শীঘ্রই আইপি এড্রেস পরিবর্তিত হতে চলেছে

আইপি এড্রেস কি সেটা আপনারা জানেন। আইপি এড্রেস বলতে বেশিরভাগ মানুষই চেনে 172.16.141.88 জাতীয় একটি সংখ্যা। যে পদ্ধতিতে নির্ধারন করা হয় এই আইপি এড্রেস, তাতে আমরা যে পরিমান আইপি পেয়েছিলাম তা অনেকদিন আগেই শেষ হয়ে যেতো, কিন্তু সুচিন্তিত IPv4 পদ্ধতিতে আমরা অনেক বছর ধরেই আইপি এড্রেস ফুরিয়ে যাওয়ার সমস্যা এড়িয়ে যেতে পেরেছি। কিন্তু এখন আর বেশিদিন সম্ভব হবেনা এই জাতীয় আইপি এড্রেস ব্যবহার করা, কারন ফুরিয়ে আসছে অবশিষ্ট আইপি এড্রেস ভাণ্ডার, অবশিষ্ট মাত্র ১০%!

আইপি এড্রেসের মাধ্যমেই বিশ্বের অগনিত ইলেক্ট্রনিক ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে আছে এবং প্রতিটি ডিভাইসের আছে ইউনিক আইপি এড্রেস নম্বর। দিনে দিনে বেড়ে চলেছে নানাবিধ ডিভাইসের সংখ্যা, প্রয়োজন আরো আরো অনেক আইপি এড্রেস। বিশ্বের প্রধান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি চিন্তিত হয়ে পড়েছে, কারন এই হারে চললে অল্পদিনের মধ্যেই নতুন আইপি এড্রেস দেওয়া সম্ভব হবেনা আর।

এর অর্থ কি হতে পারে? অত্যন্ত সরল ভাবে বলতে হলে, ধরা যাক আপনার আমার কমপিউটার, অন্যজনের আইফোন, কারো ওয়েব সার্ভার ইত্যাদি মিলিয়ে সর্বোচ্চ ১০০'টি ডিভাইস ইন্টারনেটে যুক্ত হয়ে আছে। এখন যদি আইপি এড্রেস ফুরিয়ে যায়, তাহলে সীমাবদ্ধ হয়ে পড়বে এই সংখ্যাটি। আমরা আগামী দিনে আরো ডিভাইস কিনলেও একসাথে সবগুলি ইন্টারনেটে যুক্ত করতে পারবোনা কারন আইপি এড্রেস নেই।

তাহলে উপায় কি? অবশ্যই আইপি এড্রেস বাড়াতে হবে, তাইনা? কিন্তু সেটা কি এতোই সহজ হবে? চিন্তিত টেকিরা জানাচ্ছেন যে এই সমস্যাটি Y2K সমস্যার চেয়েও অনেক গুণ বেশী মাত্রায় হতে চলেছে এবং চিন্তার যথেষ্ট কারন আছে। আচ্ছা, ভেবে দেখুন তো, আমাদের মোবাইল নম্বর ১০ কিম্বা ১১ সংখ্যার, তাইনা? মানুষ আরো আরো বেশি মোবাইল ফোন নিতে থাকলে একদিন এটাই প্রায় ১৫ থেকে ২০ সংখ্যার নম্বর হতে পারে। এতোবড় নম্বর মনে রাখাই অসম্ভব হতে পারে অনেকের পক্ষে। কিন্তু উপায় নেই, প্রয়োজন হলে তাই করতে হবে, এবং আইপি এড্রেসের বেলাতেও একই যুক্তি প্রযোজ্য।

