প্রথমআলো ব্লগে প্রথম এটা প্রকাশ করেছিলাম। চিন্তা করলাম এখন থেকে টেকি পোস্ট গুলো এখানেই দেব।
তো কথা না বাড়িয়ে শুরু করা যাক.....
প্রথমে আউটলুক এক্সপ্রেস ওপেন করে
tools>option>Maintenance Tab এ যান। এরপর Store Folder এ ক্লিক করুন।
¬এবার এখানে যে আড্রেসটি দেয়া আছে সেটি কপি করে My Computer এ গিয়ে অ্যাড্রেসবারে পেস্ট করে দিন এবং এন্টার চাপুন।
এখানে যে .dbx ফাইলগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ইনবক্স, আউটবক্স, সেন্টবক্সসহ বিভিন্ন ফোল্ডারের মেইল।
এবার নতুন একটি ব্যাকআপ ফোল্ডার তৈরী করুন। .dbx ফাইলগুলো কপি করে এই ফোল্ডারে রেখে দিন।
হয়ে গেল আউটলুক এক্সপ্রেস মেইল ব্যাকআপ।
রিস্টোর করা :
File >Import> Messege এ গিয়ে আপনার আউটলুক এক্সপ্রেস ভার্সন সিলেক্ট করুন (সাধারণত ভার্সন ৬)
এরপর Next বাটন এ ক্লিক করুন। এরপর Browse বাটনে ক্লিক করে ব্যাকআপ ফোল্ডারের লোকেশন দেখিয়ে দিন।
Next এ ক্লিক করে ব্যাকআপ সম্পূর্ণ করুন।
আমি জীবনতরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর
সুন্দর টিউন……ধন্যবাদ