টেলিটক ৩জি, না কি নসিমন,করিমন এর পযার্য়ে ও টেলিটকের মডেম নিয়ে আমার কিছু কথা, আমি এতো স্পিড কোথায় রাখবো। সাথে আবার ১০ জিবি ফ্রি !!!

টেলিটক ৩জি না কি নসিমন,করিমন এর পযার্য়ে ও টেলিটকের মডেম নিয়ে আমার কিছু কথা, আমি এতো স্পিড কোথায় রাখবো। সাথে আবার ১০ জিবি ফ্রি, ফ্রি কথা শুনলেই আমাদের মন বেকুল হয়ে যায়।

মডেমটিতে : নেটওয়াক স্টান্ডাট দেয়া আছে:

HSUPA/ HSDPA/ EDGE/ WCDMA /GPRS/ GSM

HSUPA: High-Speed uplink Packet Access----- 5.76 Mbit/s----- এটির নাম করন করেন নোকেয়া মোবাইল কোম্পানি। এটি আপলোডের ক্ষেত্রে বেশ ভালো

HSPA: High-Speed Packet Access.--- 5.25 MB/s এটি ৩   জির পোটকল হিসেবে কাজ করে।

HSDPA: High-Speed Downlink Packet Access------- 14.4 Mbps , ডাউনলোড এর ক্ষেত্রে এই কাভারেজটি অনেক কাজের।

EDGE: Enhanced Data Rates for Global Evolution------2.75 G এটি GPRS ও EGPRS হিসেবে পরিচিত, এটি GSM টেনওয়াক হিসেবে কাজ করে।GPRS---2.5 G---- 7.2kB/s GSM ---2G--- 1.8 kB/s

UMTS: Universal Mobile Telecommunications System--- 48 kB/s টা WCDMA এর পাশাপাশি কাজ করে থাকে। যখন এটি কাজ করে তখন তেমন স্পিড পাওয়া যায় না।

আমি টেলিকট ৩জি ব্যবহার করি স্পিড সব সময় পাওয়া যায় না, তবে মাঝে মাঝে ধারুন কাজ করে। ১ মেগা পেয়েছিলাম কয়েকদিন আগে।

আমার কাছে মনে হয়, তারা শুধু কয়েক ঘন্টা ৩জি চালু রাখে, তা যদি না হয়, এমন কেন হবে, একদিন দুধ দিয়ে ভাত দেন আর একদিন পানি দিয়া, অবাক কান্ড।

এ ভাবে স্পিড দিলে কি কাষ্টমার ধরে রাখা যাবে। শুনতে পাই ১৬০ জিবি ব্যান্ডউইথ এর মধ্যে থেকে আমাদের ২২ নাকি ৪০ জিবি দেয় বাকি গুলা দিয়া কি করে।

আমার একটি ইচ্ছা, জানি পূরন হবে না, তাও বলি যদি বাংলাদেশের 6 টি অপারেটর তাদের নেটওর্য়াক শেয়ার করত তাহলে কেমন স্পিড পাওয়া যেত??? এর সব কিছুই স্বপ্ন।

৥ তো আপনারাই বলুন আপনাদের অভিজ্ঞতা্ শেয়ার করুন।

 

মন চাইলে ঘুরে আসতে পারেন আমার সাইটে

Level 0

আমি sultan27। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর বাকিটা দিয়ে দলীয় পৃষ্ঠপোষকতায় যে ভিওআইপি হয় তা জানেন না বুঝি । পদ্মা সেতু আর শেয়ার বাজার পুকুর চুরি হইলে ব্যান্ডউইথ চুরি হইলো সমুদ্র চুরি । এটা একটা ওপেন সিক্রেট ।

আমি ৩জি চালাই । ৫১২ কেবিপিএস লাইন । কিউবি, বাংলা বিলাই, এবং অন্যান্য ৫১২ লাইন এ ডাউনলোড স্পীড পেতাম ৬০-৭০ কেবিপিএস । কিন্তু ৩জি তে পেতাম ১২০+ কেবিপিএস । ফেয়ার ইউসেজ ও ভাল ৪২+ গিগা ।

কিন্তু গত দুইদিন যাবত মডেম কানেক্ট ই হয় না । নেটওয়ার্ক ১ দাগ থাকে তো থাকে না । কানেক্ট হইলেও ৫ মিনিট এর মদ্ধে আবার ডিস্কানেক্ট হয়ে জায় । মোট কথা গত ২ দিন যাবত নেট চালাতে পারছি না । বুঝলাম না হঠাৎ কেন এমন হল 🙁

এবার ভাবছি আবার কিউবি চালাবো!

