NaturalBD.com থেকে টরেন্ট হান্ট করুন চরম স্পীড এ………। ( শুধুমাত্র ISPROS ব্রডব্যান্ড ইউজারদের জন্য )

হাই বন্ধুরা, আসসালামুআলাইকুম। আশা করি সবাই খুব ভাল আছেন। আপনারা ভাল থাকলেই আমি ভাল আছি। আর খারাপ থাকলে আমিও খারাপ। আপনাদেরকে ভালবাসি বলেই এখানে ছুটে আসি। আপনাদেরকে কোন কিছু দেওয়াতেই আমার জীবন সার্থক।

আজকের পোস্ট টি শুধু মাত্র ওই ভাইদের জন্য যাদের ব্রডব্যান্ড কনেকশন আছে। যারা এই কানেকশন এর আওতাভুক্ত তারা এসব সুবিধা ভোগ করতে পারবেন।

সেদিন ইন্টারনেট ঘাটতে ঘাটতে একটা সাইট এর ঠিকানা পেলাম। সাইট টার নাম   NaturalBD.CoM । এটা একটা টরেন্ট সাইট + ডিরেক্ট ডাউনলোড সাইট।  প্রথমে আমি   utorrent client দিয়ে একটা ফাইল নামাতে শুরু করলাম। দেখি যে একি স্পীড। আগে  torrent এ স্পীড পাইতাম  ২০/৩০ কেবি। তাই রাগ করে টরেন্ট নামাইতাম না। কিন্তু সেদিনই প্রথম আমি  torrent দিয়ে এই স্পীড পাই। মনটা খুব খুশি হয়ে গেল আমার। নিচে কিছু স্ক্রীনশর্ট দিলাম দেখলেই বুজতে পারবেন যে কেমন স্পীড পাইছি।  Assassin's Creed III  ১৫ জিবি এর আই এস ও ফাইলটা  কয়েক ঘণ্টায় নামিয়ে নিলাম। ৪ দিন খেলার পর গতকাল গেম টা শেষ করলাম। এই গেম এর ডিভিডি কিনতে গেলে মিনিমাম ২০০ টাকা লাগত। তা আমার নেট এর নরমাল স্পীড ৩০/৩৫ কেবি। ওটা নামাইতে গেলে মাস খানিক পার হয়ে যেত আমার। কিন্তু এই  torrent দিয়ে আমার চরম লাভ হইল। সেই সাথে আরও অনেক মুভি এবং ভিডিও গান ও ডাউনলোড করেছি।

আপনাদের যাদের  ব্রডব্যান্ড কানেকশন আছে তারা এই সাইট টা দেখতে পারেন। আশা করি আপনারাও আমার মত ডাউনলোড করতে পারবেন আর মজা লুটাবেন।  নিচে সাইট টার লিঙ্ক দিলাম।

সাইট টি তে যেতে এখানে ক্লিক করুন

তারপর টরেন্ট নামাতে  Torrent Download এ ক্লিক করুন।

এরপর এরকম একটি পেজ দেখতে পারবেন। কোন কিছু ডাউনলোড করতে গেলে আপনাকে অবশ্যই ওই সাইট এ লগিন থাকতে হবে। ২০ সেকেন্ডে একটি আইডি রেজিস্ট্রেশান করুন। ইমেইল কনফার্ম করা লাগবে না।

এরপর বামপাশে দেখানো ক্যাটাগরি থেকে পছন্দ মত ডাউনলোড আর ডাউনলোড করুন। ডাউনলোড এর জন্য  utorrent বা অন্য  কোন ক্লায়েন্ট ব্যবহার করুন।

আমি ডাউনলোড করে যে রকম স্পীড পাইছি তার কয়টা স্ক্রীন শর্ট দেখে নিন......।

ভাল থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদেরকে।

 

 

 

 

 

Level New

আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালোতো । ভালো না ?ভাই , ব্রডব্যান্ড আমিও ব্যবহার করেছি । সিড বেশি থাকলে স্পিড তো পাবেনই ! কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ ।
http://www.facebook.com/21virtuallibrary

