ফায়ারফক্সের কিছু অতিপ্রয়োজনীয় এড-অনস এবং Crome-Experimentals

আমাদের সবার প্রিয় ব্রাউজার ফায়ারফক্স. এর স্পিড এবং flexibility র জন্য সবার পছন্দের শীর্ষে থাকে. আমি নিজে ফায়ারফক্স ব্যবহার করি অনেক দিন. এর আগে অপেরা এবং তারও আগে Internet explorer ব্যবহার করতাম.কিন্তু ফায়ারফক্স এর মজা পাই যখন দেখি এর অনেক প্রয়োজনীয় এবং মজার এড-অনস আছে. আজ তেমনি আমার খুব প্রিয় কয়েকটি এড-অনস বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব. অনেকেই এগুলো সম্পর্কে জানেন এবং ব্যবহার করেন, তবুও নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য এই লেখা. সবগুলি এড-অনস পাবেন এইখানে...

১. Flashgot

যারা download করার জন্য IDM, Flashget, Download Accelerator ব্যবহার করেন তারা জানেন একটা লিঙ্ক ডিরেক্ট এইসব মেনেজার এ copy-paste করলে বেশির ভাগ সময় কাজ করেনা. আর অনেক হিডেন ও মাস্ক লিঙ্ক থাকে যা সহজে পাওয়া যায়না. কেবল ফায়ারফক্সের নিজস্ব "Save" দিয়া কাজ করে. এই সব সমস্যার সমাধান করতে কেবল এই একটি এড-অন এ যথেষ্ঠ.

Flashgot

 

এটি আপনার কম্পিউটারে থাকা মুটামুটি সব ডাউনলোড মেনেজার এর লিস্ট করবে এবং কোনো লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে সেই লিস্ট থেকে কোনটা দিয়ে ডাউনলোড করতে চান জানতে চাইবে. এবার আপনি ইচ্ছামতো ডাউনলোড মেনেজার দিয়ে ডাউনলোড করে নিন.এছাড়া যখন আপনি কোনো website এ ভিডিও দেখবেন বা গান শুনবেন, যেকোনো ধরনের মিডিয়া লিঙ্ক পেলেই আপনি আপনার ব্রাউজারএর নিচে ডান পাশে একটা সেভ এর চিত্র লাফাতে দেখতে পাবেন, সেটাতে ক্লিক করলেই আপনি সেই ভিডিও বা অডিও Download এর লিঙ্ক পেয়ে যাবেন.

২. DownThemAll!

এটি একটি জটিল ডাউনলোড মেনেজার যা আপনি পাবেন একটি এড-অন হিসাবে. অনেক বাঘা বাঘা ডাউনলোড মেনেজার ও এর সাথে পেরে উঠে না. এর লিঙ্ক গ্রাব করার এবং মাল্টি-পার্ট ডাটা ডাউনলোডের ক্ষমতা খুব ভালো. আমি অনেকবার IDM এবং DownThemAll! এ একসাথে ডাউনলোড দিয়ে দেখেছি, DownThemAll যখন টান দেয় তখন IDM স্পীড পায় না.

Downthemall

 

এর মেনেজারটিও ভালো, standard যেকোনো ডাউনলোড মেনেজার এর মতো.

৩. Tab Mix Plus

এটি একই সাথে tab-manager এবং session-manager. অনেকেই নতুন ট্যাব খোলার ক্ষেত্রে ঝামেলায় পড়েন, যদি প্রথম ট্যাব এ থেকে new tab খোলা হয় তাহলে নতুন ট্যাব খুলবে সবার শেষ ট্যাব এর পর, যা বিরক্তিকর. আবার অনেকগুলো ট্যাব খোলা অবস্থায় যদি ব্রাউজার বন্ধ করা হয়, পরেরবার সেই ট্যাবগুলি অনেকসময় ফিরে আসেনা. এই সব সমস্যার সমাধান দিবে এবং আরো অনেক নতুন ফিচার এর সমন্নয় Tab Mix Plus.

Tab mix plus

 

৪. FireFTP

যারা FTP তে হরহামেশাই কাজ করেন তারা জানেন FTP মাঝে মাঝে কি ঝামেলা করে. তাই বহুদিন ধরে একটা সিম্পল কিন্তু কাজের FTP খুঁজে ফিরেছি আমি.শেষে পেলাম FireFTP. খুব কাজের জিনিস.

FireFTP

 

Crome-Experimentals:

ফায়ারফক্সের ভক্ত বলে Crome কে কিন্তু আমি মোটেও অপছন্দ করিনা. একটা ভালো ব্রাউজার এর সব বৈশিষ্ট আছে Crome এ. তবে এখনো ডেভেলপিং পুরাপুরি শেষ হয়নি তাই অনেক কিছু সুবিধামত পাওয়া যায়না যতটা ফায়ারফক্স এ পাওয়া যায়. সেদিন Crome এর কয়েকটি Experimental features দেখলাম যা মাথা ঘুরানোর জন্য যথেষ্ট. http://www.chromeexperiments.com/ লিঙ্কটি একটু ভিসিট করে দেখতে পারেন.

http://www.chromeexperiments.com/

http://www.chromeexperiments.com/

Crome ব্রাউজার এ javascript এর ম্যাজিক দেখাবে বলে এখন ও কাজ করে যাচ্ছে, এদের এই Experiments গুলি দেখলে বুঝা যায়. দেখা যাক সামনে কার দিন.

ধন্যবাদ.

Level 0

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Working on iPhone development...and i just wanna be myself....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল আশা করি আমার অনেক কাজে আসবে……….

শেয়ার করার জন্য ধন্যবাদ…………………

great …….

thanks a lot.nice tune

মজিলা রক্স ……… (মামুনের জন্যে এই কমেন্টটা)

    ভাই গুগল ক্রোম রক্স আর কিছুটা দিন অপেক্ষা করেন এখনতো গলার জোরে বলি তখন একেবারে প্রমাণসহ বলব।:)

গুগল ক্রোম এন্ড মজিলা রক্স ……………
ইন্টারনেট এক্সপ্লোরার কে ________ থাক সবার সামনে খারাপ কথা না বলি।