ইন্টারনেট আপলোড গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার!

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

চরম গ্রাহক অসন্তোষের মুখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির পক্ষ থেকে রোববার সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, “
সিদ্ধান্ত আগেই হয়েছিলো। রোববার সকাল থেকে সব কিছু স্বাভাবিক রয়েছে।”

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যাক, অবশেষে গাধাগুলার মাথার জট খুলছে। তবে সবার প্রতি আমার অনুরোধ ইন্টারনেট স্পিড সর্বোচ্চ এবং ন্যায্য মুল্যের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কিন্তু চালাইতে হবে। স্পিড সাভাবিক হইল দেইখা আন্দোলন থামাইয়া দিলে হবে না।

    Level 0

    @Roni: সাবধান!! সাবধান!!!! ডাহা মিথ্যা, সরকার লোক দেখিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে,আমি একজন নিয়মিত টরেন্ট আপলোডার ,আপলোড স্পীড ১% ও বারেনি…আমাদের ধোঁকা দেয়ার চরম চেষ্টা চলছে…!!!!!!!

      Level 0

      @zakirh: তাইলে তো সর্বনাশ।

        Level 0

        @Roni: এই দেশে সব সম্ভব যেভাবে youtube অঘোষিতভাবে বন্ধ হয়

Level 0

সাবধান!! সাবধান!!!! ডাহা মিথ্যা, সরকার লোক দেখিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে,আমি একজন নিয়মিত টরেন্ট আপলোডার ,আপলোড স্পীড ১% ও বারেনি…আমাদের ধোঁকা দেয়ার চরম চেষ্টা চলছে…!!!!!!!

Level 0

শুধু স্পিড বাড়ালেই হবে না মূল্যও কমাতে হবে

    মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।আশাকরছি স্পিড বাড়ানোর পাশাপাশি বিটিআরসি bandwidth এর মূল্যও কমাবে এবং গ্রাহক পর্যায়ে যাতে সেটা পৌঁছে তাও নিশ্চিত করবে।

আমি এইমাত্র আমার স্পীড test করলাম । সব মিথ্যা স্পীড ১ আনাও বাড়েনি।

এতো বড় মিথ্যে সংবাদ কোথাথেকে পেলেন? :/
প্লিজ,পোষ্টটা ড্রাফট করুন।সবাইকে বিভ্রান্ত করবেন না প্লিজ। 🙁