পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ১০টি ডোমেইন নেম

একটি ওয়েবসাইট জনপ্রিয় করতে যেমন তার প্রচারের প্রয়োজন পরে তেমনি সেগুলোর সুন্দর একটি ডোমেইন নেম থাকা বাঞ্চনীয়। ডোমেইন নেম মূলত একটি সাইট হতে আপনার সাইটকে পৃথক করে সবার সামনে তুলে ধরে। ডোমেইন নেম সুন্দর এবং আকর্ষনীয় থাকলে ভবিষ্যতে সেগুলো বেশি দামে অন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা যায়। আজকে এমনই ১০ টি ডোমেইন নেম আপনাদের সামনে তুলে ধরব যেগুলো সবচেয়ে বেশি দামে বিক্রয় করা হয়।

10. Toys.com [2009]


যা $5.1 million ডলারে বিক্রয় হয়েছিল

9. Casino.com [2003]


যা $5.5 million ডলারে বিক্রয় হয়েছিল

8. Israel.com [2008]


যা $5.88 million ডলারে বিক্রয় হয়েছিল

7. Beer.com [2004]


যা $7 million ডলারে বিক্রয় হয়েছিল

6. Business.com [1999]


যা $7.5 million ডলারে বিক্রয় হয়েছিল

5. Diamond.com [2006]


যা $7.5 million ডলারে বিক্রয় হয়েছিল

4. Porn.com [2007]


যা $9.5 million ডলারে বিক্রয় হয়েছিল

3. Fund.com [2008]


যা £9.99 million ইউরোতে বিক্রয় হয়েছিল

2. Sex.com [2006]


যা $14 million ডলারে বিক্রয় হয়েছিল

1. Insure.com [2009]


যা $16 million ডলারে বিক্রয় হয়েছিল

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম ভালোই কিন্তু সিরিয়ালটা সোজা হইলেই তো মনে হয় ভালো হইত কি কন? আর ডোমেইন লিখে আরেকটি ট্যাগ দেন কারন ট্যাগ না মিলায় আমাদের আরো অনেক ডোমেইন নিয়া টিউন থাকার পরও কোনটাই দেখাচ্ছে না।

ভালা টিউন করছো ।হালকা পাতলা জ্ঞান খাইলাম তোমার টিউন থাইক্যা।ভালা ভালা চালাই যাও

Level 0

ধন্যবাদ হাসিব ভাই, জ্ঞান এর পরিধি বাড়ালাম

নতুন ও অন্যরকম সুন্দর টিউন।ভলো লাগলো।ধন্যবাদ হাসিব ভাই।

হুম ভালোই লাগলো তবে । Insure.com কিনে নিবো , আমারে কেউ কি $16 মিলিয়ন ডলার ধার দিবেন । দিলে আমারে মেইল করে ফাহিম@৪২০.কম :D।

    হাসিব ভাই সাবধান, আজকাল টেকটিউন্সে ৪২০.কম প্রবেশ করছে। 🙂

    @শাওন ভাই এলাকার লোক দেইখা কিছু কইলাম না মিয়া 😀 না হলে………………

জটিল টিউন হইছে। ডমেইন সর্ম্পেকে কিছুটা শুনে ছিলাম। আজেক আর বিস্তারিত বুঝলাম। ধন্যাবাদ সুন্দর টিউন এর জন্য : 😀

    আপনাকেও ধন্যবাদ রাসেল….

ট্যাগ টা ঠিক করো হাসিব।
টিউন টা খুব ই ভালো লাগলো।

ASTONISHED HOLAM