গ্রামীনফোনকে লেখা আমার প্রেমপত্র (!) । বিনুদুনমূলক পোষ্ট ।

আজ সকালে গ্রমীনফোনের ফ্যানপেজে এটি লিখেছিলাম ।
ভাই আপনাদের স্লোগান হল "চলো বহুদূর" । আমিও আপনাদের সাথে বহুদূর যেতে চাই । কিন্তু কিভাবে যাবো বলেন । আপনাদের ইন্টারনেটের এত দাম । মাঝ পথে গিয়ে গাড়ির তেল ( ব্যান্ডউইথ ) শেষ হয়ে যায় । হয়ত আপনারা বলবেন যে নতুন একটা তেলের বোতল (ইন্টারনেট ডাটা প্যাক ) কিনলেই তো হয় । কিন্তু ভাই আমারা ছাত্র মানুষ । আমরা এত টাকা কোথায় পাব বলেন ।
ভাই ইন্টারনেটের মূল্য কমালে আপনাদের মুনাফা কমবে না বরং বাড়বে । দেখুন আপনারা যদি দাম কমান তাহলে অন্য অপারেটদের ইন্টারনেট গ্রাহকগুলো আপনারা পেয়ে যাবেন ।

এ সুযোগ হেলায় হারাবেন না ।

আর যদি অন্য কোন অপারেটর আপনাদের আগে মূল্য কমায় তাহলে কিন্তু মাঠে মারা যাবেন । গ্রাহকগণ একবার গ্রামীনফোন ছেড়ে অন্য অপারেটরে চলে গেলে আর আসবে না । কারণ আপনাদের উপর গ্রাহকরা যে পরিমাণ ক্ষেপে আছে অন্য কোন অপারেটরের উপর এত ক্ষেপে নেই । কেন ক্ষেপা কারণটা আমার চেয়ে বেশী আপনাদের জানার কথা । আর আপনাদেরকে বড় বড় বল্গ সাইটগুলোতে কি নামে ডাকা হয় তা আর বলতে । সময় থাকতে সোজা হয়ে যান ।
ইন্ডিয়াতে তো নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা দেন । তাহলে আমাদেরকে নায্য মূল্যে দিতে সমস্যা কোথায় ।

50 টাকায় 1GB দাম নির্ধারণ করে দিন । যদি দরকার হয় 10 বা 15 টাকা বেশী নিয়েন । তবে খেয়াল রাখবেন এর উপরে যেন না যায় । অনেকে কিন্তু বলতেছে 10 টাকায় এক জিবি । কিন্তু আমি এটা অযৌক্তিক মনে করি । কিন্তু আপনারা যদি ভবিষ্যতে ৫০-৬০ টাকার বেশী দামে এক জিবি ডাটা বিক্রি করেন তাহলে সেটা হবে আরো বেশী অযৌক্তিক ।

এবার আপনারা ঠিক করেন যে গ্রাহক সামলাইতে হিমসিম খাইবেন নাকি বাত্তি দিয়া গ্রাহক খুঁজবেন ।

এটাকে হুমকি মনে করবেন না । এটা একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর অনুরোধ মনে করবেন ।

আমি জানি আমার এ লেখাটি ডিলেট করে দেওয়া হবে ।
ভুলেও তা করতে যাবেন না । আমি এ লেখাগুলো চাইলো বড় বড় ব্লগ গুলোতেও লিখতে পারতাম । কিন্তু এখানে লিখলাম কারণ গ্রাহকরা যাতে আর না ক্ষেপে ।
লেখাটি আমি কপি করে রাখলাম । যদি ডিলেট করে দেন তাহলে আমি এ লেখাটি আমি বড় বড় ব্লগ গুলোতে পাবলিস করব । আর বলব তারা যেন কষ্ট করে গ্রামীনফোনের অফিশিয়াল ফ্যান পেজে এসে লেখাগুলো পোষ্ট করে দিয়ে যায় । ঐসব সাইটগুলোতে লাখ লাখ ভিজিটর আসে । একশ জনে একজনও যদি সাড়া দেয় । তাহলে কিন্তু পোষ্ট ডিলেট করার জন। দশ বারোটা মাউস বদলাতে হবে । আর যদি তাতেও কাজ না হয় তাহলে ফেসবুক ইভেন্ট তো আছেই ।

