প্রয়োজনে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলতে হয়। কিন্তু বিভিন্ন একাউন্টে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা এবং এগুলো মনে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া, লগইন করার সময় প্রতিবার পাসওয়ার্ড দিতে হয় এটাও একটা বিরক্তিকর বিষয়। ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো পার্সওয়ার্ড মনে রাখে। এসকল ওয়েবসাইটে একটি একাউন্ট খুলে দীর্ঘদিন যাবৎ পার্সওয়ার্ড সংরক্ষণ ও ব্যবহার করতে পারবেন। যারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করেন এটি তাদের খুবই উপকারে আসবে।
নিচে কিছু পাসওয়ার্ড ম্যানেজারের ঠিকানা দেওয়া হলো। এগুলো থেকে যেকোনটি আপনি ব্যবহার করতে পারবেন। একাউন্টগুলোতে মোস্ট সিকিউরভাবে ডেভিড, ক্রেডিটকার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় পাসওয়ার্স সংরক্ষণ করতে হলে টাকা দিয়ে প্রিমিয়াম একাউন্ট কিনতে হবে।
এখানে একটি উদাহারণসহ দেওয়া হলো।
RoboForm -এ ফ্রি একাউন্ট খোলার পর বুকমার্ক টুল সেটআপ দিতে হবে।
সেটআপ করার পর বুকমার্কে একটি লোগো যোগ হবে। এখন যেকোন একাউন্টে পাসওয়ার্ড দেওয়া হলে সেটি আপনি সেভ করবেন কি না জানতে চাইবে। সেভ করলে বুকমার্ক লোগোতে এটি দেখাবে। পরবর্তিতে বুকমার্কে সেভ করা একাউন্টে একটি ক্লিক করলেই সরাসরি আপনার একাউন্টে ঢুকে যাবে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া টাক্সবারের লোগেতে ক্লিক করেও সেভকরা একাউন্টে গলইন করতে পারবেন।
এছাড়া, RoboForm এর ওয়েবসাইটে িগিয়ে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিলে নিচের মত নতুন একটি পৃষ্ঠা আসবে। এখানে আপনি যতগুলি সাইটের পাসওয়ার্ড সেভ করেছেন সেগুলো দেখাবে। যেটি দরকার সেটিতে ক্লিক করলে নতুন একটি উইন্ডোতে সেটি ওপেন হবে। এক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারের হোম পেজে এই সাইটটির নাম লিখলে ব্রাউজার ওপেন হবার পরই এটা চলে আসবে এবং একবার মাস্টার পাসওয়ার্ড দিলে ব্যবহার করতে পারবেন।
একইভাবে অন্য ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবেন।
দীর্ঘদিন পাসওয়ার্ড না লেখার কারণে পাসওয়ার্ড ভুলে গেলে শুধুমাত্র ওই ওয়েবসাইটের মাস্টার পাসওয়ার্ড মনে থাকলে আপনার সেভ করা পাসওয়ার্ডগুলো আপনি িফিরে পাবেন। সাইটটিতে লগইন করার পর আপনি চাইলে সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।
উল্লেখ্য যে অন্য যে কোন কম্পিউটারে এই সাইটটি লগইন করলে আপনার সেভ করা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
আশা করছি আপনাদের উপকারে আসবে।
আমি Noor Hosain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Cracked version dile bhalo hoto!
http://www.socialbug.tk