ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ এবং আমরা

বহুদিন পর আসলাম আপনাদের কাছে। আসলে লেখা-লেখি তেমন একটা করা হয় না। পড়েই দিন কাটাই। এবার আর না লিখে পারলাম না।

আমাদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার। কিন্তু আমরা ইন্টারনেটকে কাজে লাগাতে পারছি না ততটা; যতটা আমাদের প্রয়োজন। এর পিছনে যে কারনগুলো আছে, তা আপনারা সবাই জানেন। সম্প্রতি এসব বিষয় নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। জানিনা আপনার মধ্যেও সেই উত্তেজনা আছে কিনা।

পৃথিবীর সব দেশ এগিয়ে যায়। আর আমার সোনার বাংলা পিছনেই থেকে যায়। কি ভুল বললাম? মনে হয় না। কারন, অন্যান্য দেশ যেখানে ইন্টারনেটের গতি বাড়ানো নিয়ে ব্যস্ত- সেখানে বাংলাদেশে কমছে ইন্টারনেটের গতি। শুধু কি গতিই কমছে? না। আরো কিছু নিয়ে আলোচনা চলছে বর্তমানে। মোবাইল অপারেটররা একেবারেই কম টাকায় ব্যান্ডউইথ কিনে আমাদেরকে দিচ্ছে অনেক বেশি দামে।

বেশ কিছু ব্লগে, ফেসবুকের পেইজে এবং বালুচরবিডি ডট কম নামের একটি অনলাইন ম্যাগাজিনে পড়লাম এই সম্পর্কে। ম্যাগাজিনটি তো রীতিমত ফিচার স্টোরিটি করেছে এ সম্পর্কে। আপনিও পড়ে দেখতে পারেন সেটি- 'মূল্য ও গতি নিয়ে তোলপাড় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে'

আমরা ডিজিটাল বাংলাদেশ বলে গলা ফাটাই। কিন্তু ডিজিটালের ধারে কাছেও যাই না। এই হচ্ছে আমাদের অবস্থা। জাতি পিছাতে শুরু করেছে। এখুনি পদক্ষেপ না নিলে পরে অবস্থা বেশ কঠিনই হয়ে যাবে। তাই সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

সবাই ভাল থাকবেন। সুস্থ্য থাকবে। নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।

Level 2

আমি ক্বামারুল ইসলাম মান্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ঠিক কথাই বলছেন

জিপির customar care এর সাথে ইন্টারনেট নিয়ে কথাবার্তা ,facebook এ এই অডিও ফাইল টি পাওয়া গেছে। শুনে দেখুন কি বলছে। অডিও ডাউনলোড লিংক http://www.4shared.com/file/ccRbd2cR/RangaReal.html