এভাবে আর কত দিন আমাদের সহ্য করে যেতে হবে এই মোবাইল কোম্পানি গুলোর অত্যাচার । আজ একটি কাহিনি বলব যাতে আর কেউ আমার মত বিপদে না পড়ে । সিটিসেল একটি নতুন অফার দিয়েছে বন্ধ সংযোগ চালু করলে ২৫০ বা তার বেশি টাকা লোড দিলেই ৫০০ টাকা বোনাস এবং ১৮gb ইন্টারনেট ফ্রী । ভাবলাম ভালই হবে আমার চারটা রিম বন্ধ ছিল । আমি আমাদের ঝিনাইদাহ এর সিটিসেল কাস্টমার কেয়ার এ গেলাম । তারা আমার সব গুলো রিম দেখে দুইটা রিমে এই অফার হবে বলল । ভাবলাম ভালই হবে আমি আর আমার বন্ধু দুইজন দুইটা রিমে নেট চালাব । একটাতে ৪৭০ টাকা আর একটাতে ৫১০ টাকা দিলাম । আমাদের বোনাস ও সাথে সাথে চলে আসল । কিন্তু সমস্যা তার পর হল আমি যখন ১২১ এ কল দিলাম । আমি ১২১ এ কল দিয়ে তাদের কাছে জানতে চালাম আমার এই রিমে এই অফার মানে ১৮ জিবি ইন্টারনেট পাবো কি/না । তিনি একটু দেখে তারপর বলল সরি আপনার এই রিমে এই অফার টা হবে না । আমার তো মাথা খারাপ । তারপর আমার রিমে টাকা না থাকাই লাইন কেটে যাই । পরের দিন মানে ৪ তারিখ আবার কল দিই । এবং সেটি আমি জানতে চাই তিনি ও আবার সেটি বলে । তখন আমি উনাকে বলি কেন এটি হবে না উনি আমাকে বলে একটু সময় দিতে আমি তাকে সময় দিই একটু পরে উনি আমাকে বলে আমি দেখতে পারছি আপনার রিম টি রেগুলার আমি বলি জি আমি গতকাল এটি চালু করছি । উনি তখন আমাকে বলে আপনার রিমে এর আগে নেট ইউজ করেন নাই আমি বলি না আমি এর আগে নেট ইউজ করেছি । আমি বললাম যদি আমি বন্ধ সংযোগের আওতাই না থাকি তবে কেন বোনাস পেলাম । তারপর উনি আমাকে বলে আপনার এটি আমি নোট করে রাখলাম পরে আপনাকে জানানো হবে । পরে আমাকে তারা কল দিয়ে আবার সেই এক কথাই বলা হয় । তিনিও আমাকে বলে আপনার সমস্যা টি আমি পরে জানাবো । কিন্তু পরে আর আমাকে কল দেয়া হয়নি ।
এখন আমার কথা হল যদি আমার এই দুইটা নাম্বার এর মধ্যে একটি ও এই অফার এর আওতায় না থাকে তাহলে বোনাস টা কেমনে আসলো ? এরা কি আমাদের সত্যি উপকার করছে নাকি তাদের ফায়দা টাই লুটে নিচ্ছে ? আপনারা যদি কেউ এই অফার টি নিতে চান তাহলে অবশ্যয় ১২১ এ কল দিয়ে নিশ্চিত হয়ে তারপর টাকা লোড দিবেন । ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
আমি bloggermaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমারো একই কাহিনি হালারা মিথ্যা অফার দেয় আমি ও আপনার মত বোনাস টাকা পাইছি কিন্তু মেগা বাইট পাই নাই মন চায় কাস্টমার কেয়ার ভাইংগা ফেলি