উবন্টুতে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে

অনেক দিন পর ইচ্ছে হল টেকটিউন্স এ একটা পোস্ট দেই। কামরুল ভাই [kamrul_pc (https://www.techtunes.io/tuner/kamrul_pc)] এর একটা পোস্ট দেখলাম (https://www.techtunes.io/help-ask/tune-id/180725) টেলিটক ৩জি এর ব্যাপারে যে উনি লিনাক্সে টেলিটক ৩জি ব্যবহার করতে চাচ্ছেন। rhasan ভাই (https://www.techtunes.io/tuner/rhasanbd) অবশ্য তার কমেন্টে বলেছেন যে কিভাবে উনি লিনাক্সে টেলিটক ৩জি ব্যবহার করতে পারবেন।

আমার মনে হল ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত লিখা যায়। নব্য লিনাক্স ব্যবহারকারীদের জন্য এই পোস্টটা  কাজে লাগবে আশা করি।

এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।

১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম

২. উবুন্টু ১১.০৪ (naty)

৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)

৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)

প্রথমে আপনার গ্রামীনফোনের ZTE MF190 মোডেমে টেলিটক ৩জি সিম ঢোকান এবং আপনার ল্যাপটপে/ডেস্কটপে মোডেম ঢোকান। সব ঠিকঠাক থাকলে আপনার ডেস্কটপে গ্রামীনফোনের আইকন পাবেন।

সবুজ বর্ডার করা আইকনটা দেখেছেন নিচের ছবিতে !!! ক্লিক করুন ঐ আইকনে। আর আডভান্স ইউজাররা নিশ্চই ওই আইকনের মহিমা জানেন। আইকনে কিল্ক করলে একটা মেনু পাবেন। এখন হাইলাইটকৃত “New Mobile Broadband (GSM) connection” মেনু আইটেমে ক্লিক করুন।

উপরের ছবির মত সাজানো অবস্থা না পেলে “Edit Connections…” এ ক্লিক করুন। আসা করি এই উইন্ডোটা কে চেনেন। “Mobile Broadband” ট্যাব সিলেক্ট করুন।

এবার নিচের ছবিগুলির স্টেপ ধরে আগান।

আমি এই APN (Access Point Name) পেয়েছি টেলিটকের সাইট (http://www.teletalk.com.bd/services/mobile_internet_service.php) থেকে।

আবার উবুন্টুতে ফিরে আসি।

দেখুন প্রোসেসিং চলছে.....................

সব ঠিকঠাক থাকলে নিচের স্ক্রীন দেখবেন.........

এবার খুশি !!!!

একটু অ্যাডভান্স ইউজারদের জন্য একটা স্ক্রীন শেয়ার করলাম।

আশা করি পোস্টটা আপনাদের কাজে লাগবে। টেলিটকের যে মোডেমটা বাজারে আছে, ওইটাও একই উপায়ে ব্যবহার করতে পারবেন।

আমি একটা ভিডিও ক্লিপ তৈরী করেছিলাম গ্রামীনফোনের মোডেম দিয়ে উইন্ডোজে কিভাবে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করবেন। লিঙ্কটা হল (http://showrav017.wordpress.com/2013/03/25/use-teletalk-3g-sim-on-grameenphone-zte-mf190-usb-modem-stick-send-ussd-command-to-teletalk-tower-through-mwconn/)

আশা করি খুব শীঘ্রী ভালো আরেকটা পোস্ট দিতে পারব।

Level 0

আমি Simply-Coder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Gp free internet Update (16.4.13) download this soft and again using free net.http://squarebux.com/cb6jqr

Level 0

vai amar modem ta huawai brand er model e1550 nd windows er ta kivabe korbo?

Level 0

vai eta to kivabe balance dekha jay seitar vdo but ami chai 3g setting kivabe kore

Level 0

windows er jonno

Level 0

amar modem e setting kivabe hobe?

    ভাই, আপনার জন্য https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/201966

    এই লিঙ্কটাও দেখেন http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html

      Level New

      আরে ভাই এ রে আমার এত টেনশন নিয়েন না কেউ। লিনাক্স এ নেট চালা পানি পান্তার মত। লিনাক্স এ প্রায় সবগুলা ইন্টারনেট প্রভাইডার এর সেটিং দেওয়াই আছে। মডেম লাগান সেটিং শুধু ওকে করে দেন নেট চালু। শুধু টেলিটক এর সেটিং টা দেয়া নাই। ওটার জন্য শুধু ম্যানুয়ালি সেটিং দিলে নেট চালু হবে। কানেকশন নেম দিবেন Teletalk 3G আর APN দেবেন internet বা wap । কাজ শেষ নেট চালু।

ভাই আমি গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করতেছি ৷ আমার গ্রামীনফোন মডেম এর মডেল MF190 ৷ GP Internet Modem ব্যাবহার করার সময় আমাকে অনেক সময় Account Balance Check করার দরকার হয়। এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। আমাকে সিম খুলে মোবাইলের মাধ্যমে কল করা সহ ইউজেস ও ব্যালান্স জানতে হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে সরাসরি কল করা এবং Account Balance চেক করার জন্য কিছু সফটওয়্যার আছে ও ব্যাবহার করা যায়। কিন্তু সেই সফটওয়্যার দিয়ে MF190 মডেমে কাজ হয় না৷
MF190 মোডেম এর জন্য এই ধরনের কোনও সফটয়্যার আছে কি?
থাকলে দয়া করে জানাবেন অথবা এর জন্য অন্য টিপস দেন………