একসঙ্গে কয়েক হাজার ইমেইল পাঠানোর সহজ পদ্ধতি জেনে নিন

অনেক প্রতিষ্ঠান আছে যাদের কয়েক শত বা কয়েক হাজার সদস্য আছে।  তাদের সবাইকে একসঙ্গে কোন তথ্য ইমেইল করা খুবই কঠিন কাজ। কিন্তু ইন্টারনেটে কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে এক সঙ্গে কয়েক হাজার ইমেইল পাঠানো যায়।

Target Hero এমনই একটি ওয়েবসাইট

প্রথমে আপনাকে একটি ফ্রি একাউন্ট খুলতে হবে।

এখানে বলে রাখা ভালো যে, একাউন্টটি খোলার সময় যে ইমেইলটা ব্যবহার করবেন ইমেইল পাঠানো হলে সেই ইমেইলটা থেকেই সবার কাছে ইমেইল যাবে।

<<< বিশেষ সতর্কতা >>>

আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে ইমেইল থেকে ইমেইল পাঠাচ্ছেন সেটা থেকে দৈনিক কতগুলি ইমেইল করা যায়। অন্যথায়, অধিক ইমেইল পাঠানোর কারণে আপনার ইমেইলটি ব্লক হয়ে যেতে পারে। অধিক ইমেইল পাঠানোর প্রয়োজন হলে আপনি একাধিক ইমেইল ব্যবহার করতে পারেন।

Gmail এবং yahoo  থেকে দৈনিক ৫০০ ইমেইল এবং hotmail  থেকে দৈনিক ৩০০ ইমেইল পাঠানো যায়।

প্রথমেই আপনাকে নির্দিষ্ট ইমেইল গ্রুপটি তৈরী করতে হবে। এক্ষেত্রে আপনি নোটপ্যাড-এ ইমেইল গ্রুপ তৈরী করে .txt file এ সেভ করুন।

V

V

V

নিচের ছবিগুলো দেখে লিস্ট তৈরী করুন

v

v

v

V

V

V

V

V

লিস্টের একটি নাম দিয়ে সেভ করুন

V

V

V

V

notpad এ সেভ করা .txt ফাইলটি ওপেন করুন

V

V

V

V

V

V

এখানে আগেই তৈরীকরা কয়েকটি গ্রুপ লিস্ট দেওয়া হয়েছে। একবার গ্রুপ তৈরী হয়ে গেলে পরবর্তীতে আর গ্রুপ করা লাগবে না। এছাড়া ইপপোর্ট অপশানের মাধ্যমে গ্রুপে ইমেইল এ্যাড্রেস যোগ করতে পারবেন।

V

V

এবার নিচের ছবিগুলো দেখে ইমেইল পাঠান

V

লগইন করুন

V

V

V

V

V

Create Campaign এ ক্লিক করুন

V

V

V

যে কোন একটি ডিজাইন চয়েজ করুন  এবং next করুন

V

V

V

V

V

এখন লোগো , ছবি,  লেখা ইত্যাদি দিয়ে ইমেইলটি সুন্দর করে তৈরী করুন। এছাড়া ছবি কম্পিউটার থেকে আপলোড করেও দেওয়া যায়।

V

V

V

এখানে ইমেইলের বিষয় এবং প্রতিষ্ঠানের নাম লিখে next করুন

V

V

V

V

এখান থেকে গ্রুপ চয়েজ করে দিন আপনি যে গ্রুপে ইমেইল পাঠাতে  চান।

V

V

V

Send now

V

 V

V

V

আপনি যে গ্রুপটি তৈরী করেছিলেন সেই গ্রুপে যতগুলি ইমেইল অ্যাড্রেস ছিল সবার কাছে ইমেইলটি চলে গেছে। ইমেইল চলে গেলে আপনাকে এরকম একটি ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হবে।

ইমেইল করার পর আপনি Report অপশানে আপনার প্রেরিত ইমেল কতজন পড়েছেন, কতগুলো বাকী আছে এবং কতগুলো বাউন্স করেছে সেগুলোর একটি রিপোর্ট পাবেন।

আমার অন্য পোষ্টগুলি

১. খুব সহজে ওয়েবসাইট থেকে অনাকাঙ্খিত এ্যাড দূর করুন

২. ঘরে বসে গুগল ম্যাপের মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউজের ভিতরে ঘুরে আসুন

৩. ব্যক্তিগত কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীদের বিভিন্ন একাউন্ট ও পাসওয়ার্ড মনে রাখার সহজ উপায়

 

 

Level 0

আমি Noor Hosain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kamer post

Level 0

দরকারি টিউন! ধন্যবাদ!

http://socialbug.tk

দূর মিয়া । এই কোম্পানি প্রত্যেক মেইলের নিচে তাদের এড দিয়া ভইরা রাখে ।

Evabe jodi 500 er pore email atke jay tobe amake shekhane giye lav ki? amito amar ms word, office ar outlook diye e kaj sharte pari! Speciality na thakle lav nei 🙁

@ সজল আহমেদ কথায় আছে না ……………. যেমন গুড়, তেমন মিষ্টি …………… ফ্রি একাউন্ট খুললে তো ওটা সহ্য করতেই হবে ……………… সবকিছুই কি ফ্রি পাওয়ার আশা করলে হয়।