গুগল ইনকর্পোরেটেড (Google Incorporated) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কম্পানী এবং তাদের গুগল সার্চ ইঞ্জিনের এবং অনলাইন বিজ্ঞাপন সেবার জন্য বিশ্বখ্যাত। এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত। গুগলের মূলমন্ত্র হল "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"। গুগলের নিজস্ব প্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হল "Don't be evil"
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।
১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসাবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন এর কাজ শুরু করেন। তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর চেয়ে নতুন কৌশলে কোন একটা সার্চ ইঞ্জিন যদি বানানো হয়, যেটি ওয়েবসাইটগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক থেকে যদি ফলাফল বের করা যায় তাহলে আরো ভাল ফলাফল পাওয়া যাবে।
১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর ল্যারি পেজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই সাথে নতুন কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থানকে সুদৃঢ়করণের মাধ্যমে নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে। ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি, প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে।
প্রতিষ্ঠাকাল -
মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া (৭ই সেপ্টেম্বর, ১৯৯৮)
সদর দপ্তর -
মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
নেতৃস্থানীয় ব্যক্তিত্ব -
শিল্প -
ইন্টারনেট, কম্পিউটার সফটওয়্যার
রাজস্ব -
১০.৬০৪ বিলিয়ন মার্কিন ডলার ৭৩% (২০০৬)
মোট আয় ৩.০৭৭ বিলিয়ন মার্কিন ডলার ২৯% (২০০৬)
কর্মীসংখ্যা ১৫,৯১৬ (৩০শে সেপ্টেম্বর, ২০০৭)
শ্লোগান -
Don't be evil
ওয়েবসাইট -
----------------------------------------
আমার গুগল ক্রোম নিয়ে টিউন'টি না পড়ে থাকলে এক্ষুনি নিচের লিঙ্ক থেকে পড়ে নিন: -
সবাই ভালো থাকবেন। ............ ধন্যবাদ
সেই শুভকামনায়-
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাবিলের টিউন মানেই ভাল টিউন। শুরুতেই এত কোয়ালিটি টিউন খুব টিউনারই করতে পারছে। আপনার আরো ভালো টিউনের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।