    Level New

    @Ajmir Alam: ভাইরা ওই সাইট এ টরেন্ট ছাড়াও আরও একটি সুবিধা আছে যেটি হল Direct Download system. ওখানে ঢুকলে আপনারা Internet Download Manager দিয়ে চরম স্পীড এ ডাউনলোড করতে পারবেন। রাত ১২ টার পর ভাল স্পীড পাওয়া যায়। মাঝে মাঝে সারভার এর প্রব্লেম এর কারলে ডাউনলোড হতে চায় না। সারভার নট রেস্পন্স দেখায়। কিন্তু ভয়ের কারন নেই। যে ফাইল টা ডাউনলোড হতে সারভার কানেকশন ফেইল দেখাবে ওটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ডাউনলোড লিস্টে রেখে পরে আর সময় রিজিউম এ চাপ দিবেন দেখবেন যে ডাউনলোড হছে। এ ছাড়াও ওখানে File Server Direct Access নামে আরও একটি অপশন রয়েছে ওখানে ঢুকলে ওদের সারভার এর ডিস্ক এর FTP শেয়ার দেয়া আছে ওখান থেকেও নামাতে পারবেন।

ধন্যবাদ । Free apps Zone

Level 0

চমতকার ! অসংখ্য ধন্যবাদ !

    Level New

    @voltrome: @voltrome: ভাইরা ওই সাইট এ টরেন্ট ছাড়াও আরও একটি সুবিধা আছে যেটি হল Direct Download system. ওখানে ঢুকলে আপনারা Internet Download Manager দিয়ে চরম স্পীড এ ডাউনলোড করতে পারবেন। রাত ১২ টার পর ভাল স্পীড পাওয়া যায়। মাঝে মাঝে সারভার এর প্রব্লেম এর কারলে ডাউনলোড হতে চায় না। সারভার নট রেস্পন্স দেখায়। কিন্তু ভয়ের কারন নেই। যে ফাইল টা ডাউনলোড হতে সারভার কানেকশন ফেইল দেখাবে ওটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ডাউনলোড লিস্টে রেখে পরে আর সময় রিজিউম এ চাপ দিবেন দেখবেন যে ডাউনলোড হছে। এ ছাড়াও ওখানে File Server Direct Access নামে আরও একটি অপশন রয়েছে ওখানে ঢুকলে ওদের সারভার এর ডিস্ক এর FTP শেয়ার দেয়া আছে ওখান থেকেও নামাতে পারবেন।

শুধু ispros না সকল BDIX সমর্থিত ব্রডব্যান্ড ব্যাবহারকারীরাই এমন স্পীড পাবে। আর এক্ষেত্রে সবচেয়ে ভালো সাইট আমার কাছে মনে হয়েছে torentbd.com এবং crazyhd.com কে। এইগুলোতে তুলনামুলকভাবে একটু বেশি seed থাকে।

    Level 0

    @উল্লাস vai,amake torrentbd.com theke ekta invite ppathaben plz.my email id—[email protected]

      @new moon: ভাই আপনি invitation এর জন্য torrentbd এর ফেসবুক পেইজে আপনার speedtest.net এর ফলাফল পোস্ট করুন এবং আপনার ইমেইল আর আইএসপি এর নাম উল্লেখ করুন।

    @উল্লাস: ভাই, পারলে আমাকেও torrentbd.com এর একটা invitation পাঠাইয়েন। আমার মেইলঃ [email protected]

      @টেকপোকা: ভাই, প্লিজ আমাকেও একটা রিকুয়েস্ট পাঠান। [email protected]

      @টেকপোকা: ভাই আপনি invitation এর জন্য torrentbd এর ফেসবুক পেইজে আপনার speedtest.net এর ফলাফল পোস্ট করুন এবং আপনার ইমেইল আর আইএসপি এর নাম উল্লেখ করুন।

আচ্ছা একটা কথা।মোহাম্মদপুরের জনপ্রিয় একটা ব্রডব্যান্ড আইএসপি হল Uturn।এটা কি ISPROS line এর অন্তর্ভুক্ত নাকি BDIX line এর অন্তর্ভুক্ত?কারণ আমি এই লাইন ব্যবহার করার ইচ্ছে আছে।

Level 2

ISPROS, bdix agula kon broadband.. amio to broadband use kori.. but speed passi na to..

