৬ টি মজাদার ওয়েব সাইট, সময় থাকলে ঘুরে আসুন আপনার ভালো লাগবে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের ক্লান্তিকর একঘেয়েমি চলে আসে , ইন্টারনেটের এমন কিছু আকর্ষনীয় সাইট আছে এই সাইট গুলো থেকে অনেক কিছু শিখা যায় আবার অনেক সাইট আছে একেবারে বাজে তা থেকে দূরে থাকা আমাদের জন্য ভালো।

নেটে ঘুরতে ঘুরতে  ৬ টি সাইট পাইলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে তাই সবার মাঝে শেয়ার করলাম আমার বিশ্বাস সকলের ভালো লাগবে।

১. লিঙ্ক :  ফটোসপ অনলাইন, এই সাইটটি অনলাইন ফটোশপ সার্ভিস । এখানে বিনামূল্যে ছবি এডিট করা থেকে শুরু করে , ছবি বানানো ছবি সংরক্ষণ এবং শেয়ার করা যায়  ।


২. লিঙ্ক : এখানে পুরুষ এবং মহিলার ছবির সাহায্যে মানব দেহের স্বাসযন্ত্র ও মাংশপেশী নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে ।

৩. লিঙ্ক : ফ্লাশ এডিটর , এই সাইটটিতে অতি সহজে যে কোন ছবি এডিট করে এডিটরের সাহায্যে ছবিটিকে মুভির ন্যায় চোখ ও মুখ নাড়িয়ে কথা বলানো বা গান গাওয়ানো সম্ভব ।

৪. লিঙ্ক : টাইপিং ওয়েব, দক্ষ ও পেশাদার টাইপিস্ট হতে আগ্রহীদের জন্য এটি একটি শিক্ষামূলক সাইট। বিনামূল্যে টাইপ শিক্ষাদানের এই সাইটটিতে দুইটি পর্যায়ে টাইপ শিক্ষার ব্যবস্থা দেয়া আছে।

৫. লিঙ্ক : ভোজ মে, এই সাইটের পেজে কোনো শব্দ বা টেক্স লিখে সেটাকে বক্তৃতা আকারে পুরুষ বা নারী কন্ঠে রুপান্তরিত করা যায় ।

. লিঙ্ক : ফ্লাশ ব্যানার মেকার, যদি আপনার কম্পিউটারে অফিসিয়াল ফ্ল্যাশ অ্যানিমেশন ইনস্টল করা না থাকে কিন্তু আপনি প্রযুক্তির সহায়তায় অ্যানিমেটেড ব্যানার বানাতে চান তাহলে এই সাইটটি ভিজিট করুন। এই সাইটটি আপনাকে ব্যানার বানাতে সাহায্য করবে।

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত...

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সামুর থেকে নেয়া। তবুও অনেকদিন পর দেখে ভালো লাগলো

Level 0

jotil!! 😛 thanks

কপি না করলে ভালো হই । তবুও ধন্নবাদ

3,5 & 6 are my favourite websites.

Level 0

nice post brother,