ইন্টারনেট বিল সংক্রান্ত দাবিগুলো আমরা কিভাবে আদায় করতে পারি ?? চলুন একটু খুজে দেখি !!!

বিগত বছর গুলোতে ইন্টারনেট ব্যান্ডউইথএর দাম কমলেও আমরা এর সুফল পাচ্ছি না।
কিভাবে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারি ??

আমার মনে হয় প্রথমে একটি কোম্পানিকে ভাল করে ধরতে হবে,

সম্পুর্ন ব্যাপারটি একটি সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমার বিশ্বাস এটি খুবই কার্যকর।

আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হল আমরা সবগুলো কোম্পানিকে একসাথে বর্জন করতে 

পারব না, সেটা অপারেটরগুলা ভালভাবেই জানে।
আসলেই আমরা সবগুলা কোম্পানিকে একত্রে বর্জন করতে পারবনা।

আর, আমাদের সবচেয়ে বড় শক্তি হল একতা। আমরা যদি একত্র হয়ে কিছু একটা করি 

তাহলে অবশ্যই কিছু করতে পারব। 

 * কোন কোম্পানির লাল-বাতি ধরানোর প্রক্রিয়া শুরু করা মাত্রই ওরা গ্রাহক 

হারানোর ভয়ে একটু একটু করে সুবিধা বাড়াবে,তারপর ২য়টাকে ধরতে হবে, ২য়টার পর 

৩য়টা এভাবে সবগুলারে মানুষ করার পর আবার ১ নং এ ফিরে আসতে হবে। এভাবেই 

চলতে থাকবে সমগ্র ব্যাপারটি।

* উধাহরন হিসেবে বলা যায়, প্রথমে সবাই জিপিকে বর্জন করলাম, তাহলে ২-১মাসের 

মধ্যেই জিপি টের পাবে বাঁশ কারে কয় !!! কমবেশি ৩ মাস গনবর্জন করলে জিপি 

কিছুটা লাইনে আসবে।
তারপর ধরলাম বাংলালিংককে, তারপর এয়ারটেল, রবি ............ এভাবে চলবে। 

সবগুলা শেষ হলে আবার জিপি। তারপর আবার বাংলালিংক,এয়ারটেল, রবি......... 

লক্ষণীয় বিষয়ঃ যখন যে কোম্পানিকে বর্জন করার সময়কাল চলবে তখন আমরা কোন 

অবস্থায় সে কোম্পানির লাইন ব্যবহার করব না।
তবে, অনেকের ক্ষেত্রেই সিমকার্ড অফ রাখা সম্ভব না, সেক্ষেত্রে তিনি শুধু ইনকামিং চালু 

রাখবেন। আজকাল, অনেকেই ২ সিমের সেট ব্যবহার করেন। তাই বিষয়টি অসম্ভব কিছু 

না।

মোটামুটি এটি হল আমার প্রথম ফর্মুলা। তবে, সবাই আলোচনা সাপেক্ষে এটিকে পরিবর্তন 

করে আরো কার্যকর কিছু করতে পারি। দয়া করে সবাই সবার মতামত দিন এবং যাই 

চিন্তা করুন না কেন, তা যেন বাস্তবসম্মত হয়।

সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হল, আমাদের এ কাজে অবশ্যই সমন্বয় থাকতে হবে। গনবর্জন 

চলাকালে সবাই একযোগে বর্জন শুরু করব। না হলে কোন লাভ হবে না।

তাছাড়া, গণমাধ্যম এ সময়ে খুবই শক্তিশালী। এরকম একটি ব্যাপার তারা গুরুত্ব দিয়ে 

নিচ্ছে না কেন তা আমার বোধগম্য হচ্ছে না।
তাই তাদেরকে এ বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করার আহ্বান জানাতে হবে।
আমাদের মুল আন্দোলন হবে গনবর্জন। পাশাপাশি, মানববন্ধন, কতৃপক্ষ বরাবর 

স্বারকলিপি প্রদান, ফেসবুকে প্রচারনা ইত্যাদিতো আমরা চালাবই।
গনবর্জন আমাদের মুল আন্দোলন হবার কারন, আমরা সবাই যার যার অবস্থান থেকে 

