কমদামে পূর্ণগতির ইন্টারনেট ও পেপাল দাবিতে মানববন্ধনে যোগ দিন ।

 

 

 

 

 

 

 

বর্তমানে অনেক ছাত্র ছাত্রী ও যুবক যুবতী ভাই বোনেরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতিদিন বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে, পড়ালেখার খরচ জোগানোর পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন কোন প্রকার সরকারি বেসরকারি উদ্যাগ ছাড়াই ।
অত্যন্ত দুঃখের বিষয় দফায় দফায় ইন্টারনেটের ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, রক্তচোষা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো একদিকে যেমন গলাকাটা মূল্য নিচ্ছে অপরদিকে ইন্টারনেটের ধীরগতির জন্য আমাদের বায়ার হারাতে হচ্ছে , তাই http://www.pchelplinebd.comউদ্যোগ নিয়েছে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমাদের সমস্যাগুলো নীরব ও শান্তিপূর্ণভাবে তুলে ধরবে ।

আমাদের দাবীসমূহঃ

১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার
১ জিবি ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ করে দিবেন ।

২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।

৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।

৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।

৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।

আমাদের দাবী পুরন কর , আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো ।

আপনিও এই সময়ের দাবী ও ন্যায্য দাবীতে এক হয়ে ইভেন্টে যোগ দিন, প্রানের এই দাবী পুরনের জন্য ইভেন্ট ও মানব বন্ধনে অংশ নিন। ইভেন্ট লিংক -

https://www.facebook.com/events/628859240476086/

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

best of luck.. আশা করি এই উদ্যোগ সফল হবে।

আমরা ত আম জনতা…। যাই হক আমাদের ত সজ্জ করতে হবে…। ভাল ত, ভাল না !

Level 2

Lab ki hobe? Mine hoy name.

দেখি কি হয়। সফল হোক এটাই কামনা করি।

Level 0

ধন্যবাদ আপনাদের। কিন্তু ভাই জানরা, কি শুনতে আছি ? নেট স্পীড নাকি জিরোর কাছা-কাছি নামিয়ে দেবে !

Level 0

ভাই আন্দোলন করলে সফলতা আসবেই। তাই চলেন আন্দোলন করি জোরে সরে।

Level 0

১ জিবি ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা , এই দাবি উত্থাপন করলে জামাতি ইসলামিদের মতো অবস্থা করবে সরকার , কারন এইটা বাংলাদেশ , ভাই 😀

যদি এই দাবি করেন তাইলে “তুই রাজাকার”………।

Level 2

আন্দোলনে নামেন আমিও সাথে আছি। আশা করি সবাই থাকবে।

আরও একটা ইভেন্ট দেখলাম ফেসবুকে একই দাবি নিয়ে ( https://www.facebook.com/events/462503873836658/ ) । কোনটায় যোগ দেয়া উচিত বুঝতেছি না। আমার মতে ইভেন্ট অ্যাডমিনরা নিজেরা যোগাযোগ করে দুইটা ইভেন্টই একযোগে দিলে ভালো হয়।
আর আপলোড স্পীড কমায়া দিছে এইটা নিয়া কোন দাবি কোন ইভেন্টেই দেখলাম না। Damn Shame

জিপির customar care এর সাথে ইন্টারনেট নিয়ে কথাবার্তা ,facebook এ এই অডিও ফাইল টি পাওয়া গেছে। শুনে দেখুন কি বলছে। অডিও ডাউনলোড লিংক http://www.4shared.com/file/ccRbd2cR/RangaReal.html

Level 2

শুনেছি আপলোড স্পিড ৭৫% কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। সাথে সাথে ইন্টারনেটের গলা কাটা মূল্য আদায় বন্ধ করতে হবে। ১জিবি ৫০ টাকা, ৫ জিবির দাম ২০০ টাকা হলে অবশ্যই আমাদের জন্য ভাল হবে। তার জন্য আন্দোলন করতে হবে, এমনি এমনি দেবে না। আমারও আন্দোলনে যোগ দিতে ভীষণ ইচ্ছা আছে। আমার অসুস্থতা সেরে উঠুক।