সিটিসেল এর ফান্দে কেউ পড়েন না

এভাবে আর কত দিন আমাদের সহ্য করে যেতে হবে এই মোবাইল কোম্পানি গুলোর অত্যাচার । আজ একটি কাহিনি বলব যাতে আর কেউ আমার মত বিপদে না পড়ে । সিটিসেল একটি নতুন অফার দিয়েছে বন্ধ সংযোগ চালু করলে ২৫০ বা তার বেশি টাকা লোড দিলেই ৫০০ টাকা বোনাস এবং ১৮gb  ইন্টারনেট ফ্রী । ভাবলাম ভালই হবে আমার চারটা রিম বন্ধ ছিল । আমি আমাদের ঝিনাইদাহ এর সিটিসেল কাস্টমার কেয়ার এ গেলাম । তারা আমার সব গুলো রিম দেখে দুইটা রিমে এই অফার হবে বলল । ভাবলাম ভালই হবে আমি আর আমার বন্ধু দুইজন দুইটা রিমে নেট চালাব । একটাতে ৪৭০ টাকা আর একটাতে ৫১০ টাকা দিলাম । আমাদের বোনাস ও সাথে সাথে চলে আসল । কিন্তু সমস্যা তার পর হল আমি যখন ১২১ এ কল দিলাম । আমি ১২১ এ কল দিয়ে তাদের কাছে জানতে চালাম আমার এই রিমে এই অফার মানে ১৮ জিবি ইন্টারনেট পাবো কি/না । তিনি একটু দেখে তারপর বলল সরি আপনার এই রিমে এই অফার টা হবে না । আমার তো মাথা খারাপ । তারপর আমার রিমে টাকা না থাকাই লাইন কেটে যাই । পরের দিন মানে ৪ তারিখ আবার কল দিই । এবং সেটি আমি জানতে চাই তিনি ও আবার সেটি বলে । তখন আমি উনাকে বলি কেন এটি হবে না উনি আমাকে বলে একটু সময় দিতে আমি তাকে সময় দিই একটু পরে উনি আমাকে বলে আমি দেখতে পারছি আপনার রিম টি রেগুলার আমি বলি জি আমি গতকাল এটি চালু করছি । উনি তখন আমাকে বলে আপনার রিমে এর আগে নেট ইউজ করেন নাই আমি বলি না আমি এর আগে নেট ইউজ করেছি । আমি বললাম যদি আমি বন্ধ সংযোগের আওতাই না থাকি তবে কেন বোনাস পেলাম । তারপর উনি আমাকে বলে আপনার এটি আমি নোট করে রাখলাম পরে আপনাকে জানানো হবে । পরে আমাকে তারা কল দিয়ে আবার সেই এক কথাই বলা হয় । তিনিও আমাকে বলে আপনার সমস্যা টি আমি পরে জানাবো । কিন্তু পরে আর আমাকে কল দেয়া হয়নি ।

এখন আমার কথা হল যদি আমার এই দুইটা নাম্বার এর মধ্যে একটি ও এই অফার এর আওতায় না থাকে তাহলে বোনাস টা কেমনে আসলো ? এরা কি আমাদের সত্যি উপকার করছে নাকি তাদের ফায়দা টাই লুটে নিচ্ছে ? আপনারা যদি কেউ এই অফার টি নিতে চান তাহলে অবশ্যয় ১২১ এ কল দিয়ে নিশ্চিত হয়ে তারপর টাকা লোড দিবেন । ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

Level 0

আমি bloggermaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমারো একই কাহিনি হালারা মিথ্যা অফার দেয় আমি ও আপনার মত বোনাস টাকা পাইছি কিন্তু মেগা বাইট পাই নাই মন চায় কাস্টমার কেয়ার ভাইংগা ফেলি

সিটিসেল হইলো পুরাই চিটিংসেল

এরা শুধু রিম গুলো চালু করার জন্য মনে হয় এই অফার দিয়েছে ।

Level 0

সব গুলারে দেশ থেকে তুলে দেওয়া দরকার এরা রাজাকার 🙁

Level 0

vai amar o hoisilo kintu ami jokhon oder 121 e call disi tokhon ami call record kore rakhsilam jate ora amar sathe ja bole ta jeno na ghurai te pare tarpor ami bar bar confirm hoye chalu korlam bomus taka 75 o pailam! kintu 18gb er somoy amake call diye bole ami naki bonus pabo na ! takhon ami oderke onno vave kotha gulo bolar por and amar kase je record rakhar por ora amake 18gb dise vai tai hisab ta khub jotil

Level 0

ভাই, মাথা গরম কইরা ফায়দা নাই । আমার ২০ টেকা ৫-৬ বার ফ্লেক্সি দিতে হয়েছে । বলে কিনা টেকা না থাকলে কানেক্ট করতে পারবেন না । আপনি “ফেইথ টেলিকম” দোকানটির কথা বলছেন তো ?(আমি আলট্রা ৮ বাবহারকারী) সে যাইহোক , ধরা না খেলে মানুষ কিছু বুঝতেও পারে না ।

আমার মতে , বুদ্ধি করে যদি ব্যবহার করতে পারেন , তবে আপনার নিজের টাকা উসুল করে আরও লাভবান হবেন বলে আশা করি ।

পারলে ফেবুতে আমায় দেখা দিয়েন , বলে দিব কিভাবে করবেন । আর সচেতনতামূলক পোস্ট দেবার জন্য আপনাকে অভিনন্দন ।
http://www.facebook.com/ajmir.hossain.7

PS: আমিও ঝিনাইদহের লোক বটে !

Citycell=চিটিংসেল

Level 0

Citycell=চিটিংসেল

Level 0

ভাই আমার কাছে সমাধান আছে আমারে খালি সিটিসেল নাম্বার টা দিবেন আমি কইয়া দিমু আপনি কি অফার পাইবেন।
আমি সবাইরে সাহায্য করতে রাজি আছি।
[email protected]

Level 0

bhai moja laglo abr kostow pailam apner kotha soina:(