অবৈধ ভিওআইপির কথা বলে ইন্টারনেটের আপলোড স্পিডের উপর নিষেধাগ্ঘা আরোপ করে । বিভিন্ন ফোরাম, Facebook, Blog এবং পত্র পত্রিকায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে সরকারের পহ্ম থেকে বলা হয়েছে তা অবৈধ ভিওআইপির কারনে মাত্র ২ ঘন্টার জন্য করা হয়েছে । আপলোড স্পিডের উপর কোন নিষেধাগ্ঘা নাই । যদিও বলা হয়েছে সব সার্ভিস প্রো-ভাইডারের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে । কিন্তু Banglalion Official ফেসবুক পেইজ থেকে জানতে পারি , তাদের কাছে এ সংক্রান্ত কোন চিঠি যায় নি ।
আমরা যারা Outsourcing এর সাথে জড়িত তাদের কী হবে?
Gmail এ কানেক্ট করি একটু পর ডিসকানেক্ট হয়ে যায় । এভাবেই, Digital বাংলাদেশ হবে !!!
আমার তো মনে হয় এটা India-র সাথে কোন কূটনীতি যেন আমরা Outsourcing এ তাদের কে ফেলতে না পারি ।
সরকার অপরাধ দমন করতে চাইলে তা বিভিন্ন ভাবে পারে তার জন্য Upload Speed কমাবার দরকার নাই আমি মনে করি ।
সম্ভবত বাংলাদেশেই সরকার Outsourcing কে Promote করার চেষ্টা করছে যাতে এ সেক্টরে আরো উন্নতি হয় কিন্তু যেখানে Gmail একাউন্টই খুলতে পারিনা সেখানে কাজ কীভাবে করব?
মাননীয় প্রধানমন্ত্রী , Outsourcing Income এ বাংলাদেশের অবস্হান সপ্তম । Please, হঠকারি কোন সিদ্ধান্ত নিয়ে প্রচুর সম্ভবনার এ সূযোগটা নষ্ট করবেন না ।
আমি spaceled। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে ৩ এমবি ফাইল আপলোড করতে পারি নাই। ১ ঘণ্টার বেশী সময় আমি ওয়েট করেছিলাম