আপনারা এখন আইপি এড্রেস বলতে চেনেন 172.16.141.88 মতো একটি সংখ্যা, তাইনা? কেমন লাগবে যখন আগামীদিনে আসবে এমন ধরনের আইপি এড্রেস যেটা দেখতে অনেকটা এইরকম হবে 3FFE:F200:0234:AB00:0123:4567:8901:ABCD। এখন 32-bit'এর বদলে আসবে 128-bit - শীঘ্রই। কেউ আপনাকে জিজ্ঞেস করলে যতো সহজেই এখন বলে দিতে পারেন নিজের আইপি এড্রেস, তখন কি আর পারবেন এতো সহজে বলতে? কিন্তু উপায় নেই, এখন থেকেই প্রযুক্তিপ্রেমীরা এই বিষয়ে জেনে নিতে চেষ্টা করুন কারন এমন ধরনের আইপি এড্রেস আসতে আর বেশি দেরী নেই কিন্তু!

ip_address_structure
[লেখাটি আমার ব্লগে প্রকাশিত হয়েছে]

টেকটিউনসে আজকাল প্রচার অভিযান শুরু হয়েছে বাঙালির উপকার করার নামে নিজেদের ভিতরে একে অপরের ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করতে অনুপ্রানিত করা হচ্ছে। আমার স্পষ্ট প্রতিবাদ - দয়া করে মডারেটাররা এই বিষয়ে নজর দিন, কারন এই নিয়ে দ্বিতীয়বার আমি দেখছি এই জাতীয় টিউন। এটা নিয়মবিরুদ্ধ। অনেক কষ্ট করে এক একজন এডসেন্স একাউন্ট পাচ্ছেন, সেইগুলি কি এইসব আজেবাজে প্রচারাভিযানের কারনে খোয়াতে হবে আমাদের? আমরা বাঙালি, দুর্নীতি চাইনা, মাথা উঁচু করেই বাঁচতে চাই সোজা পথে এবং সৎ পথে। এইসব প্রচার অভিযান বন্ধ হোক! টাকার লোভে যারা এই কাজে লিপ্ত হতে চান তারা করুন, বাকিরা এইসব থেকে বিরত থাকুন। এবং আমি জানিয়েই দিচ্ছি, আমার ব্লগের লিঙ্ক কেউ জানলে দয়া করে ক্লিক করতে যাবেন না।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল তথ্য।thanks a lot…………….

    এখানে কমেন্ট করতে বলেছে। আপনার লিংক লিখতে বলেনি। :@

    ঠিকান এখানে না লিখে প্রোফাইলে লিখুন কাজ দিবে। এটা নো্ফলো লিংক।

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য 🙂 ইদানিং যার ইচ্ছে হচ্ছে সেই টিউন করছে এবং বেশিরভাগ টিউনে শিক্ষনীয় কিছু থাকছেনা। বিষয়গুলো টেকটিউনস্ কর্তৃপক্ষের দেখা উচিত।

Level 2

আপনাকে আবারো ধন্যবাদ গুরুপ্তপূর্ন তথ্য দেয়ার জন্য। নাবিল.আমিন ভাই রিয়া আপু তো সবসময়ই শিক্ষনীয় বিষয় শেয়ার করছেণ তাই না। অসুবিধা কোথায় একটু একটু করে শিখতে। আপনার কথাটিরও অবশ্য যুক্তি আছে। এই বিষয়গুলোর প্রতি অবশ্যই টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত।

আমরা IPv4 32 bits long (4 bytes) থেকে মোট 4 294 967 296 টি আইপি এড্রেস পাই, অপরদিকে IPv৬ 128 bits long (16 bytes) থেকে
1028 (79 228 162 514 264 337 593 543 950 336) টি IPv6 addresses পাই, এই তথ্য থেকে মনে হয় অদূর ভবিষ্যতে হয়তো দুনিয়াতে IP addresses ব্যতীত কোন জিনিসই থাকবে না। ধন্যবাদ।