আশা করি আপনারা ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণ করে আমাদেরকে ফ্রী ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখবেন । না হলে কিন্তু রানা ভাইয়ের মত আমাদের পাশে এসে দাড়াবেন আরো হাজারো রানা ভাই । তারা আমাদেরকে হাতিয়ার হিসেবে মডিফাইড অপেরা , প্রক্সি দিয়ে আন্দোলনে সহায়তা করে যাবেন ।

 

 

 

 

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাদেরকে ফাটানো উচিত।

NIROBODI01 ভাইয়ের সাথে আমি একমত। শালারা আমার চার হাজার টাকার ব্যান্ডউইথ কেটে নিল!!
মেয়াদ শেষ হওয়ার দিন আমি আবার ব্যান্ডউইথ কিনলাম মেয়াদ করবার জন্য। কিন্তু তখনও মেয়াদের টাইম ছিল। কিন্তু পরে দেখি আমার সিমে ঔ পনেরো এমবি ছাড়া আর কোনও ব্যান্ডউইথ নাই!!

    @সংগ্রামী ছাত্র: ভাই জীবনে সার্কাস দেখছেন । আমি দেখছি টিভিতে । সার্কাসের একটি জনপ্রিয় খেলা হল দড়ির উপর দিয়া হাটা ।
    গ্রামীনের ইন্টারনেট ইউজেস পলিসি গুলা হল সেই দড়ি । আর আমরা সাধারণ গ্রাহকরা সেই দড়ির উপর দিয়া হাটি । একটু ঊনিশ বিষ হইলেই কেল্লাফতে । তাই সাবধানে উউজ করুন । নাইলে ফকির হইয়া যাইবেন ।

      Level 0

      @স্বপ্নবাদী সিফাত কিচ্ছু করার নাই। সব গুলো মিডিয়া হল দালাল মিডিয়া। কোন টিভি বা পেপারে কখনও দেখিতে পাবেন না, ওদের বিরুদ্ধে কিছু লেখা।

      “বঙ্গেতে জন্মে যেজন ঘৃনে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয়ে না জানি”

      কবির এই উক্তিটি বাংলাদেশে জন্মে নেয়া সাংবাদিক নাম ধারী দালাল গুলোকে নিয়ে লেখা, আমার তাই মনে হয়।

        Level 0

        @Aslam: একদম সঠিক বলেছেন। কিছু পেপারে দেখা গেলেও টিভিতে দেখাবেনা।

অরে ভাই চরম পোস্ট। আমি কি আমার ওয়াল এ দিতে পারি…।

ঠিক কাজ করছেন ভাই। লেখাটা আমি আমর ওয়ালে ও হারামির ফোনের পেজে পেষ্ট করতেছি।

চুরুম পস্ত…।লুল 😛

Level 0

Good idea,

Level 0

100+ fake FB ID ase, ekta ekta kore post dibo, ha ha ha

Level 0

Kankir Bacca GP Re Aro Jore Cuden Vai…amio sate aci

বরাবর ২০০ টাকায় ট্যাক্স ছাড়া FUP ছাড়া unlimited internet connection দরকার 512 kbps

Level 0

স্বপ্নবাদী সিফাত vai apnar premika boroi pasani……..love letter e kam hoibo na…….tare sudhu bash e gift kora jete pare……..:p

Level New

গ্রামীন ফোন এর সাইট টা যদি আমাদের দেশের ব্ল্যাক হ্যাট হ্যাকার বা অন্য কোন হ্যাকার গ্রুপ রা কোনভাবে হ্যাক করে তাদের পেজ এ একটা থ্রেট পোস্ট করত তাহলে তাদেরক চুমা দিতাম।

আমি কিন্তু Black Hacker-দের প্রতি খুবিই ক্ষেপে আছি। কারণটা হলো; মোবাইল অপারেটররা গ্রাহকদের এভাবে রক্ত চুষে খাচ্ছে… আর Black Hacker-রা একে বারেই নিশ্চুপ…….!

Vai Facebook a Post korlam.

হায় হায় এটা কি করলেন!প্রেমিকা যদি অভিমান করে আপনার সাথে ব্রেকআপ করে! 😛 😛 😀

Level 0

Bangladesh Black HAT Hackers বাংলাদেশী ওয়েব সাইট হ্যাক করে না।

Level 0

তা কেন করবে? তা করলে তো দেশের মানুষের উপকার হবে। এটা করা যাবে না। অন্য দেশের সাইট হ্যাক করলে তাদের নাম দেশের বাইরে ছরাবে এটাই হল তাদের লাভ। তারা তো আপনার আমার কথা ভাববে না।

Level 0

ager bar andolon pondo holo gonojagoron monche abar hobe may be spot fixing a. sunesilam sokol media k daka hobe manob-bondhon coverage korte but kono paper a ai bishoy a khobor pelam na. kahini ta ki. tv/betar a ki kono kisu bola hoise? keu ki janen?

