আমি গত দুই বছর থেকে "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনে নিয়মিতভাবে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর উপর লিখছি। এই দুই বছরে ফ্রিল্যান্সিং নিয়ে সবার মধ্যে আগ্রহ বেশ আশাব্যঞ্জক বলে আমার কাছে মনে হয়। সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে ওডেস্কে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের অবস্থান সপ্তমে। যা আমাদের দেশের জন্য আসলেই একটি ভালো দিক। এ নিয়ে কয়েকদিন আগে প্রথম আলোতে একটি লেখা প্রকাশিত হয়েছিল।
এবার আসি জরিপ প্রসঙ্গে। আগামী মাসে "কম্পিউটার জগৎ" এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যা প্রকাশিত হবে। এই সংখ্যায় আমি ফ্রিল্যান্স আউটসোর্সিং এর বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য তুলে ধরব। সেই উদ্দেশ্যে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের নিয়ে একটি জরিপ চালাতে চাচ্ছি। ফ্রিল্যান্সিং এ নতুন বা অভিজ্ঞ সবাইকে এই জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে লেখাটি প্রকাশিত হবে। তাই অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আমাকে সহায়তা করবেন বলে আশা রাখি। নিচের লিংকে ক্লিক করে জরিপে অংশগ্রহণের জন্য একটি ফরম পাবেন -
http://spreadsheets.google.com/viewform?formkey=dFF6UDF2VWF4QS1ESHZJTk5IaXdrR3c6MA
আপনার পরিচিত সকল ফ্রিল্যান্সারদেকে এই জরিপে অংশগ্রহণে উদ্বুদ্ধ করুন। আপনাদের সহায়তা এবং সুচিন্তিত মতামত আশা করছি।
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
জাকারিয়া ভাইরে অনেক দিন পর টেক্টিউনস এ দেখলাম 😀 , আর ভাই জরিপে অংশ গ্রহন করেছি ।