এ সুযোগ হেলায় হারাবেন না ।
আর যদি অন্য কোন অপারেটর আপনাদের আগে মূল্য কমায় তাহলে কিন্তু মাঠে মারা যাবেন । গ্রাহকগণ একবার গ্রামীনফোন ছেড়ে অন্য অপারেটরে চলে গেলে আর আসবে না । কারণ আপনাদের উপর গ্রাহকরা যে পরিমাণ ক্ষেপে আছে অন্য কোন অপারেটরের উপর এত ক্ষেপে নেই । কেন ক্ষেপা কারণটা আমার চেয়ে বেশী আপনাদের জানার কথা । আর আপনাদেরকে বড় বড় বল্গ সাইটগুলোতে কি নামে ডাকা হয় তা আর বলতে । সময় থাকতে সোজা হয়ে যান ।
ইন্ডিয়াতে তো নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা দেন । তাহলে আমাদেরকে নায্য মূল্যে দিতে সমস্যা কোথায় ।
50 টাকায় 1GB দাম নির্ধারণ করে দিন । যদি দরকার হয় 10 বা 15 টাকা বেশী নিয়েন । তবে খেয়াল রাখবেন এর উপরে যেন না যায় । অনেকে কিন্তু বলতেছে 10 টাকায় এক জিবি । কিন্তু আমি এটা অযৌক্তিক মনে করি । কিন্তু আপনারা যদি ভবিষ্যতে ৫০-৬০ টাকার বেশী দামে এক জিবি ডাটা বিক্রি করেন তাহলে সেটা হবে আরো বেশী অযৌক্তিক ।
এবার আপনারা ঠিক করেন যে গ্রাহক সামলাইতে হিমসিম খাইবেন নাকি বাত্তি দিয়া গ্রাহক খুঁজবেন ।
এটাকে হুমকি মনে করবেন না । এটা একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর অনুরোধ মনে করবেন ।
আমি জানি আমার এ লেখাটি ডিলেট করে দেওয়া হবে ।
ভুলেও তা করতে যাবেন না । আমি এ লেখাগুলো চাইলো বড় বড় ব্লগ গুলোতেও লিখতে পারতাম । কিন্তু এখানে লিখলাম কারণ গ্রাহকরা যাতে আর না ক্ষেপে ।
লেখাটি আমি কপি করে রাখলাম । যদি ডিলেট করে দেন তাহলে আমি এ লেখাটি আমি বড় বড় ব্লগ গুলোতে পাবলিস করব । আর বলব তারা যেন কষ্ট করে গ্রামীনফোনের অফিশিয়াল ফ্যান পেজে এসে লেখাগুলো পোষ্ট করে দিয়ে যায় । ঐসব সাইটগুলোতে লাখ লাখ ভিজিটর আসে । একশ জনে একজনও যদি সাড়া দেয় । তাহলে কিন্তু পোষ্ট ডিলেট করার জন। দশ বারোটা মাউস বদলাতে হবে । আর যদি তাতেও কাজ না হয় তাহলে ফেসবুক ইভেন্ট তো আছেই ।
আশা করি আপনারা ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণ করে আমাদেরকে ফ্রী ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখবেন । না হলে কিন্তু রানা ভাইয়ের মত আমাদের পাশে এসে দাড়াবেন আরো হাজারো রানা ভাই । তারা আমাদেরকে হাতিয়ার হিসেবে মডিফাইড অপেরা , প্রক্সি দিয়ে আন্দোলনে সহায়তা করে যাবেন ।
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
তাদেরকে ফাটানো উচিত।