[আপডেট: বাংলানিউজ২৪ এ্টা নিয়ে একটা রিপোর্ট করেছে - http://goo.gl/V3XbG ;
তবে আমার টেকটিউনসের লেখাটা "বাংলানিউজ২৪" ব্লগার রাসেল নামে প্রকাশ করলো! ব্লগার রাসেল কে?
কপিরাইটে মামলা দিমু না-কি? না থাক, বাংলালায়নের বেহায়াপনা প্রকাশ করেছে এতেই খুশি!!
"ব্লগার রাসেল তার ব্লগে লিখেছেন, “অলস দুপুরের খাওয়া-দাওয়ার পরে কিছু সময় নেট ব্রাউজিং প্রত্যেক দিনের রুটিন কর্ম। নেটে ঢোকার আগেই মোবাইলে বাংলালায়নের মেসেজে আমি আতঙ্কিত বোধ করলাম। এরা কখনো ভালো মেসেজ দিয়েছে মনে করতে পারি না। মাসের মিনিমাম ৫-৭ দিন ‘সার্ভার’ নামক বস্তুটার কারণে ৩০-৪০ ঘণ্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখে। আমি ইন্টারনেটের পেছনে প্রতি মাসে বিল দেই ১৪৩৭ টাকা। ৩০ দিনে এক মাস, প্রতি ঘন্টায় বিল হয় ২ টাকা, ৪০ ঘন্টায় বিল আসে ৮০ টাকা। এই ৮০ টাকা ইন্টারনেট না থাকার পরও কেন আমাকে প্রতি মাসে দিতে হচ্ছে?”
রাসেল আরও অভিযোগ করেন, ৫১২ কেবিপিএসের ইন্টারনেট স্পিড মাঝে মাঝে ১২৮ কেবিপিএসে নেমে আসে।"]
অলস দুপুরের খাওয়া দাওয়ার পরে কিছু সময় নেট ব্রাউজিং প্রত্যেক দিনের রুটিন কর্ম, নেটে ঢুকার আগেই মোবাইলে বাংলালায়নের ম্যাসেজে আমি আতঙ্কিত বোধ করলাম, এরা কখনো ভাল ম্যাসেজ দিয়েছে যতদূর সম্ভব মনে করতে পারি না । স্বাভাবিক নিয়মেই আজকের ম্যাসেজের বিষয়, এদের TX Server এর সমস্যার কারনে ইন্টারনেট নাই । এই টিউনটা যখন লিখছি আমার ইনডোর মডেমের নিওন বাতিটা এ পাশ থেকে ও পাশে দৌড়াদুড়ি করছে । পাক্কা ৪ ঘন্টা আগে এই দৌড়াদুড়ির সূচনা ঘটেছে কবে শেষ হবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না । বাংলালায়ন থেকে নতুন যে সুবিধাগুলো ইদানিং পাচ্ছি :
মনে মনে অনেক কিছু লিখতে চেয়েছিলাম, নিওন বাতির “ঝাপাঝাফি” এখনও চলছে, ২টার পর এখন ৬টা বাজে (৪ মে ২০১৩), মানে মাত্র ৪ঘন্টা ইন্টারনেটবিহীন আছি, আমি অধির অপেক্ষায় বসে আছি আরও কতঘন্টা বসে থাকতে হবে… । ওয়াও এটা মিরাকল নাকি??? মডেমের বাতি বসে গেছে মানে আমি ইন্টারনেট ফিরে পেলাম । তাহলে এই পোস্টটা এখনই টেকটিউনসে পাবলিস করা যাবে J ।
দিনশেষে একটা কথায় বলবো, আমি TX Server কি বুঝি না, 4G কি জানিনা, আমি জানি বাংলালায়ন জঘন্য ইন্টারনেটের উজ্জল একটা উদাহরণ । এই্ যে এত এত সমস্যা দেশে বিটিসিএল নামক একটা বস্তু আছে এরা কখনো দেখতে পায় না, শুনতেও পায় না আর কিছু করবে গ্রাহকদের স্বার্থে এটা তো অলীক কল্পনা!! তবে ইন্টারনেট নামক অপ্রয়োজনীয় বস্তু বন্ধ করে হলেও এই দেশটাকে ডিজিটাল করা হবে । যদি সেটা সম্ভব না হয় তবে আবার আপলোড স্পীড ৯০% কমানো হবে, ডাউনলোড স্পীড ০% করা হবে, কাজ নেই শুধু ইন্টারনেট থেকে নাটক সিনেমা নামানো!! ইহা কী সহ্য করা যায়???
আমি writer2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
TX Server জিনিসটা কি??