আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছি তারা প্রত্যেকেই জানি ইন্টারনেটে কিছু উল্টা-পাল্টা সাইট আছে যা সুস্থ মস্তিষ্ক বিকাশের পথে বিরাট বাঁধা।আপনার যদি ছোট ভাই থাকে তবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার প্রিয় ভাইটি যাতে ইন্টারনেটের এসব কুপথে না বিচরণ করে।আমার যদিও ছোট ভাই নেই।তবে আমি অন্য আরেকটি পদ্ধতিতে এর স্বদ্যবহার করিয়া থাকি। 😆 মাঝে মাঝে ফ্রেন্ডের পিসি থেকে এসব আজাইরা সাইট ব্লক মাইরা দেই।বেচারা তো আর কাউরে কইতে পারে যে আমি সব সাইটেই ভিজিট করতে পারি কিন্তু শুধু এই এই সাইটে ভিজিট করতে পারি না।নেট আমার হাতের নাগালে থাকে বিধায় সাইবার ক্যাফেতে যাওয়া হয় না।বোধ করি সাইবার ক্যাফে বসা হইলে এই স্বদ্যবহার করিতাম। 😛
👿 চলুন এবার দেখে নেই কীভাবে পিসি থেকে কোনো সাইট ব্লক করবেন। 😈
ব্লক রিমুভ করতে চাইলে আগের মতই Start >Run > C://windows/system32/drivers/etc/hosts > NotePad এ গিয়ে ব্লক করা সাইট গুলো রিমুভ করে Save করে দিন।ব্লক রিমুভ হয়ে যাবে।
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।
Many tnx