যব্বররররররররররররর পোস্ট।

Level 0

vhai kake bolchen easob khota? ader ke kan ase, ni. ami jani. free cholche download speed 20kbps+ thake .abour resoume support kore. atei havo jodio disconnect hoi .abour connect hoy. to ami mone kori na superish korer dorker ase? r anno operator ar ke bolbo pray sobay eak, tobe gp ar moto haramjada na?

জিপি রে মার । আমি ৮ মাস যাবত জিপি ব্যাবহার করি না। শালারা রক্ত চুসা।

Level 0

রবি ৫ জিবি ৭৫০ টাকায় ইউজ করে আসছি অনেক দিন থেকে। আগে জিপি পি২ ইউজ করতাম, প্রতিদিন ৩৩ টাকা কেটে নিতো। কিন্তু কুকুর গুলো বেশি লোভের আশায় আন-লিমিটেড কে ৫ জিবিতে নিয়ে আসে, তাই জিপি কুত্তাদের নেট ইউজ করি না। রবি ও আরেক কুত্তা, কিন্তু জিপি কুত্তার মত অতটা কুত্তা না।

    Level 0

    ভাষার প্রাঞ্জল্যতা দেখে কেউ বিচলিত হবেন না। এর থেকে ভালো কোন বাক্য দিয়ে ওদের স্বম্বোধন করিতে পারিলাম না। সেজন্যে আমিও কিছুটা লজ্জ্বিত। কিন্তু এর চেয়েও লজ্জ্বার বিষয় হল- কুকুর গুলো ইহাতেও লজ্জ্বিত হয় না, তেমনি লজ্জ্বিত হয় না কুকুর গুলোর পা চাটা বঙ্গ দেশীয় কুত্তা গুলোও…

      @Aslam:ব্যাপার না ভাই।এটাই তো আমাদের মনের জমে থাকা ক্ষোভ।একদিন না একদিন তো প্রকাশ করতেই হবে। 🙂

    @Aslam: রবি হল মন্দের ভাল । আপনি স্পিড কেমন পান ।

মাদারচোদের ব্যাটারা গ্রামীনফোন শালা গ্রামীনফুনের নাম এখন থেকে মাদারচোদ ফোন ওদের গোয়ার মধ্যে
ইন্টারনেট এর তার ঢুকায়ে দিতে হবে শালা মাঙ্গের গ্রামীনফোন এর ব্যাটারা

গ্রামিনফোনের পাছাতে বাশ ঢুকাই 😀

আমাদের সবার উচিত গ্রামীনফোন এর কার্যালয় এ আগুন ধরায়ে দেওয়া

    @AssassinscreedDeep:আরে ভাই গ্রামীণফোন কার্যালয়ের বিল্ডিং এর পিলায় ধরে নাড়াচাড়া(!) করলেই তো ভেঙ্গেচুড়ে পড়ে যাবে,মখা থিওরি কিনা! 😛 😛 😛

      @Iron maiden:
      মখা তুমি বেঁচে থাক থিওরি আবিষ্কার করার তরে ,
      জিপির বিল্ডিং ভাংব এবার তোমার থিওরি ব্যবহার করে । 😛

জিপিকে অত্যধিক বিশাল অর্থ জরিমানা(এতো কাল ধরে অতিরিক্ত যত টাকা এরা শুষে এসেছে তার 80%)করা উচিত ও সেই জরিমানার অর্থ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ব্যবহার করা উচিত।একই সাথে টানা ১বছর ফ্রি আনলিমিটেড ইন্টারনেট প্রদানের জন্য চাপ দেয়া উচিত।কথা হল বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?

