারলাম না। ক্লাইন্ট এর সাথেও কোনো যোগাযোগ করতে পারছিনা । এখন ক্লাইন্ট কি শুধু আমাকেই ভুল বুঝবে নাকি, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কেও ??? আমরাই পারি আমাদের নিজেদের কে শক্তিশালী করতে । দয়া করে সবাই সোসিয়াল মিডিয়া শেয়ার করুন ও সিটিসেল এর পেইজে অভিযোগ করুন।
আমি Mohammad Maidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ato style kore likher ki dorkar. apnar lekhai jodi porte ato kosto hoy tobe apnar tune theke ki bujhbo?