এতে অংশগ্রহন করতে পারব।

আমাদের এ আন্দোলনে অনেক বড় ভুমিকা পালন করতে পারে বিভিন্ন ব্লগার এবং যারা 

ফেসবুকে বিভিন্ন পেজের এডমিন।
আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে জোটবদ্ধভাবে কাজ করতে হবে, কারন 

এক ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমেই এই আন্দোলনে
আমরা সবাইকে যুক্ত করতে পারি খুব সহজভাবে। 

আরোকিছু কথাঃ
অনেকেই বলবেন তাহলে আমরা বাংলালায়ন/কিউবি/OLLO এদের কি করব।
একটা বিষয় আমাদের বুঝা উচিৎ, আশা করা যায় আমাদের এ আন্দোলন চলাকালীন 

সময়েই মোবাইল অপারেটররা 3G লাইসেন্স  পেয়ে যাবেন, আমরা যদি একবার শুধু 

মোবাইল কোম্পানিগুলোকে লাইনে আনতে পারি তখন, ওয়াইম্যাক্সওলাদের আমাদের আর 

তেমন একটা দরকার হবে না। দরকার হবেনা সে অর্থে যে, একমাত্র মোবাইল 

অপারেটররাই দ্রুততম সময়ে সমগ্র দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে পারবেন। আর দেশের 

বেশিরভাগ ব্যবহারকারিই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। 

সবশেষে যে কথাঃ
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ????

কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, আমি ছা-পোছা মানুষ।
আমার নিজের কোন ওয়েবসাইট/ফেসবুক পেজ নাই যার মাধ্যমে আমি শুরু করতে 

পারি।
সেইসব ভাইয়েরা যারা একটি পোস্ট এর মাধমে হাজার হাজার ব্যবহারকারিদের কাছে 

পৌছতে পারেন তারা শুরু করতে পারেন,
শুধুমাত্র নিজেদের মধ্যে সমন্ব্য় রাখবেন।
আজকাল ইন্টারনেটের মাধ্যমে কি না করা যায়, একবার আমরা জোটবদ্ধ হতে পারলেই 

হল।

আরেকটা ব্যাপারঃ
আমাদের দাবি-দাওয়াগুলো অবশ্যই একরকম হতে হবে,
একজনে বলবে ৫০ টাকায় ১ জিবি, আরেকজন বলবে ৮০টাকায় ১ জিবি তাহলে 

হবেনা।
সবার মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক দাবি ঠিক করতে হবে, দাবি অযৌক্তিক হলে 

সেটা আমরা কখনই বাস্তবায়ন করতে পারব না।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি
		৬০টাকায়- ১ জিবি- ১৫ দিন
		১০০টাকায়- ২ জিবি- ৩০ দিন
		৩০০টাকায়- ১০জিবি- ৩০ দিন
		৫০০টাকায়- আনলিমিটেড-৩০ দিন(কোন FUP থাকবেনা)
এগুলা ঠিক আছে। তবে আমরা যাই করি না কেন তা যেন অবশ্যই বাস্তবসম্মত দাবি 

হয়। 

আমার এই লেখায় কোন ভুল-ভ্রান্তি থাকতে পারে, সবার মতামত কাম্য।
বিঃদ্রঃ এই লেখাটি যে কেউ যে কোন জায়গায় প্রচার/কপি-পেস্ট করতে পারেন, এমনকি 

কেউ যদি লেখাটি নিজের বলেও চালিয়ে দেয় তাতেও আমার ব্যক্তিগতভাবে কোন আপত্তি 

নেই, তবে আমি আজ(২৬.৫.২০১৩), www.techtunes.io তে লেখাটি প্রথম প্রচার 

করলাম।

আমার ফেসবুক ID: www.facebook.com/ABOSS008
আমার মনে হয় প্রথমে একটি কোম্পানিকে ভাল করে ধরতে হবে,
১।
সম্পুর্ন ব্যাপারটি একটি সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমার বিশ্বাস এটি খুবই কার্যকর।

আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হল আমরা সবগুলো কোম্পানিকে একসাথে বর্জন করতে পারব না, 

সেটা অপারেটরগুলা ভালভাবেই জানে। 
আসলেই আমরা সবগুলা কোম্পানিকে একত্রে বর্জন করতে পারবনা।