Level 0

আমার মনে হয় তারা কয়েক ঘন্টার জন্য 3 জির টেন চালু করে।।

আমার তো ভালোই চলছে টেলিটক 3G।

ভাই আমি আপনার সাথে একমত হতে পারলাম না। এটা আসলে নির্ভর করে আপনি ওদের টাওয়ার থেকে কতটুকু দুরে এবং কোন সময় ওই এলাকায় কেমন ইউজার থাকে । আমার বাসায় আমি ভাল পাই তবে রাতে কম পাই। আবার অফিসে তেমন ভাল পাই না।

Level 0

আবদুল বাকী ভাই, আমি টাওয়ার থেকে 1 কি.মি দূরে মানে 1000 মিটার দূরে আমি যে খানে আছি সে খানে এর আশে পাশে এর 3 টি টাওয়ার আছে। আমি 3 তলায় থাকি।

teletalk 3g ২মাস ব্যবহার করে খুব ভাল লেগেছে,১ ঘণ্টা খরচ করে এ নিয়ে একটি লেখা লিখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে।
কিন্তু, এ তো বাংলাদেশ !!! ৩য় মাসে নেট নিয়ে দেখি সব উল্টাপাল্টা হয়ে গেছে।
আনলিমিটেড এ আমাকে দিলো ২৫.৬ জিবি।
তাই লেখাটি আর টেকটিউন্স এ প্রকাশ করা হল না।

আসলে যারা নীতি-নির্ধারক তারা প্রযুক্তি সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন তা নিয়ে আমি সন্ধিহান।
ইহ জীবনে এদেশের উন্নয়ন দেখতে পাব কিনা জানিনা।
তাই এখন থেকে চিন্তা করছি এ দেশ ছেঁড়ে চলে যাব as early as possible.

এটার টাইটেলে 4mbps দেখেই বুঝে নিছি,4G বাংলায়ন ই পারেনা,শালা 3G এর লম্ফজম্ফ

একমত 🙂

Level 0

Ai problem nia aikhana onek din aga lik silam chaila dakta paren
http://www.mobilephonetalk.com/showthread.php?148499-Teletalk-3G-Bangladesh-Download-Speed

ami to vai sara din e 512kbps pai.. download korte 62KBps pai….. network er bepar may be…

    @অমিত: আমিও তো ভাই ২ মাস পাইসিলাম। সমস্যা হল বলে আনলিমিটেড কিন্তু দেয় ২৫.৬ জিবি। এরপর নাকি নেট আর কানেক্টই হবেনা। এটা তাইলে কোন আনলিমিটেড, স্পিড কমায় দিলেও বলা যেত আনলিমিটেড।

আর বাকিটা দিয়ে দলীয় পৃষ্ঠপোষকতায় যে ভিওআইপি হয় তা জানেন না বুঝি । পদ্মা সেতু আর শেয়ার বাজার পুকুর চুরি হইলে ব্যান্ডউইথ চুরি হইলো সমুদ্র চুরি । এটা একটা ওপেন সিক্রেট = সত্য

Level 0

আপনারা কেও কি জানেন টেলিটক 3জির 256 কেবিপিএ আনলিমিটেড কত জিবি দেয়।

আমার ও একই অবস্থা ভাই । তবে ভোরের দিকে একটু ভাল পাই

Level 0

আমি ১২৮ kbps দিয়ে ৬০ গিবা ব্যবহার করেছি ১ মাসে… আমার জন্য দোয়া করবেন…। 😀