Naturalbd.com থেকে Internet Download Manager দিয়ে ৭০০/৮০০ কেবিপিএস এ ডাউনলোড করুন…।। ( ISPROS ব্রডব্যান্ড ইউজারদের জন্য )

হাই বন্ধুরা, আসসালামুআলাইকুম। আশা করি সবাই খুব ভাল আছেন।

শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজারদের জন্য

naturalbd.com নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম এর আগে। ওখানে দেখিয়েছিলাম যে টরেন্ট এ কি রকম স্পীড ওই সাইট  টাতে।

এই পোস্ট এ আমি ওই  naturalbd.com এর আর একটা সুবিধা দেখাব। আশা করি আপনাদের ভাল লাগবে। সেটা হল  Direct Download সিস্টেম।

আগের পোস্ট এ দেখিয়েছিলাম যে আমি টরেন্ট ক্লায়েন্ট দিয়ে কি রকম স্পীড এ ডাউনলোড করি। আজ দেখাব  naturalbd.com থেকে  Internet Download Manager দিয়ে কিভাবে ওই একই স্পীড এ নামাতে পারবেন সবকিছু।

এই সাইট  টি তে ঢুকুন। তারপর  Torrent Download এ ক্লিক না করে  Direct Download এ ক্লিক করুন।

তারপর এই রকম একটি পেজ দেখতে পারবেন।

বামপাশের ক্যাটাগরি থেকে প্রয়োজনীয় যেমন গেমস, মুভি, মিউজিক ভিডিও, সফটওয়্যার  এ ক্লিক করুন আর ডাউনলোড করুন ইচ্ছামতো।

নিচে কয়েকটা আমার করা ডাউনলোড এর স্ক্রীনশর্ট দিলাম। দেখে নিন কি রকম চোখ ধাঁধানো স্পীড............

Level New

আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai, zoom ultra use kori eita ki broadbrand?

    Level 0

    @mana: :p যিনা । এটা 3G মডেম। broadbrand শুধু তার ।

    Level New

    @mana: না রে ভাই ওটা ব্রডব্যান্ড কনেকশন না। ব্রডব্যান্ড হল কেবল সংযোগ দিয়ে যে ইন্টারনেট লাইন দেয়া হয় ওইটা

      Level 0

      @kamrul_pc:
      DONNOBAD

        Level New

        @mana: আপনার কি কাজ হইছে ভাই????

tune ta dekhe khub valo lagse…agrohi hoye try korlam but kichui hoilo na

Level 0

Vola uchit silo… BDIX er under e jei sob ISP ase oi gula te hobe… amar ISP BDIX er under e na… tai hoy na

Level 0

baiya ami brodband user.ami naturalbd thake kivabe high speed a download korte parbo.plzzz plz plz help me

    Level New

    @hridoy63: ভাই আমারটা হল ISPROS এর কানেকশন। আপনার টার নাম কি?

কাজ হয় না । আমি দেখেছি।

Level 0

হইলো না আমার নেট দিয়ে। আমি Broadband ব্যবহার করি।

    Level New

    @Rockers: সরি ভাই ISPROS কানেকশন লাগবে

Level 0

tahole kivabe hobe.bole dite to hobe.tahole a rokom post dawar ki mane………….

    Level New

    @hridoy63: সরি ভাই ISPROS কানেকশন লাগবে

bdix er sathe jukto isp chara hobena.. r sob isp same speed deyna.

এটা একটা hfs Server.এখান থেকে শুধু IS Pros User রা download করতে পারবে।

ধন্যবাদ ভালো একটি বিষয় শেয়ার করবার জন্য। আমার ব্রডব্যান্ডে আমি রেগুলার স্পিড পাচ্ছি মানে স্পীড ভালোই পাচ্ছি। এটা কি কোন টরেন্ট সাইট ?

    Level New

    @এলিন: হ্যাঁ টরেন্ট সাইট। টরেন্ট ডাউনলোড এর জন্নে Torrent Download এ ঢুকতে হবে। আর Direct ডাউনলোড করতে Direct Download এ ঢুকতে হবে।

      @kamrul_pc: ধন্যবাদ। টরেন্ট ডাউনলোড ও কি একই স্পীডে পাবো?

