কম্পিউটার ব্যবহারকারীরা বর্তমান প্রধাণত যেসব সমস্যায় পড়ে, এর অন্যতম হচ্ছে ফাইলের ধরন (ফরম্যাট) রুপান্তর করা (কনভার্ট)। দেখা যায়, একটি ফাইল এক কমপিউটারে চলে, কিন্তু অন্য কমপিউটারে চলে না। সমস্যাটি মূলত ফাইলের ফরম্যাটের কারণে।
দেখা যায়, প্রতিটি সফটওয়্যারের একটি নিজস্ব ফরম্যাট থাকে। এ কারণে অনেক সময় ফরম্যাট পরিবর্তনের প্রয়োজন পড়ে। আবার সেই পরিবর্তনের জন্য প্রয়োজন হয় ফাইল কনভার্টারের (ফরম্যাট বদলানোর জন্য বিশেষ সফটওয়্যার)। প্রতিটি ফাইল ফরম্যাটের জন্য আবার আলাদা সফটওয়্যার সংগ্রহ করাও বড় একটি সমস্যা। সহজেই এ সমস্যার সমাধান করা ZamZar নামের ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের ফাইল ফরম্যাট পরিবর্তন করা যায়। এটিকে ওয়েবভিত্তিক ফাইল কনভার্টারও বলা যায়। এতে ডকুমেন্ট কনভার্টারের জন্য রয়েছে ডক, ডকএক্স, এইচটিএমএল, ওডিটি, পিডিএফ, পিপিটি, পিপিটিএক্স, আরটিএফ, সিএসভি ইত্যাদি। ভিডিও ফাইল রুপান্তরের জন্য আছে থ্রীজিপি, এফএলভি, ওজিজি, আরএম, এভিআই, এমএমএফ, এক্সএলএস, আইপড, জিভিআই ইত্যাদি। ছবির জন্য রয়েছে বিএমপি, জিআইএফ, টিআইএফএফ, ডব্লিউএমএফ, পিএনজি ইত্যাদি। অডিও ফরম্যাটের জন্য রয়েছে ওজিজি, এএসি, এসিও, এমপিথ্রী ইত্যাদি। এর মাধ্যমে সর্বোচ্চ ১০০ মেগাবাইট আকারের ফাইল কনভার্ট করা যায়। এছাড়া এই সাইটের মাধ্যমে ইউটিউবের অনলাইন ভিডিও যেকোনো ফরম্যাটে সংগ্রহ করা যায়।
ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এখান থেকে
সূত্রঃ ওয়েব।
লেখাটি এখানে প্রথম প্রকাশিত হয়েছে।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
thank you