সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট । এখন আপনি ইউটিউবসহ সকল প্রকার সাইটে এক্সেস করতে পারবেন খুব সহজে । আমি টেলিটক ৩জি ব্যবহার করি । গুগল এর কিছু সার্ভিস,ইউটিউব,redirector লিঙ্কসহ আরো অনেক সাইট এ ঢুকতে পারিনাই আগে 🙁 Ultrasurf নামের একটা সফটওয়্যার ব্যবহার করতাম আগে কিন্তু ইদানীং ঐটা কাজ করতেছে না। আজ আপনাদের এক অসাধারণ VPN সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দেই যার নাম হচ্ছে MateVPN এই VPN এর সবচেয়ে বড় সুবিধা হলো এর কোন গৎবাঁধা লিমিট নাই,স্পীড ও পাবেন আপনার ইন্টারনেট স্পীড অনুসারে ...
* এটি মুলত OpenVPN based
প্রথমে OpenVPN ডাউনলোড করে ইন্সটল করুনঃ
৩২ বিট এর জন্যঃ http://swupdate.openvpn.org/community/releases/openvpn-install-2.3.1-I001-i686.exe
৬৪ বিট এর জন্যঃ http://swupdate.openvpn.org/community/releases/openvpn-install-2.3.1-I001-x86_64.exe
* তারপর MateVPN এর Configuration ফাইলটি ডাউনলোড করুনঃ
এই লিঙ্ক থেকেঃ http://www.matevpn.com/MateVPN.zip
* Configuration file টি এক্সট্রাক্ট করুন Matevpn নামে একটি ফোল্ডার পাবেন এটি কপি করে Program Files এর OpenVPN ফোল্ডার এর config এ Paste করুন।
* ডেস্কটপ এ দেখুন OpenVPN GUI নামে একটা আইকন আসছে । ঐটা Run as Administrator দিয়ে ওপেন করুন।আপনি চাইলে আইকন এর Properties এ গিয়ে Compatibility তে গিয়ে Run as administrator মার্ক করে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে বারবার Run as adminstrator দিতে হবে না ।
*টাস্কবার এ দেখুন openvpn এর icon আসছে। রাইট ক্লীক করে কানেক্ট দিন ।।
* Initialization Sequence Completed দেখাবে
ব্যস কেল্লাফতে 😀 নিশ্চিন্তে এক্সেস পেতে থাকুন সকল সাইটে 😛
আমি nvidia™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোস্ট টি পেয়ে খুব ভালো লাগল ভাই।আমার খুবই উপকার এ লাগল। আশা করি সব সময় এমন পোস্ট পাবো।