আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা সফ্টওয়ার অনলাইনে বিনা খরচে জমা করে রাথতে পারেন । একটি ইউজারে কমপক্ষে ৭ গিগা বাইট পর্যন্ত ফাইল রাথা যাবে । তবে ফাইলের ধরন হবে জিপ অথবা রার ফাইল । যে ফাইলটি জমা রাথতে চান সেটিকে winzip অথবা winrar দিয়ে জিপ অথবা রার ফাইল তৈরি করুন । এবারে এই লিংক থেকে সফ্টওয়ারটি ডাউনলোড করে সেটাপ করুন ।
সেটাপ করার পর মাইকম্পিউটার ওপেন করলে একটি নতুন ড্রাইভ দেখতে পাবেন । এটি হচ্ছে Gmail drive. এই ড্রাইভটি ওপেন করে প্রয়োজনীয় ফাইল এতে জমা রাথতে পারবেন ।
এ ড্রাইভটি ব্যবহার করতে জিমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ।
এই ড্রাইভে রক্ষিত ফাইলগুলো পৃথিবীর যেকোন প্রান্থ থেকে জি্মেইল ওপেন করে ডাউনলোড করা যাবে ।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের সাইটের কোন ফোল্ডার এভাবে ব্যবহার করতে কিভাবে কি করতে হবে?