এটি আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমা করবেন।
Add-ons টি দিয়ে যে কোনো পেইজ কে PDF,JPEG এবং PNG ফরম্যাট এ সেভ করা যায়।
১. এখানে ক্লিক করে Add-ons টি ডাউনলোড করে নিন এবং Install করুন।
২. Firefox রি-স্টার্ট দিন
এর পর কনো পেজ ওপেন করে মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন Pdf it নামে এক টি অপশন এসেছে।
কাজ টি অনলাইনে অথবা সফট দিয়ে করা যায়। এজন্য নাবিল ভাই এর পোস্ট টি দেখুন।
অনলাইন কনভার্ট করলে হয়ত বাংলা সাইট এর ফন্ট ঠিক নাও আসতে পারে।
আমি রুপম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.techvission.com
দারুন, আমি এই কাজটা করার জন্য যেটা ইউজ করতাম সেটা হলো Web 2 PDF কিন্তু এটার সমস্যা হলো এটা বাংলা লেখার কোন পেজ পিডিএফ করলে বাংলা লেখা সাপোর্ট করেনা। আর এটি ক্রিয়েট করতে চাইলে ওই সাইটে পিডিএফ তৈরি হয় এবং ওখান থেকে ডাউনলোড করতে হয়। ধন্যবাদ