হেই,স্বাগতম আবারো। আমি নেক্সোপিয়ান হাজির হলাম মাউথ অরগান এর নতুন সিজন নিয়ে । এর আগে মাত্র একটি পোস্ট করেছিলাম কিন্তু তাতে ব্যাপক সাড়া পেয়ে পরীক্ষা শেষে বসে গেলাম মাউথ অরগান নিয়ে নতুন পোস্ট লিখতে 😀
আজ টাইপ করতে অস্বস্তি লাগছে । অনেক দিন পর কম্পুর সামনে বসলাম তো 😀 আবার অনেক দিন পর মাউথ অরগান বাজাইলাম 🙂
আজ আমরা কি শিখব তা নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।
আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুন নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে '''দেখো'''!! কারন গিটার , কি বোর্ড এর মত মাউথ অরগান বাজাতে 'ওস্তাদ' লাগে না!! বাসায় বসেই শিখতে পারেন...। পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!
Mouth Organ/Harmonica বাজানো একটি প্যাশন এবং তা হয়ত আপনার আয়ের ও সোর্স হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে। যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই Trend এর প্রচলন লক্ষ করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? চলুন প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক। হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!
আমার প্রথম পোস্ট টি যারা পাননি তারা এইখানে ক্লিক করুন ।
[১ম পোস্ট না পড়লে এই পোস্ট বুঝতে পারবেন না]
আজকে আমরা 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি' এই দেশাত্ববোধক গানটি মাউথ অরগান এ বাজাব। আগের পোস্ট টি পড়া থাকলে নিচের সংকেত গুলো সহজেই বুঝতে পারবেন।
সূর্যোদয়ে তুমি
-5 -5 6 -6 -7 7
সূর্যাস্তে তুমি
7 -8 -7 -6 6 -7
ও আমার বাংলাদেশ
-6 -6 6 -6 -7 -7 -7
প্রিয় জন্মভুমি
-6 -6 6 -6 6 -5
------------------------------------
------------------------------------
------------------------------------[এতো লিখতে ভালো লাগে!! ]
==== বাজাতে সমস্যা হলে আমার বাজানো Music টি আগে শুনুন । এখানে পুরো গানটা বাজানো হয়েছে। ওটা ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন। [On Zippyshare -1.40 MB]
বি.দ্রঃ আমার বাসা নিচ তলায় বলে বাসার পাশ দিয়ে যাওয়া বাইক, এম্বুলেন্স বা গাড়ির হর্ণ উপরের মিউজিক তিতে সংযোজিত হয়ে থাকলে তা মাউথ অরগান এর আও্য়াজ বলে ভুল করবেন না আর মাউথ অরগানটা অনেক দিন পর ব্যবহার হচ্ছে বলে এবং সাউন্ড টা Amplify করা হয়েছে বলে সাউন্ড টা Clear নয়,আশা করি অনাকাঙ্খিত ভুল্গুলো আমার ভুল বলে ধরে নিবেন না। 😉
আর লিখতে ভালো লাগছে না 🙁 আমাদের হারমোনিকা বাংলাদেশ এর ফেসবুক পেজ এখন থেকে Update হবে নিয়মিত। তাই Harmonica Bangladesh এ লাইক দিয়ে হয়ে যান এর সদস্য বাজাতে শিখুন
চমৎকার এই Instrument টি।
আর শীঘ্রই আসছে Mouth Organ এর উপর বাংলা ভাষায় লিখা পূর্ণাঙ্গ ওয়েবসাইট । অপেক্ষা করুন। উপরের স্বরলিপি না বুঝতে পারলে আমাকে facebook এ জানাতে পারেন অথবা লিখতে পারেন নিচের কমেন্ট বক্স এ। 🙂
ভালো থাকবেন আর আপনার পাশের মানুষটিকে ভাল রাখবেন। ধন্যবাদ আবারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''
ki vai buji nai