আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা সবাই জানি ছবির কাজ করতে হলে ফটোশপের কোন জুড়ি নেই, ফটোশপে ছবির কাজ করতে মজাই আলাদা, আজ আর ফটোশপ যাদু নিয়ে নয় আজ আমি আপনাদের ফটোশপ ছাড়া কিভাবে ছবিক বিভিন্ন স্টাইলে তৈরি করতে হয় সে নিয়ম দেখাব, তাহলে চলুন কিভাবে ছবিকে ফটোশপ ছাড়া বিভিন্ন আঙ্গিকে করা যায় তার নিয়ম শিখে নিই।
প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি পেজ চালু হবে।
এবার এখানে অনেকগুলো ছবি ইফেক্ট আছে আপনার পছন্তমত যে কোন একটি ইফেক্ট সিলেক্ট করুন।
যে কোন একটি ইফেক্ট সিলেক্ট করার পর উপরের মত একটি পেজ আসবে ভালো করে খেয়াল করুন। এবার Choose File ক্লিক করে আপনার পছন্দনীয় যে কোন ছবি আপলোড করুন, তারপর Text বক্স-এ আপনার পছন্তনীয় কিছু লেখা লিখুন ছবির উপর নির্ভর করে।
এখন Go! বাটনে ক্লিক করুন তাহলে ছবি পুরো পর্দা জুড়ে দেখা যাবে।
তাহলে আমাদের ফাইনাল ছবি এই রকম হবে ইফেক্ট অনুযায়ী।
এবার Save আইকনে ক্লিক করে সেভ করে রাখুন।
অনেকের হয়ত টিপস টা জানা আছে যাদের জানা নেই তাদের জন্য আজকের টিউন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thankssssssssss