সবাই তো এখানে অনেক জটিল জটিল বিষয় নিয়ে পোস্ট দেন। আমি জটিল বিষয় পারি না। তাই সহজ পোস্ট ই দেই। পোস্ট শুরুর আগেই বলে রাখি বরাবরের মত কাজ থাকলে এই পোস্ট পড়ার দরকার নেই। শুধু শুধু সময় নষ্ট করার মানে হয় না।
এই পোস্টে বিভিন্ন মজার ছবি যোগ করব। তবে তার আগে কিছু কাজের কথা বলে ফেলি। কাজের কথা একেবারেই না বলা হলে কিরকম লাগে!
কাজের কথা হল একটা ডোমেইন নাম কেনার আগে কি কি বিষয় আপনার চেক করা জরুরী।
১। এই ডোমেইনে আগে কি ধরনের ফাইল হোস্টেড ছিল । ওয়ে ব্যাক মেশিন-http://archive.org/web/web.php দিয়ে চেক করবেন। পর্ন বা হেট ফাইল হোস্টেড ডোমেইন হলে বিরত থাকুন কেনা থেকে।
২। অন্য কোন সাইটের পোস্টে এই ডোমেইন নেম কখনো উল্লেখিত হইছে কি না চেক করেন এটা http://www.dogpile.com/ দিয়ে। ডোমেইন নাম লিখে সার্চ দিন।
৩। গুগল এডসেন্স এই ডোমেইন ব্যান করেছে কিনা চেক করেন - http://ctrlq.org/sandbox/।
৪। কখনো কোন ব্লগ, পাবলিক ফোরামে, সামাজিক যোগাযোগ সাইটে ডোমেইনের নাম দিয়ে ফিডব্যাক চাইবেন না। দেখবেন আপনার আগেই আরেকজন রেজিস্ট্রেশন করে বসে আছে!
আরেকটা কাজের কথা হলো ইউটিউবে এখন ছবি দিয়ে স্লাইডশো ভিডিও বানাতে পারবেন। আপলোড ও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক দিয়ে একেবারে যা তা অবস্থা।
ফটো আপলোড করে ভিডিও তৈরী করতে ইউটিউবের আপলোড এ ক্লিক করেই শুরু করুন। দেশের ভালো ভালো জায়গা গুলো নিয়ে সুন্দর ছবি তুলে এরকম ভিডিও তৈরী করে ছড়িয়ে দিন। এতে বিদেশী পর্যটক আকৃষ্ট হবে, লোকে আমাদের দেশ সম্পর্কে জানবে। এগুলোই তো আসলে দেশের কাজ।
আরেকটা ব্যাপার হলো গুগল ক্রোমে যেকোন অয়েব পেজ পিডিএফ আকারে সেভ করা যায়।শর্টকার্ট CLTR+P চাপলে আসবে প্রিন্টের ডায়লগ। ওখানে ড্রপ ডাউনে গিয়ে সেভ এজ পিডিএস দিয়ে যেকোন অয়েব পেজ পিডিএফ আকারে সেভ করতে পারবেন।
হ্যা। এগুলো থ্রি ডি ওয়ালপেপার। ডাউনলোড করার জন্য থ্রিডিওয়ালপেপারস ডট নেট।
পোস্ট শেষের দিকে। শেষের দিকে এসে আবার কিছু কাজের কথা বলা যাক। ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে স্ক্যাম ছড়ানো হয়। যেমন বলা হয় একটা ছবি দিয়ে এই ছবিতে লাইক দিলে ফেসবুক কতৃপক্ষ এক ডলার করে সাহায্য করবে। কিন্তু আসলে ব্যাপারটা ভুয়া।
ফেসবুকে কোন ছবি দেখলেই শেয়ার দিতে যাবেন না। আগে নিশ্চিত হয়ে নিন ঘটনা সত্যি কিনা। ছবি ইমেজ ইউ আর এল কপি করে গুগল ইমেজ সার্চে খোজে দেখুন ছবির সত্যতা। এছাড়া ব্যবহার করতে পারেন টিনিয়াই।
১।ছবি আকার জন্য ক্লেকি। অনেক ধরনের ব্রাশ আছে।
২।কোন সাইটের ট্রাস্ট লেভেল চেক করুন এটা দিয়ে।
৩।লাইভ অডিও ব্রডকাস্ট করতে এই সাইট।
৪।এই সাইটে মাঝে মাঝে পাসওয়ার্ড পাওয়া যায়।
পৃথিবীর বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কথা আবিষ্কার নিয়ে টেড। টেড ডট কমে দেখা একটা রিসার্চ ছিল এরকম এক লোক দূর্ঘটনায় পা হারাল, আর এক লোক পেল মিলিয়ন ডলার লটারীতে।
এখন পাঁচ বছর পর এদের কে বেশী থাকবে?
অবশ্যই যে লটারীতে টাকা পেয়েছে সে। সাধারন চিন্তায় তাই বলে। কিন্তু হার্বাড সাইকোলজিস্ট ডেন গিলবার্ট দেখাইলেন তাদের দুজনের সুখের পরিমান কয়েকবছর পর সমান।
যার পা ভাঙছে সে ভাঙা পা নিয়ে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেয়। টাকা পাওয়া লোকটাও নিজেকে তার নতুন জীবনের সাথে মানিয়ে নেয়। তাদের দুজনের সুখের পরিমান থাকে সমান।
ড্যান গিলবার্ট দেখাইলেন শুধুমাত্র টাকার কারনেই লোকে সুখী হয় না।
আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগার।
খুবই উপকারী একটা টিউন….