টেকটিউনসে আজকাল প্রচার অভিযান শুরু হয়েছে বাঙালির উপকার করার নামে নিজেদের ভিতরে একে অপরের ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করতে অনুপ্রানিত করা হচ্ছে। আমার স্পষ্ট প্রতিবাদ – দয়া করে মডারেটাররা এই বিষয়ে নজর দিন, কারন এই নিয়ে দ্বিতীয়বার আমি দেখছি এই জাতীয় টিউন। এটা নিয়মবিরুদ্ধ। অনেক কষ্ট করে এক একজন এডসেন্স একাউন্ট পাচ্ছেন, সেইগুলি কি এইসব আজেবাজে প্রচারাভিযানের কারনে খোয়াতে হবে আমাদের? আমরা বাঙালি, দুর্নীতি চাইনা, মাথা উঁচু করেই বাঁচতে চাই সোজা পথে এবং সৎ পথে। এইসব প্রচার অভিযান বন্ধ হোক! টাকার লোভে যারা এই কাজে লিপ্ত হতে চান তারা করুন, বাকিরা এইসব থেকে বিরত থাকুন। এবং আমি জানিয়েই দিচ্ছি, আমার ব্লগের লিঙ্ক কেউ জানলে দয়া করে ক্লিক করতে যাবেন না।

আপু আপনার এই কথার সাথে আমি একমত। আপু ধন্যবাদ ভাল টিউনের জন্য।

যখন CCNA কোর্স করছিলাম তখন জেনেছিলাম শীঘ্রই IPV6 আসছে …. তবে এত তাড়াতাড়ি আসবে ভাবি নাই …… দেখি আইপি এ্যাড্রেসিংটা আরেকবার প্র্যাকটিস করতে হবে বলে মনে হয়।

আসুক… ঠেকায় পড়লে সবকিছুই সম্ভব।
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

রিয়া আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দেওয় সুন্দর তথ্যের জন্য।

“টেকটিউনসে আজকাল প্রচার অভিযান শুরু হয়েছে বাঙালির উপকার করার নামে নিজেদের ভিতরে একে অপরের ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করতে অনুপ্রানিত করা হচ্ছে। আমার স্পষ্ট প্রতিবাদ – দয়া করে মডারেটাররা এই বিষয়ে নজর দিন, কারন এই নিয়ে দ্বিতীয়বার আমি দেখছি এই জাতীয় টিউন। এটা নিয়মবিরুদ্ধ। অনেক কষ্ট করে এক একজন এডসেন্স একাউন্ট পাচ্ছেন, সেইগুলি কি এইসব আজেবাজে প্রচারাভিযানের কারনে খোয়াতে হবে আমাদের? আমরা বাঙালি, দুর্নীতি চাইনা, মাথা উঁচু করেই বাঁচতে চাই সোজা পথে এবং সৎ পথে। এইসব প্রচার অভিযান বন্ধ হোক! টাকার লোভে যারা এই কাজে লিপ্ত হতে চান তারা করুন, বাকিরা এইসব থেকে বিরত থাকুন। এবং আমি জানিয়েই দিচ্ছি, আমার ব্লগের লিঙ্ক কেউ জানলে দয়া করে ক্লিক করতে যাবেন না।”

আমি এই কথার সাথে একমত।

Level 0

শ্রদ্বেয় আপু, সালাম সহ লিখছি। পূর্বে UDP, এরপর TCP/IP এর IPv4 এবং বর্তমানে IPv6 ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে হয়ত IPv() বের হতে পারে। যেটা আরও সুবিধা প্রদান করবে, আকারে ছোট হবে এবং Transmission ব্যবস্থা সহজ ও সুন্দর করবে। ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

আপনার লেখাটা খুব ভালো লাগলো। কিন্তু…………..
(বলে রাখি:- ব্লগে আমি নতুন তাই ভুল হলে ক্ষমা করবেন।)
কেউ কোন বিষয়ে লিখলে (ইন্টারনেটে মানে ব্লগে) বা কাউকে কোন বিষয়ে জানাতে চাইলে কিভাবে জানাবে যদি কোথাও কোন লিংক না দেয়।
আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।

    আপনার প্রশ্ন আমার কাছে পরিষ্কার হয়নি। দয়া করে আরেকটু পরিষ্কার করে বলবেন?

Level 3

সুন্দর টিউন।
ধন্যবাদ।

সুন্দর টিউন।
ধন্যবাদ।

Level 0

very nice