সহজে ইংরেজি এবং যে কোন ভাষা শিখুন এবং কোর্স শেষে Certificates print করে নিন।

আমার এটা প্রথম টিউন। সবাই তো ভাল ভাল টিউন করে ফেলে, আমি তো আর তাদের মত ভাল টিউন করতে পারব কিনা জানি না। তাই ভাবলাম আমি একটা টিউন করি।দেখি কেমন লাগে আপনাদের। এটা হল ভাষা শেখার একটা সাইট। অনেকের কাজে আসতে পারে ভেবে টিউনটা করলাম।ব্যবহার করুন ভাল লাগবে। এখানে বিস্তারিত কিছু বললাম না। সাইন আপ করা সহজ। নিজে নিজে সব কাজ  করতে পারবেন।আপনি এখানে যে কোন ভাষা শিখতে পারবেন। আপনি কোন ভাষাতে কথা বলেন, কি ভাষা শিখবেন তা বিস্তারিত সাইটে ঢুকলে বুঝতে পারবেন।কোন সমস্যা হলে বা জানতে হলে আমি তো আছি।
আর একটা মজার জিনিস হল তারা Certificates (English Plus subscribers can print a Certificate of Completion when they complete a course.) print করতে পারবেন। এটা তারা নতুন আপডেট করেছে।কোর্স শেষ করে নিয়ে দেখবেন।

লিঙ্কটা হল
http://www.livemocha.com

Level 0

আমি সুখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত ছোট টিউন কেন ?? বিস্তারিত ভাবে সাইটের বনর্না দিয়ে টিউন করুন । আর ট্যাগ ঠিক করে ভাষা,ইংরেজি,ভাষা শিক্ষা করে দিন ।

    এটা প্রথম টিউন তো কি ভাবে করতে হয় জানতাম না মামুন ভাই। আস্তে আস্তে ঠিক হবে ভাই। দোয়া করবেন। আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষতে হবে।

Level New

ভাই এই সাইটার মধ্যে ঝামেলা আছে বেশ কিছু দূর যাওয়ার পর পরবর্তি লেসন গুলো আসে না।

    এটা হওয়ার কথা না। আপনি একটা করে লেসন শেষ করবেন তার পর অন্যটা ধরবেন। যেমন: প্রথমে ১.Learn ২.Review ৩.Write ৪.Speak. এই ভাবে শেষ হবে। প্রত্যেকটা lesson শেষ হলে complete লেখা দেখাবে। আমার কোন সমস্যা হয় নাই। পরবর্তীতে আমি image দিয়ে বোঝাব।
    কেউ আমাকে বলবেন কি ভাবে image টিউনে যোগ করব।

ধন্যবাদ সুখন ভাই । আর ভাল টিউন করবেন বলে আশা করি ।

Level New

সুখন ভাই আমি এখানে অন্য কোন ভাষার কথা বলতে পারব না তবে কোরিয়ান ভাষার ক্ষেত্রে ১০০% সমস্যা আছে। চাইলে আপনি আমকে চ্যালেঞ্জ করতে পারেন।
তথাপি আপনাকে ধন্যবাদ নতুনদের জন্য প্রাথমিক পর্যায়ে অনেক কিছু আছে।

    হতে পারে ভাই তবে আমি ইংরেজি এবং আরবি ভাষাটাতে কোন সমস্যা পাই নাই। আমি দেখব কোরিয়ান ভাষাতে কোন সমস্যা আছে নাকি। যদি শিখি কোরিয়ান ভাষা।

ভাল লাগলো চালিয়ে যান…..আছি

    ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ সুখন ভাই

Level 0

Wow…jotil jinish

Bhai onak mozar site darun lagechay…………

    ধন্যবাদ আপনাকে ভাল লাগার জন্য।

Level 0

I want to learn French language.

************************************** Attention Please *********************************

Brother,
apnar post tar jonno apnaka thanks.
brother details jodi bolten ki vaba CERTIFICATE ta pata pari.

one din dore kaj kora hoy na brother, ekhane join kore language learn korte paren.

bujiya bolan