আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা যারা ফটোশপের কাজ জানি তারা ছবিকে অনেক সুন্দর করে কাজ করে তুলি এবং কি ছবির কাজ করতে হলে ফটোশপই সেরা সেরা, কারন ফটোশপ দিয়ে ছবির অনেক সুন্দর করে কাজ করা যায় যা অন্য কোন সফটওয়ারে হয় না। আমরা যারা ফটোশপ কাজ জানি তারা ফটোশপে কাজ করি আর যারা ফটোশের কাজ জানে না তারা কি বসে থাকবে? না আর বসে থাকবে না এবার আপনি ফটোশপ ছাড়া অনলাইনের মাধ্যমে আপনার ছবিকে গড়ে তুলুন বিভিন্ন ডিজাইনে।
তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ছবিকে বিভিন্ন ডিজাইনে তৈরি করা যায় তার নিয়ম শিখে নিই, নিচের পদ্ধতি গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে এখানে ক্লিক করুন
তাহলে নিচের মত একটি বক্স দেখতে পাবেন।
এবার আপনার পছন্ত অনুযায়ী ছবির উপর ক্লিক করুন, যে অনুযায়ী ছবিকে গড়ে তুলবেন । আমি নিচের সিলেক্ট করা ছবিটা ক্লিক করলাম, আপনারা আপনাদের পছন্তমত ইফেক্ট উপর ক্লিক করুন।
তারপর যে ছবি ডিজানে রূপান্তর করবেন সে ছবিটি Upload করুন ।
তারপর ইচ্ছামত Crop করে Next বাটনে এ ক্লিক করুন।
পরিশেষে Download অথবা Save Image As ক্লিক করে Save করে রাখুন।
আর দেখুন কেমন সাজে সাজিয়েছে আপনার ছবি।
একই নিয়মে করা আরেকটি ছবি।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনাকে ধন্যবাদ…