DU meter এর কথা ভুলে যান চিরতরে ।

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । আমার এইটা third tune । ভুলের জন্য ক্ষমা আর আমার জন্য দুয়া চাই আপনাদের কাছে ।

আজ আমি এমন একটা সফটওয়্যার এর কথা বলবো যা দেখে ও পড়ে আপনি আর কষ্ট করে DU meter এর full version খুজা বা ইন্সটল এর কথা কোন দিন মনে পড়বে না ।আমি যে সফটওয়্যার টা কথা বলছি সেটা একদম ফ্রী আর এইটার নাম হচ্ছে NetWorx ।

আর অপেক্ষা নয় ডাউনলোড করুন আর ইন্সটল করুন আর সাধারন সফটওয়্যার এর মতো করে । শুধু next next এবং Finish করুন যতক্ষণ না শেষ হই ।এই বার task bar এ add করার কথা ভাবছেন তো কোন সমস্যা নয় । এটাও সম্ভব এই সফটওয়্যার এর মাধ্যমে । কারণ meter  যদি screen এ দেখা যাই তা হবে বিরক্তিকর এবং কাজ করতেও অনেক ঝামেলা হই । তাই বলছি task bar এ যদি অ্যাড করতে চান তাহলে প্রথমে আপনাকে টাস্কবার unlock করতে হবে । বুঝলেন না ? এর মানে হচ্ছে right click on your task bar এবং uncheck lock the taskbar  পরিস্কার তো ? এবার আবারো right click on  your taskbar => toolbars => NetWorx Desk Band । ব্যাস দেখাচ্ছে তো এইবার । এই বার লক করে দিন taskbar কোন অসুবিধা নাই । একেবারে DU meter এর মতো দেখাচ্ছে না তো । তো আরও একটা কাজ করুন । সফটওয়্যার টা সিস্টেম ট্রে তে থাকবে ওইখান থেকে setting এ যান তার পর Graph tab র যান নিচের দিকে দেখবেন graph type ঐখানে Numeric করে দিন ।এই বার হইসে তো ।

ভালো লাগলে ভালো না লাগলে না । মজা করলাম tune পড়ার জন্য ধন্যবাদ । পরিশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো  বিদায় ।

Level 0

আমি wakil ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

valoe hoesay

ধন্যবাদ ।

No software is really needed to know bandwidth upload/download speed and usage.A small free gadget can help you all.Download Network Meter:
http://addgadgets.com/network_meter/