আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহারের সময় তা ডিসকানেক্ট হয়ে যাবার সমস্যায় পরি। দেখা গেল বড় কোন একটা ফাইল ডাউনলোড দিলাম কিন্তু হঠাত করেই নেট ডিসকানেক্ট হয়ে গেল। ফলে আবার আমাদের কানেক্ট করতে হয়। বিরক্তিকর একটা কাজ।
তাই এই কাজটা আপনাকে আর করতে হবে না। আজ আপনাদের এমন একটা সফটওয়্যার দেব যা একা একাই নেট ডিসকানেক্ট হলে কয়েক সেকেন্ডের মাঝে কানেক্ট করে নেবে।
ফলে আপনি ডাউনলোড দিয়ে নিশ্চিন্তে অন্য যে কোন কাজ করতে পারবেন। বারবার নেটওয়ার্ক চেক করতে হবে না। সফটওয়্যারটি মাত্র ২২০ কেবি। এর নাম রিকানেক্ট।
নামাতে পারবেন নিচের লিঙ্ক হতে...
http://www.sendspace.com/file/r9h3ln
উপকৃত হলে আশা করি কমেন্ট করবেন। আর ইংলিশ মুভির বাংলা সাবটাইটেল পেতে এই ফেসবুক পেজ লাইক দিন http://www.facebook.com/banglasub
এমন আরও অনেক ট্রিক্স পেতে লাইক দিন এই ফেসবুক পেজটি http://www.facebook.com/mbtricks
ধন্যবাদ সবাইকে...
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, এটাই খুঁজতেছিলাম