আমার এটা প্রথম টিউন। সবাই তো ভাল ভাল টিউন করে ফেলে, আমি তো আর তাদের মত ভাল টিউন করতে পারব কিনা জানি না। তাই ভাবলাম আমি একটা টিউন করি।দেখি কেমন লাগে আপনাদের। এটা হল ভাষা শেখার একটা সাইট। অনেকের কাজে আসতে পারে ভেবে টিউনটা করলাম।ব্যবহার করুন ভাল লাগবে। এখানে বিস্তারিত কিছু বললাম না। সাইন আপ করা সহজ। নিজে নিজে সব কাজ করতে পারবেন।আপনি এখানে যে কোন ভাষা শিখতে পারবেন। আপনি কোন ভাষাতে কথা বলেন, কি ভাষা শিখবেন তা বিস্তারিত সাইটে ঢুকলে বুঝতে পারবেন।কোন সমস্যা হলে বা জানতে হলে আমি তো আছি।
আর একটা মজার জিনিস হল তারা Certificates (English Plus subscribers can print a Certificate of Completion when they complete a course.) print করতে পারবেন। এটা তারা নতুন আপডেট করেছে।কোর্স শেষ করে নিয়ে দেখবেন।
লিঙ্কটা হল
http://www.livemocha.com
আমি সুখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত ছোট টিউন কেন ?? বিস্তারিত ভাবে সাইটের বনর্না দিয়ে টিউন করুন । আর ট্যাগ ঠিক করে ভাষা,ইংরেজি,ভাষা শিক্ষা করে দিন ।