Level 2

কাজ হয় না।ভুয়া।আমিও Broadband use করি।

    Level New

    @TANVIR: ভাই ISPROS এর ব্রডব্যান্ড কানেকশন লাগবে

Level 0

শুধু তারের Broadband use করলেই হবে না, নির্দিষ্ট ISP-এর লাইন হতে হবে, যেমন- শাহবাগে IT Future। Natural BD লোকাল ডাউনলোড সার্ভার

Level 0

ওদের FTP সার্ভার দিয়ে বলে ৭০০/৮০০ কেবি download speed । ফালতু পোষ্ট……

    Level New

    @DK: আরে ভাই না রে এটা আমার FTP সারভার না। FTP সারভার তো emule. আজগুবি কথা বাত্রা বলেন কেন। ISPROS কানেকশন আপনার পরিচিত কারও থাকলে চেক করে এসে তারপর বলিয়েন যে এটা ফালতু পোস্ট।

Level 0

ভুয়া পোস্ট……………। আমিও তো আমার ব্রোডব্যান্ডের FTP তে মিনিমাম 5 MBps Download Speed Pai…………..:)

    Level New

    @srizon: হ্যাঁ ভাই তা আপনি ওইটা কারও সাথে শেয়ার করলেন কই। আর এটা ISPROS কানেকশন এ প্রযোজ্য। শুধু লেকচার শিখছেন। এটা আমার এফ টি পি সারভার না। এফ টি পি সারভার এ কি কোনদিন টরেন্ট থাকে??? আমাকে তো একটা সারভার দিছে emule এর জন্য। ওখানে অ্যাড্রেস আর পোর্ট বসিয়ে ডাউনলোড করা লাগে। কই এখানে ওগুলা বসানো লাগে না। তাইলে এটা আমার কানেকশনের এফ টি পি সারভার হইল কেমনে? এই সাইট থেকে ISPROS দিয়ে ভাল স্পীড পাওয়া যায় এই আর কি। আবল তাবল বলেন কেন???

      ISPROS কানেকশন এটা আবার কি?

Level 0

হাহাহা কাজ কেমনে হইবো.. এইটা তো বিজ্ঞাপন করতাছে…. 😛

    Level New

    @Zahid: এই মাগির পোলা কই থেকে আসছে রে। সব জায়গায় দেখি একটাই ডায়লগ মারে ভুয়া পোস্ট। ভাই রে তোর খেয়ে দেয়ে কাজ নেই আর। বিজ্ঞাপন মানুশ এই ভাবে করে। গাধা কোথাকার। জীবনে তো একটা পোস্ট এ লিখতে পারবি না শুধু তোর এই ডায়লগ মাইরা যাইতে হইব। আমার কিসের এমন অভার পড়ল যে এত কষ্ট করে ভুয়া পোস্ট লিখতে যাব। আজাইরা পেঁচাল……।

      @kamrul_pc:ভাই শুনুন,এভাবে গালিগালাজ করে টিটির পরিবেশ নষ্ট করবেন না।আর এভাবে কাওকে মানসিকভাবে হ্যারাশমেন্ট করবেন না,প্লিজ।

        Level 0

        @Iron maiden: ভাই পরিবার থেকে যা শিক্ষা পাইছে সেটাই তো প্রয়োগ করবে…

        Level New

        @Iron maiden: আরে ভাই এর আগে একটা পোস্ট করলাম ওই ভাই ওখানেও যেয়ে বলতেছে ভুয়া পোস্ট, অ্যাড নাকি আমি দিতেছি। বলেন তো মেজাজ টা খারাপ হয় না।

      Level 0

      @kamrul_pc: বাহ্ আপনি তো চমৎকার গালি দিতে পারেন.. আপনি তো আপনার পরিবার থেকে ভালই শিখেছেন… এইটা যেহেতু আপনার পরিবার থেকে শিখা তাই আপনাকে আর কিছু বল্লাম না.. আপনার পরিবারে কি এইরকম গালি প্রতিদিন হয় নাকি.. তবে আপনার আম্মু আর আব্বুকে বলবেন আরোও নোংরা নোংরা গালি শিখিয়ে দিতে…

