:: \ ইউটিউব নিয়ে কিছু কথা / ::

আশা করি সবাই ভালো আছেন। আমি একজন নতুন ব্লগার। ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। পোস্টে কোন ভূল-ভ্রান্তি থাকলে আশা করি ধরিয়ে দেবেন

আজ আপনাদের ইউটিউব নিয়ে কিছু লিখতে চাই। ইউটিউব বর্তমানে সবচেয়ে বড় ভিডিও হোস্টিং সাইট। আমরা অনেকেই ইউটিউব ব্যবহার করে থাকি ভিডিও দেখার জন্য।

:: এক নজরে ইউটিউব ::

সাইট এড্রেসঃ http://www.youtube.com
জন্মঃ ফেব্রুয়ারী ১৪, ২০০৫
ক্যাটাগরীঃ ভিডিও হোস্টিং সাইট
প্রতিষ্ঠাতাঃ স্টিভ চেন, চাঁদ হার্লে ও জাভেদ করিম
সাইটে যেসব প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়ঃ Flash, Python, C, Javascript, MySQL
মাসিক ভিজিটরঃ ৮00,000,000 (প্রায়)
হেড অফিসঃ ৯০১ চেরি এভিনিউ, স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
এলেক্সা র‍্যাঙ্কিং: ৩য় (এপ্রিল ২০১৩ পর্যন্ত)
ইউটিউবের প্রতিষ্ঠাতা ৩ জন। তারা হলেন স্টিভ চেন, চাঁদ হার্লে ও জাভেদ করিম। চাঁদ মার্কিন, চেন হলেন তাইওয়ানিজ এবং জাভেদ করিম বাংলাদেশী। জাভেদ করিম জার্মানীতে জন্মগ্রহন করেন। তার বাবা বাংলাদেশি নাগরিক নাইমুল করিম এবং মা হলেন জার্মান নাগরিক ক্রিস্টিন করিম। বাবা ও মা দুজনই রিসার্চার। জাভেদ জার্মানীতে বড় হোন এবং তারপর মিনেসোটার ইউভার্সিটি অফ ইলিয়েনোস থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন।  

উপরে ইউটিউবের একজন প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ করিমকে দেখা যাচ্ছে

ইউভার্সিটিতে পড়াশোনা করার সময় তারা ৩ জনই PayPal এ চাকরী করতেন। পরে তাদের মাথায় একটি ভিডিও হোস্টিং সাইট চালু করার ইচ্ছা জাগে। এভাবেই রুপ নেয় ইউটিউব। ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটির নাম Me at the zoo. এ ভিডিওতে জাভেদ করিমকে দেখা যায় সান ডিয়েগো চিড়িয়াখানায়। ২০০৬ সালের অক্টোবর মাসে গুগল ১.৬৫ বিলিয়ন ডলার দিয়ে ইউটিউব কিনে নেয়।

ইউটিউবের প্রথম আপলোড করা ভিডিওঃ লিংক

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওঃ Gangnam Style by PSY (১,৬৪৮,০৭৭,৪৭৪ বার দেখা হয়েছে ) - ্লিংক

> প্রতি মিনিটে এখন ইউটিউবে ৬০ঘন্টার ভিডিও আপলোড হয়ে থাকে।
> ইউটিউব বিশ্বে সবচেয়ে বেশি ভিসিট করা সাইটগুলোর মধ্যে ৩য়।
> এটি ৫৯টি দেশের ভাষায় ব্যবহার করা যায়।
> ইউটিউব ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১৫-২০মিনিট সময় ব্যয় করেন ভিডিও দেখতে।
> প্রতিদিন ইউটিউবে ৪ বিলিয়ন ভিডিও দেখা হয়ে থাকে।
> ফেসবুকে প্রতিদিন ৫০০ বছর দৈর্ঘের ইউটিউব ভিডিও দেখা হয়ে থাকে।
> প্রতি মিনিটে টুইটারে ৭০০ ভিডিও শেয়ার করা হয় ইউটিউব থেকে।

Level 0

আমি সাইবার উন্মাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাইবার উন্মাদ। ভালোবাসি প্রযুক্তিকে। প্রযুক্তির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও আগে থেকেই জানতাম , তবুও ভালো লাগলো । অনেকেই জানেন না , তাদের কাজে দিবে ।

ধন্যবাদ শেয়ার করার জন্ন্যে.