আর, আমাদের সবচেয়ে বড় শক্তি হল একতা। আমরা যদি একত্র হয়ে কিছু একটা করি তাহলে 

অবশ্যই কিছু করতে পারব। 

 * কোন কোম্পানির লাল-বাতি ধরানোর প্রক্রিয়া শুরু করা মাত্রই ওরা গ্রাহক হারানোর ভয়ে একটু 

একটু করে সুবিধা বাড়াবে,তারপর ২য়টাকে ধরতে হবে, ২য়টার পর ৩য়টা এভাবে সবগুলারে মানুষ 

করার পর আবার ১ নং এ ফিরে আসতে হবে। এভাবেই চলতে থাকবে সমগ্র ব্যাপারটি।
 
* উধাহরন হিসেবে বলা যায়, প্রথমে সবাই জিপিকে বর্জন করলাম, তাহলে ২-১মাসের মধ্যেই জিপি 

টের পাবে বাঁশ কারে কয় !!! কমবেশি ৩ মাস গনবর্জন করলে জিপি কিছুটা লাইনে আসবে। 
তারপর ধরলাম বাংলালিংককে, তারপর এয়ারটেল, রবি ............ এভাবে চলবে। সবগুলা শেষ হলে 

আবার জিপি। তারপর আবার বাংলালিংক,এয়ারটেল, রবি......... 


লক্ষণীয় বিষয়ঃ যখন যে কোম্পানিকে বর্জন করার সময়কাল চলবে তখন আমরা কোন অবস্থায় সে 

কোম্পানির লাইন ব্যবহার করব না।
তবে, অনেকের ক্ষেত্রেই সিমকার্ড অফ রাখা সম্ভব না, সেক্ষেত্রে তিনি শুধু ইনকামিং চালু রাখবেন। 

আজকাল, অনেকেই ২ সিমের সেট ব্যবহার করেন। তাই বিষয়টি অসম্ভব কিছু না।

মোটামুটি এটি হল আমার প্রথম ফর্মুলা। তবে, সবাই আলোচনা সাপেক্ষে এটিকে পরিবর্তন করে আরো 

কার্যকর কিছু করতে পারি। দয়া করে সবাই সবার মতামত দিন এবং যাই চিন্তা করুন না কেন, তা 

যেন বাস্তবসম্মত হয়।

সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হল, আমাদের এ কাজে অবশ্যই সমন্বয় থাকতে হবে। গনবর্জন চলাকালে 

সবাই একযোগে বর্জন শুরু করব। না হলে কোন লাভ হবে না।


তাছাড়া, গণমাধ্যম এ সময়ে খুবই শক্তিশালী। এরকম একটি ব্যাপার তারা গুরুত্ব দিয়ে নিচ্ছে না কেন 

তা আমার বোধগম্য হচ্ছে না। 
তাই তাদেরকে এ বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করার আহ্বান জানাতে হবে।
আমাদের মুল আন্দোলন হবে গনবর্জন। পাশাপাশি, মানববন্ধন, কতৃপক্ষ বরাবর স্বারকলিপি প্রদান, 

ফেসবুকে প্রচারনা ইত্যাদিতো আমরা চালাবই। 
গনবর্জন আমাদের মুল আন্দোলন হবার কারন, আমরা সবাই যার যার অবস্থান থেকে এতে অংশগ্রহন 

করতে পারব।

আমাদের এ আন্দোলনে অনেক বড় ভুমিকা পালন করতে পারে বিভিন্ন ব্লগার এবং যারা ফেসবুকে 

বিভিন্ন পেজের এডমিন।
আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে জোটবদ্ধভাবে কাজ করতে হবে, কারন এক ফেসবুকের 

বিভিন্ন পেজের মাধ্যমেই এই আন্দোলনে
আমরা সবাইকে যুক্ত করতে পারি খুব সহজভাবে। 

আরোকিছু কথাঃ
অনেকেই বলবেন তাহলে আমরা বাংলালায়ন/কিউবি/OLLO এদের কি করব।
একটা বিষয় আমাদের বুঝা উচিৎ, আশা করা যায় আমাদের এ আন্দোলন চলাকালীন সময়েই 

মোবাইল অপারেটররা 3G লাইসেন্স  পেয়ে যাবেন, আমরা যদি একবার শুধু মোবাইল 

কোম্পানিগুলোকে লাইনে আনতে পারি তখন, ওয়াইম্যাক্সওলাদের আমাদের আর তেমন একটা 

দরকার হবে না। দরকার হবেনা সে অর্থে যে, একমাত্র মোবাইল অপারেটররাই দ্রুততম সময়ে সমগ্র 

দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে পারবেন। আর দেশের বেশিরভাগ ব্যবহারকারিই মোবাইল ইন্টারনেট 

ব্যবহার করেন। 


সবশেষে যে কথাঃ
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ????

কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, আমি ছা-পোছা মানুষ।
আমার নিজের কোন ওয়েবসাইট/ফেসবুক পেজ নাই যার মাধ্যমে আমি শুরু করতে পারি।
সেইসব ভাইয়েরা যারা একটি পোস্ট এর মাধমে হাজার হাজার ব্যবহারকারিদের কাছে পৌছতে পারেন 

তারা শুরু করতে পারেন, 
শুধুমাত্র নিজেদের মধ্যে সমন্ব্য় রাখবেন। 
আজকাল ইন্টারনেটের মাধ্যমে কি না করা যায়, একবার আমরা জোটবদ্ধ হতে পারলেই হল।

আরেকটা ব্যাপারঃ
আমাদের দাবি-দাওয়াগুলো অবশ্যই একরকম হতে হবে,
একজনে বলবে ৫০ টাকায় ১ জিবি, আরেকজন বলবে ৮০টাকায় ১ জিবি তাহলে হবেনা।
সবার মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক দাবি ঠিক করতে হবে, দাবি অযৌক্তিক হলে সেটা আমরা 

কখনই বাস্তবায়ন করতে পারব না। 
আমি ব্যক্তিগত ভাবে মনে করি 
		৬০টাকায়- ১ জিবি- ১৫ দিন
		১০০টাকায়- ২ জিবি- ৩০ দিন
		৩০০টাকায়- ১০জিবি- ৩০ দিন
		৫০০টাকায়- আনলিমিটেড-৩০ দিন(কোন FUP থাকবেনা)
এগুলা ঠিক আছে। তবে আমরা যাই করি না কেন তা যেন অবশ্যই বাস্তবসম্মত দাবি হয়। 

আমার এই লেখায় কোন ভুল-ভ্রান্তি থাকতে পারে, সবার মতামত কাম্য। 
বিঃদ্রঃ এই লেখাটি যে কেউ যে কোন জায়গায় প্রচার/কপি-পেস্ট করতে পারেন, এমনকি কেউ যদি 

লেখাটি নিজের বলেও চালিয়ে দেয় তাতেও আমার ব্যক্তিগতভাবে কোন আপত্তি নেই, তবে আমি 

আজ(২৬.৫.২০১৩), www.techtunes.io তে লেখাটি প্রথম প্রচার করলাম।

আমার ফেসবুক ID: www.facebook.com/ABOSS008

Level 0

আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai unicode diye likhen , kishu bodha jay na

আচ্ছা ভাই।

না ১জিবির জন্য ৫০টাকা ও আনলিমিটেড এর জন্য ২০০টাকার বেশি দিতে পারব না।একটু চেন্জ করুন,দাড়ান আমি একটা প্যাকেজ লিস্ট কমেন্ট করছি ওটা পোষ্টে এডিট করে দিন।কোনো ভ্যাট ও দিতে পারব না,সরি।

I am giving a list of packages only for 2G(250kbps)|3G(512kbps)|3G(1mbps):[all valid:1 month]
100MB:5tk|7tk|9tk
500MB:20tk|25tk|30tk
1GB:50tk|60tk|70tk
5GB:100tk|120tk|140tk
10GB:x|200tk|250tk
Unlmtd(no FUP):200tk|300tk|400tk
Night time unlmtd:(no FUP):110tk|130tk|150tk
*Share please

Iron maiden আপনার টা অনেক ভাল হইছে।

ভাই পুরা পোষ্ট পইরা মাথা ধরছে।

vhai amra raji asi . akhon kobe theke korte hobe she bapare shobar motamot nia janan

আজ ৩১.০৫.২০১৩ শুক্রবার শাহবাগে সমাবেশ হবে ইন্টারনেট বিল কমানো ও আরও কিছু দাবিতে। আমি যেতে পারছিনা কারন আমার অনেক জ্বর। আপনারা যারা যারা পারেন যান। যত লোক হবে তত জোরালো হবে এ আন্দোলন।