এডিএসএল ইন্টারনেট এ ফেসবুক চ্যাট এ সমস্যা

বন্ধুরা সবাই কেমন আছেন?
আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। এখানে দেখেছি অনেক এ তাদের কোন সার্ভিস ব্যবহারের অভিজ্ঞতা এই ব্লগে শেয়ার করেন, এতে আমরা ঐ সার্ভিস সম্পর্কে অনেকটা ধারনা করতে পারি। আমি আজ আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

আমি অনেকদিন যাবৎ বিটিসিএল এর এ ডি এস এল ইন্টারনেট ব্যবহার করছি, প্রথমদিকে ভালই ছিল কিন্তু বেশকিছুদিন যাবৎ এই সার্ভিস এর যা অবস্থা! সেসব নাই বলি। কিছুদিন হল ফেসবুকে লগইন করছি কিন্তু পেসবুক চ্যাট এ আমাকে লগইন দেখায় না। অপেক্ষা করতে লাগলাম যে ঠিক হয়ে যাবে। 3 দিন পর এম এম সিষ্টেস এ যোগাযোগ করি তারা আমাকে তাদের মুখস্থকথা জানায়, বিটিসিএল ব্যাপরটা জানে তারা কাজ করছে....। কবে নাগাদ ঠিক হবে জানতে চাইলে তারা আমাদের কোন সময় দিতে পারে না। অবশ্য কোন সমস্যায় কোন কাল এ ই তারা কতক্ষন নাগাত ঠিক হতে পারে এ বিষয়ে বলতে পারে নাই। যাইহোক আবার 2 দিন অপেক্ষা করলাম কোন লাভ হল না, আবার নিজের শান্তনার জন্য এম এম এ ফোন করলাম, সেই একই কথা বিটিসিএল কাজ করছে.........................................................

বিটিসিএল এর কাজ শেষ হতে কত সময় লাগবে???

আদৌয় কি বিটিসিএল কাজ করছে না এই সমস্যা সমাধান করার মত জ্ঞান তাদের নাই। যদি এই জ্ঞান তাদের না থাকে তবে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই সরকারের এই টাকা মানে আপনাদের মাসিক বেতন নিতে আপনাদের লজ্ঝা লাগে না। র্নিলজ্জের মত অফিস আসেন কেন?

কিছুদিন আগে সব আই এস পির ইন্টারনেট এ ইউটিউব বন্ধ ছিল বিটিসিএল এর ও ছিল কিন্তু আমি এখন অন্য ইন্টারনেট দিয়ে ইউটিউব ব্রাউজ করতে পারি কিন্তু বিটিসিএল এর লাইনে হয় না।

আমি ও আমার পরিচিত বন্ধুরা মিলে ঠিক করছি আগামি 2 দিনের মধ্যে যদি এই সমস্যা যদি সমাধান তারা না করে, আমরা সবাই বিটিসিএল এর ইন্টারনেট বন্ধ করে দিব এবং আপনাদের ও অনুরোধ করবো যারা আমার মত সমস্যায় আছেন তারা ও বন্ধ করে দিন। যদিও তাতে বিটিসিএল এর কর্মকতাদের কিছু যায় আসে না। ইউজার কমলে তো তাদের আর বেতন কমবে না।

বিটিসিএল এর ইন্টারনেট বিভাগের কারো কন্টাক্ট নম্বর যদি কারো কাছে থাকে দয়া করে কমেন্টস এ দিবেন। কিছু না পারি ঐ র্নিল্জ্জদের একটু শান্তিমত বকাদিতে পারবে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

-দেশপ্রেমিক

Level 0

আমি omimitul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

boss amaro oi akoy problem .
ki je kori bujte parchi na .
vablam eaktu beshi shuvida pabo bole nilam but akhon dekhi
r o beshi ooshubida ….

amio ADSL use kore…Akoi somossa. Maze amer net 17 din off cilo…

ADSL Contact number ….
028834790
028835013
9850280,
9897501,
01978810408,
01972375826,
SMS:01972375725

Level 0

ভাই আমি ADSL ব্যবহার করি , অনেক দিন যাবত আমি Facebook & Youtube এ ঢুকতে পারসি না , আগে ঢুকতে পারতাম । কোন ভাই কি আমাকে Help করতে পারেন ?

Level 0

আপনাদের problem টা আমি বুজতে পেরেছি। এই problem এর solution আমি দিতে পারবো। কিন্তু আমাকে আপনাদের কল দিতে হবে। কারন এইখানে আপনাদের modem এর configaration সম্পর্কে আমাকে একটু জানতে হবে। then আমি solution দিতে পারবো। আমি BTCL এর কোন কর্মকর্তা নই। আমিও BTCL use করি। এই BTCl সম্পর্কে আমি অনেক কিছু জানি। কারন আমি একজন IT Engeneer. আমার নাম্বারটা হল- 01671511320

BTCL আমিও ব্যবহার করি । FACEBOOK ও YOUTUBE এ ঢুকতে আমি Hotspot Shield Launch ব্যবহার করে ঢুকি, আপনারাও ঢুকতে পাড়েন ।
এই সফটওয়্যারটি IP address hide করে।

    Level 0

    boss ami kivabe ai soft ta use korbo..?

      Level 0

      @XahiDon: vai google e search den. Peye jaben. Tarpor online E thaka obosthay install den. Java PC te na thakle eta namiye nibe. tokhon 35 mb er mto khoroch hobe. Install er por security enable kore nin.

আপনি http://hotspotshield.com download করেন ।

Level 0

Thanks tousif rehman Vai. আপনারা সবই tousif rehman ভাই এর Hotspot Shield Launch টা ব্যাবহার করেন। Facebook, Youtube access করতে পারবেন। tousif rehman ভাই আপনার কাছে এইটার crack থাকলে আমাকে একটু send করবেন please……… Email- [email protected]

Level New

এই সফট্ওয়ার এর মাধ্যমে আশা করা যায় সমাধান হবে। খুবই ছোট এবং শুধু ওপেন করে রাখলেই হবে………….
http://www.mediafire.com/download.php?8ic8s8bq1w8a4cj

না ভাই আমার কাছে crack নাই । এই সফটওয়্যারে crack এর প্রয়োজন পড়ে না । আমি প্রায় ৪ মাস ধরে ব্যবহার করছি ।

Level 0

tousif rehman vaia apnake onek thanks. ata to internet exploer a open hoy, kinto ami ke firefox use korte parbo….?

হ্যাঁ পাড়বেন ।