আপনারা যা বলছেন সেটা ঠিক, আবার উনি টিউনে যা লিখেছেন সেটাও ঠিক। মূলবিষয় হল আপনার ইন্টারনেট লাইন আর naturalbdর ইন্টারনেট লাইন উভয়ের মূল প্রভাইডার যদি এক হয় সেক্ষেত্রে আপনি এই গতি পাবেন। যেমন আমি খুলনায় আমার অফিসে Link3র লাইনে এই স্পীড পাচ্ছি। কিন্তু বাংলালায়নে পাচ্ছিনা।

    Level 0

    মোস্তফা আরাফাত ভাই, আপনি কোন লাইন ব্যবহার করেন ? আর কোন সাইট ব্যবহার করেন ? আমি খুলনায় থাকি। আমি ব্রডব্যান্ড ইউজ করতে ইচ্ছুক। আপনি যে লাইন ব্যবহার করেন, তাদের অফিসিয়াল Website এর লিন্কটা দেবেন প্লীজ।

      @মঈন: ভাই আপনি মনে হয় আমার মন্তব্য ঠিকভাবে বুঝতে পারেননি। আমি বলেছি যে আমার অফিসে naturalbd থেকে ডাউনলোড করলে বেশি স্পীড পাই, কিন্তু বাসাতে পাইনা। অফিসে Link3র লাইন আর বাসায় বাংলালায়ন। আমি নিজে naturalbd থেকে ডাউনলোড করিনা। এই টিউনে naturalbdর নাম দেখে সাইটটি থেকে ডাউনলোড করে স্পীড টেস্ট করে মন্তব্য করেছিলাম মাত্র। আমি নিজে doridro.com থেকে ডাউনলোড করি। এটাই আমার কাছে ভাল লাগে। Link3র ওয়েব অ্যাড্রেস link3.net

        Level 0

        ভাই আমি বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ।

Level New

ভাই এ রা আমার আমি প্রথম এ ISPROS কানেকশন এর কথাটা উল্লেখ করে দিয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম যদি অন্য ভাইদেরও কাজ হয় সে জন্য টাইটেল টা পরিবর্তন করে দিয়েছিলাম। এটা ISPROS ব্রডব্যান্ড কানেকশন এর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে আপনাদের এই সমস্যা দূর করতে পোস্ট টা আমি আপডেট করতেছি।

Level 0

ভাই কাজ হয় না। ‍‌‍‌তবে আমার সার্ভার মিডিয়া থেকে ওই রকম স্পিড পাই।

Level 5

site ti valo laglo but updated content kom aro beshi dile protidin du martam ..

    Level New

    @Tanvir: Upload নামে একটা ট্যাব আছে ওখানে দেখবেন আরও প্রচুর কালেকশন আছে।

Level 0

@kamrul_pc: ei dhoron er altu faltu post kore manusher shomoy noshto koren kno? apni kokhono smile.net use korechen? etaw kintu ftp.

    @srizon:যেতে পারছি না।

      Level New

      @Iron maiden: আরে ভাই আমি তো বলছি যে ISPROS ইউজার দের জন্য এটা। অযথা কথা বাড়ান কেন?

        আরে আপনাকে তো বলিনি ভাই।

BSNL droadband e ki kaj habe?

    Level New

    @avijitsarkar: না। ওটার জন্য অন্য সাইট চেষ্টা করুন

Level New

সকল ভাইদের বলছি প্লিজ যাদের ISPROS ব্রডব্যান্ড কানেকশন শুধু তারা চেক করেন। এটা ছাড়া অন্য ব্রডব্যান্ড লাইনে এই পদ্ধদিতে ডাউনলোড হবে না। প্লিজ অন্য লাইন দিয়ে চেক করে ফেইল মেরে ভুয়া পোস্ট এতাকে বানাবেন না। ISPROS লাইনের কোন ভাই যদি এই পদ্ধদিতে ফেইল মারেন আমি সমস্ত অপরাধ মাথা পেতে নেব।

yahooooo…….900+ KB/s …..thanks vi……..ami ISPRo ar user……….
vi r kono site ase …..janaben?

