নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!

আমরা অনেক
সিসি ক্যামেরা দেখেছি। বিশেষ
করে ইংরেজি সিনেমায় প্রচুর
দেখেছি। ডাই হার্ড-৪
বা দ্যা টুর্নামেন্ট
মুভি যারা দেখেছেন তারা নিশ্চয়
দেখেছেন সিসি ক্যামেরা হ্যাক
করে কতটা ভয়ংকর কর্মকাণ্ড
করা যায়। বিশ্বের অনেক জায়গায়
সিসি ক্যামেরার অবাধ ব্যবহার
হচ্ছে। আমাদের দেশেও হয় কিন্তু খুব
বেশি না।
যাই হোক কেমন হয় যদি মুভির ঐ
হ্যাকারদের মতো আপনিও
সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণ
করেন? খুব মজা হওয়ার কথা তাই না?
ক্যামেরা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ
করাতে পারছেন। ইচ্ছা করলে জুম
করতে পারছেন। আরো কত কি! একবার
তো আমি একটা মার্কেটের ক্যামেরায়
একটা জিনিস চুরি হতে দেখেছিলাম।
কি কি লাগবে হ্যাক করতে? তেমন
কিছুই না। শুধু একটু ভাল নেট স্পিড
হলেই হবে। কারণ
সিসি ক্যামেরা স্কিন আপনার
ব্রাউজারে লোড হতে হবে।
তাহলে চলুন শুরু
করি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ।
সিসি ক্যামেরা যেভাবে নিয়ন্ত্রণ
করবেন:
প্রথমে যান গুগলে। http://
http://www.google.com
তারপর
নিচে দেয়া কোডগুলো থেকে যে কোন
একটা কোড গুগলে সার্চ করুন।
✔ inurl:”CgiStart?
page=”
✔ inurl:/view.shtml
✔ intitle:”Live
View / – AXIS
✔ inurl:view/
view.shtml
✔ intitle:”i-Catcher
Console – Web
Monitor”
✔ inurl:ViewerFrame?
Mode=
✔ inurl:view/
indexFrame.shtml
✔ inurl:view/
index.shtml
✔ inurl:axis-cgi/jpg
✔ inurl:ViewerFrame?
Mode=Refresh
✔ inurl:axis-cgi/
mjpg (motion-
JPEG)
(disconnected)
✔ intitle:”Live
NetSnap Cam-
Server feed”
✔ intitle:snc-rz30
inurl:home/
✔ intitle:”WJ-NT104
Main Page”
✔ intitle:”sony
network camera
snc-p1?
✔ intitle:”Live
View / – AXIS
206W”
এখন এই জাতীয় ওয়েব সাইট
খুঁজে বের করুন।

http://173.190.94.9/CgiStart?

page=Single&Language=0
এখন দেখবেন নিয়ন্ত্রণ করার
প্যানেলসহ ক্যামেরা এসে গেছে।
(কিছু কিছু সাইট নাও কাজ
করতে পারে)
আর হ্যাঁ কোন রকম অনৈতিক কাজের
জন্য আমি দায়ী থাকবো না।:p
ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Faisal Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসান মিয়া তোমার টিউন তো পুরাই কপি পেস্ট মাইরা দিলো এই পোলা,

https://www.techtunes.io/hacking/tune-id/72394

Level 0

khub b

alo

Level 2

=====Faisal Hasan =====
ভাই ভাল কিছু করুন ……..!!!!!!

Level 0

direct copy paste… mane ki?

বাহ্! ভাল তো…! ভাল না…?

Level 0

জি ভাই ফুলকপি আর টুথপেষ্ট ভালই তো।

বাহ্! কি মজা, তো মজা না, তবে এসব করা ভাল না বুঝতে ভাইয়া আর তোমাকে মজা করতে হবে না। এবার এগুলো সব বন্ধ রাখ…………..