“পে পার ইউজ” প্যাকেজের দাম শুধু পুনর্বিবেচনায় এনেছে রবি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে অপারেটরদের মোবাইল ফোনে ইন্টারনেট চার্জ কমানোর কথা জানা গেলেও শুধু "পে পার ইউজ" P1 প্যাকেজের দাম শুধু পুনর্বিবেচনায় এনেছে রবি বলে একটি অনলাইন গন মাধ্যমকে জানিয়েছে রবি।

অন্যান্য ইন্টারনেট প্যাকেজের দাম শুধু পুনর্বিবেচনার বিষয়ে তাদের কোন প্রতিক্রিয়া নেই। এর মানে কি তারাও গ্রামীন ফোনের পথে হাঁটছে?

চলুন জেনে নেই বর্তমানে রবিতে পে-পার-ইউজ/ব্যবহার অনুযায়ী খরচঃ  ২ পয়সা/কে বি (সকাল ৯.০১ মিনিট থেকে রাত ১২.৫৯ মিনিট পযর্ন্ত),১পয়সা/কে বি (রাত ১ টা থেকে সকাল ৯ টা পযর্ন্ত) ভ্যাট ছাড়া।

আপনাদের জন্য নিউজটি তুলে ধরা হলো

ভবিষ্যতে মোবাইল ফোনে ইন্টারনেটের প্রবৃদ্ধির কথা বিবেচনা করে ও সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সহযোগিতা করতে রবি ‘পে পার ইউজ’ (P1) প্যাকেজের দাম পুনর্বিবেচনায় এনেছে। রবি সূত্র এ তথ্য দিয়েছে।

দেশি মোবাইল সেবাদাতা রবি সব সময়ই বৈচিত্র্যময় সেবার মাধ্যমে গ্রাহকের কাছে নিজেকে ভিন্ন প্রমাণের করে এসেছে। এ ছাড়াও মোবাইল ফোনে ইন্টারনেটের দাম কমানোর মাধ্যমে গ্রাহক সেবা আরও বাড়ানো এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য। কথাগুলো জানালেন রবির নির্বাহী সহ-সভাপতি মাহমুদুর রহমান।

তিনি বলেন, আমরা আশা করি, নতুন সেবাব্যয় নির্ধারণে আরও অনেক নতুন ইন্টারনেট ব্যবহারকারী  সামনে তথ্যপ্রযুক্তির উন্মুক্ত সুবিধা উপভোগ করতে পারবে। রবি মানুষের সম্ভাবনাকে জাগিয়ে দিতে চায়। আর এ কারণেই রবি সব সময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।

এ মুহূর্তে দেশে তিন কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে ৯৫ ভাগ মানুষ মোবাইল ফোনেই ইন্টারনেট উপভোগ করছেন। সুত্রঃ এখানে

তাছাড়া মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সর্বশেষ অফার, কলরেট, ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত সকল তথ্য জানতে ঘুরে আসতে পারেন এখানে টেলিকথন ডটকম

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা কি পোস্ট করলেন ভাই।।আপনি কি জানেন রবি তে কোন পি১ Package nai।।তাইলে রবি কোথায় থেকে পি১ এর দাম কমাবে।। “”””আজাইরা কোথাকার”””

    Level 0

    @meglariad: ভাই রবিতে “পে পার ইউজ” প্যাকেজকেই
    p1 বলা হয়। ধন্যবাদ

Level 0

পে পার ইউজ আমরা কয়জন ব্যবহার করি।এখন বুঝতাছি আন্দোলন কইরা কোন লাভ হইবোনা। আসলে যে দেশের সরকার দুর্নিতিবাজ, ঘুষখোর হয় সে দেশের অবস্থা এমনই হয়।

Pay per use এর দাম কমিয়ে লাভ কি???

Level 0

আগে বিটিআরসির ঘোষখোরদের ধরতে হবে

Level 2

pay per use use e robi 2mb tah amr 40tk katcha. dakath er gusti

আরে এখনো কি বলেছে যে অন্য প্যাকেজের দাম কমাবে না?পর্যায়ক্রমে সব কমাবে।আগে বিটিআরসির নির্দেশনা পাক ঠিকভাবে।আর না কমিয়েই যাবে কোখায়?আন্দোলন সফল হবেই। 😐

রবির পোস্ট পেইড এর রেট কমাইলে হত 🙁 দিন দিন ফতুর করে দিচ্ছে