    @Iron maiden: এর জন্য আমরা মখাকে ধরতে পারি । ওনার মাথায় এত বুদ্ধি যে অন্যরা যা ভাবে না তা তিনি করে ফেলেন ।

সুধু জিপি নয়,অন্যান্য অপারেটর ও সিটিসেল যুম কেও জরিমানা করা উচিত।

Level 0

জিপির এসব দুর্নীতির জন্য তারা বাংলাদেশে একমাত্র লাভবান অপারেটর।

    জিপির শোষণ কার্যক্রম সারা বিশ্বে মিডিয়া সাপোর্টে ছড়ালে বিশ্ব চাপে মাথা নিচু করে এদেশের কার্যক্রম বন্ধ করে চলে যেতে বাধ্য হবে এই গ্রামীণফোন খ্যাত ইউনিনর। :/

    @SENAT1831:সিটিসেল জুমের নাম নিলেন না যে! 😐

      @Iron maiden: ভাই যুম নিয়া আপনাদের মজার একটি ঘটনা বলি ।

      আজ থেকে কয়েক বছর আগের কথা । তখন বাংলাদেশে Wimax ছিল না । তখন জুম নিয়া মাতামাতি চলত স্পিডের কারণে । তো আমার এক বন্ধু জুম নিল । একদিন সে আমাকে বলল তার ল্যাপটপে কি জানি সমস্যা । তো আমি তার বাসায় গেলাম । সমস্যা সমাধান হল উইন্ডোস সেটাপের পর । তো আমি হের গ্রাফিক্স ড্রাইভারটা আপডেট করার জন্য ওকে ইন্টারনেটে কানেক্ট করতে বললাম । যেহেতু আমার জুম ব্যবহারের অভিজ্ঞতা নাই তো ওকেই বললাম কানেক্ট করতে । এরপর দেখলাম সে ল্যাপটপটা নিয়া ঘরের এ কোনায় ও কোনায় হাটাহাটি করতে লাগল । আমি বললাম কিরে কি করছ । এরপর সে যা বলল তা শুইনা আমি ব্যাপক বিনুদিত হইছিলাম ।
      সে বলল : সিগনাল খুঁজতাছি ।

      Level 0

      @Iron maiden: জিপির তুলনায় সিটিসেল জুমের লাভের অংশ অনেক কম।

Level 2

ameo post korbo FB te.. Amar sobgula FB acc a post korboo ame..

একজন বলতেছিল, ধরেন কেঊ নতুন ইন্টারনেট ইউজ করা শুরু করল।শুরু করল জিপি বা রবি দিয়ে……তার মনে হবে বাহ বাহ আমি নেট ইউজ করি।কিছুদিন পর সে সিটিসেল জুম ব্যবহার শিখল…… তার মনে হবে ওফ ওফ কি স্পীড!!তার আরও কিছুদিন পরে বাংলালায়ন যখন এর সান্নিধ্যে এল……তখন আকাশ বাতাস উথাল পাতাল করে …অই অই আমেরিকায় চলে আইছি।তারপর সব হারিয়ে জিপি ফ্রি নেট 😀 হাইরে! বাংলার ইন্টারনেট

নেট নিয়া হারামি ফোন আমা গো সব টাকা নিয়া গেল রে আমা গো বাচাও………..

Level 0

Vaiera dekhen gp 2G tei ritimoto amader moto manushder daily jobai korse. Jodi 3G te network convert kore tobe to r bolar kisu nai. Er theke TT 3g i valo. Apnara agie jan amader moto onek kei pase paben. Good bye. :—)

জিপি এর ১ টি টাওয়ার এর দাম ৫ থেকে ৮ কোটি টাকা । যদি ২০ তারিখ এর মদ্ধে আমাদের দাবি না মানা হয় তাইলে ওদের টাওয়ার এ হামলা করলেই যথেষ্ট আমি মনে করি । হরতালে বড় বড় গাড়ি পুরে জায় তাতে কিছু হয় না, সামান্য কয়েকটা টাওয়ার পুরলে দেশের তেমন কিছু ক্ষতি হবে না, আমি মনে করি । কি বলেন আপনারা ??? ২০ তারিখে কি টাওয়ার হামলা এর কর্ম সূচি করা জায় ??? কয়েকটা টাওয়ার পুরলে এমনি সব কম্পানি সোজা হয়ে যাবে ।

    Level 0

    @Hasan Rintu: দেশের ক্ষতি হয়তো হবে না। কিন্তু আমরা যারা Internet ব্যবহার করি তাদের তুলনায় শুধু মাত্র যারা কথা বলার জন্য Mobile Phone ব্যবহার করেন তাদের সংখ্যা অনেক বেশী। যদি আমরা টাওয়ারে হামলা করে টাওয়ার অকার্যকর করে দেই তাহলে তারা আমাদের বিপক্ষে চলে যেতে পারে।