ভাই ISPRO এর মোবাইল নাম্বার টা দেন । লাইন পরিবর্তন করব ।

Level 2

amar ip chek korle bole BTTB,mogbazar eta dia ki download hobe???????????

ভাই এটা কি গ্রামীণফোন এর মডেম দিয়ে করা যাবে?প্লিজ কেউ সাহায্য করেন

Level New

IS PROS contact:
Product and Service Support

Dial: +88 01613257767, 01613304467, 01613304476

General Inquiry:
Dial: +8802 8126957, +8802 8116422

Our Product Sales: Dial +88 016 13257757 to schedule an appointment.

Product Signup:
+880 1613257754
+880 1613257757
+880 1613257780

IS Pros, link3 and BDcom chara baki sob vua

Level New

ato chilla chilli korar kono dorkar nai, apnar isp name zodi bdix er list a thake then apnio beshi speed paben, apnara to aktuo kosto korte chan na so bdix er list ta kosto kore ami e dia dilam akhane:

ISPROS

LINK3 TECHNOLOGIES LTD.

BDCOM ONLINE LTD

SDNP

BANGLADESH ONLINE (BOL)

INFORMATION SERVICE NETWORK LTD.(ISN)

ACCESS TEL

DAFFODIL ONLINE

AFTAB IT

RANKS-ITT LTD

BIJOY ONLINE LTD

PROSHIKA

BRAC BDMail

Aamra Network

Grameen CyberNet

Agni

BTTB

Ektoo Ltd.

Connect BD Ltd.

DNS

Intech online Limited

Dristhee Online Ltd

Dhakacom Ltd.

Asiatel Network Ltd

ADN

TELNET

Level New

ভাইরা ওই সাইট এ টরেন্ট ছাড়াও আরও একটি সুবিধা আছে যেটি হল Direct Download system. ওখানে ঢুকলে আপনারা Internet Download Manager দিয়ে চরম স্পীড এ ডাউনলোড করতে পারবেন। রাত ১২ টার পর ভাল স্পীড পাওয়া যায়। মাঝে মাঝে সারভার এর প্রব্লেম এর কারলে ডাউনলোড হতে চায় না। সারভার নট রেস্পন্স দেখায়। কিন্তু ভয়ের কারন নেই। যে ফাইল টা ডাউনলোড হতে সারভার কানেকশন ফেইল দেখাবে ওটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ডাউনলোড লিস্টে রেখে পরে আর সময় রিজিউম এ চাপ দিবেন দেখবেন যে ডাউনলোড হছে। এ ছাড়াও ওখানে File Server Direct Access নামে আরও একটি অপশন রয়েছে ওখানে ঢুকলে ওদের সারভার এর ডিস্ক এর FTP শেয়ার দেয়া আছে ওখান থেকেও নামাতে পারবেন।

Level New

ওই সাইট এর Direct Download নিয়ে একটি পোস্ট করেছিলাম চাইলে দেখতে পারেন। তবে পোস্ট টা অনেক আগের তো তাই ওরকম এখন আর নাই কারন সাইট টা অরা অন্য সারভার http://new.naturalbd.com/ নিয়েছে। আপনারা সাইট টাতে ঢুকলেই বুঝতে পারবেন সব। পোস্ট টার লিঙ্ক নিচে দিলাম।

https://www.techtunes.io/internet/tune-id/201244

Thank you vai. ami minimum 1mbps paitesi.

আসলে কি স্পিড আমি ২-২.৫ মেগাবাইট/সেকেন্ড পাই বিডিএক্স টরেন্ট সাইট গুলো থেকে। কিন্তু আপনার আইএসপি যদি আপনার স্পিড ক্যাপ করে রাখে তাহলে কম পাবেন। আবার অনেক আইএসপি আপনার package এর উপর ভিত্তি করে স্পিড ক্যাপ করে।