আপনার ব্লগস্পট ব্লগে স্টিকি পোস্ট তৈরি করুন

সবাইকে প্রান ভরা ভালবাসা দিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজকে আমরা দেখব কিভাবে একটি পোস্ট কে স্টিকি করা যায়।

স্টিকি পোস্ট হল পরবর্তীতে যত পোস্টই হোক না কেন, স্টিকি পোস্ট টা সবসময়ই উপরে থাকবে। অনেকের টেমপ্লেটেই ফিচার পোস্ট এর অপশনটি নেই। সেক্ষেত্রে স্টিকি পোস্টের মাদ্ধমে আপনি দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন।

যাই হোক, তাহলে শুরু করি কিভাবে আমরা একটি পোস্ট কে স্টিকি করব।

  • প্রথমে আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ডে লগিন করুন (এটা আপনাকেই করতে হবে,আমাকে কি আপনার পাসওয়ার্ড দিয়ে রেখেছেন?)
  • তারপর যেই পোস্টটি স্টিকি করতে চান, সেটির এডিট অপশনে ক্লিক করুন।
  • এডিটর প্যানেলের ডান পাশে Publish on এ ক্লিক করুন।

  • এখন আপনি একটি ক্যালেন্ডার দেখতে পাবেন।

  • এখানে আপনি কত তারিখ পর্যন্ত স্টিকি রাখতে চান সেই তারিখ বসান এবং Done এ ক্লিক করুন।
  • পোস্টটি সেভ করুন এবং সাইট ভিজিট করুন।
  • এখন থেকে আপনি যতই পোস্ট করুন না কেন, পোস্টটি আপনার দেয়া তারিখ পর্যন্ত সবার উপরে থাকবে।

এটা অনেক পুরাতন এবং জানা একটি বিষয়। কিন্তু অনেকেই এটা জানেন না। আশা করি অনেকেই উপক্রিত হবেন। আল্লাহ হাফেজ।

পোস্টটি পূর্বে টুডে ব্লগিং এ প্রকাশিতঃ http://todayblogging.com/419

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম সুন্দর হয়েছে। আমার এক্তা মুভি ব্লগ আসে ঃ http://www.mediaarchive.tk/

    আপনাকে ধন্যবাদ Kh ফয়সাল। আপনার ব্লগটা দেখলাম, ভালই হয়েছে। কিন্তু .tk থেকে ব্লগস্পটের সাব-ডোমেইন ই ভিজিটর পাওয়ার জন্য ভালো।