    Level New

    @সিহান: আরে ভাই আপনি তো তাইলে সাকসেস ফুল হইছেন তাহলে। TORRENT বা DIRECT ইচ্ছামত ডাউনলোড করেন তাহলে। ওখানে যতগুলা ফাইলে আছে অগুলা নামাইয়া বুড়া হন আপাতত। পরে যদি কোন সাইট পাই জানাব ইনশাল্লাহ।

আমি zxonlinebd এর লাইন চালাই।তাহলে আমি কি পারব।আর আমকে কিছু movie download server link দেন।প্লিস ভাই কারো জানা থাকলে দেন

    Level New

    @safiqulraihan: ভাই ওই লাইনের কাউকে জিজ্ঞেস করেন। আমার জানা নাই আপাতত। আপনি কি ইমুল চালান???

    Level New

    @safiqulraihan: গুগল এ zxonlinebd এর ফোরাম সার্চ করুন ওখানে থাকতে পারে।

IS Pros একটু বুঝিয়ে দিননা,প্লিজ। 🙁

    Level New

    @Iron maiden: এটা একটা ব্রডব্যান্ড ISP ( Internet Service Provide) এর নাম।

ভাইয়া আমি BTCL চালাই আমি ত পারছিনা, আমার জন্য কি কিছু নাই?

    Level New

    @saad rahman: গুগল এ বিটিসিএল ফোরাম সার্চ করুন ওখানে থাকতে পারে।

vai ami agami month theke broadband line nibo…ami jatrabari,dhaka te thaku..ki vabe bujhbo jader theke line nibo oder libe ISPROS er under e naki?

Level New

ওদেরকে জিজ্ঞেস করবেন যে এটা কোন কানেকশন। তা ছাড়া আরেকভাবে বুঝা যায়। ubuntu.com থেকে উবুন্টু এর একটা লাইভ Distribution অর্থাৎ একটা ISO ফাইল নামাবেন। যদি দেখেন যে ফাইল টা IDM দিয়ে ১.২৭ অর সামথিং এমবিপিএস ( MBps) এ ডাউনলোড হচ্ছে তাহলে বুঝবেন যে ওটা ISPROS এর লাইন। কারণ ISPROS উবুন্টু কে মিরর করে রেখেছে। আর এক ভাবে বোঝা যায়। ব্রাউজার এ unknown address যেমন http://nartlod.cpn/ এইরকম বা এইটাই পেস্ট করে ইন্টার দিন। তাহলে একটা এরর পেজ আসবে। ওখানে আপনার ISP এর নাম দেখতে পারবেন। যেমন

The requested URL could not be retrieved

While trying to retrieve the URL: http://nartlod.cpn/

The following error was encountered:

Unable to determine IP address from host name for nartlod.cpn

The dnsserver returned:

Name Error: The domain name does not exist.

This means that:

The cache was not able to resolve the hostname presented in the URL.
Check if the address is correct.

Your cache administrator is [email protected].

Generated Tue, 16 Apr 2013 20:40:51 GMT by proxy02.ispros.com.bd (squid)

আমার টা Ispros এর জন্য এরকম দেখাচ্ছে আমাকে।

    Level 0

    @kamrul_pc: আমি পূর্ব রামপুরাতে থাকি। আমার কী ISPROS ব্যবহারের সুযোগ আছে? যদি থাকে তাহলে তাদের কনট্যাক্ট নাম্বার টা দিলে খুব উপকৃত হতাম।

Vai, amra tnt bcube use karira kichu pabona? emon kichu ki nai? Colen shobai share er bebostha kori. ar age theke thakle janaiyen…

Level 0

ভাই, Ispros কি FTP support করে ? আপনি কোন এলাকায় থাকেন আর Ispros এর মত অন্য কোন service provider এর নাম জানা থাকলে, একটু কস্ট করে Reply দিয়েন।

Level New

হ্যাঁ ভাই FTP সাপোর্ট করে। আমি থাকি ধানমন্ডি তে। ভাই ispros এ তো স্পীড কম অনেক আর সারভার কালেকশন অনেক কম। অন্য লাইন গুলোর সারভার এর চরম স্পীড। আমার অনেক ফ্রেন্ড আছে ওরা বলে ওরা নাকি সারভার থেকে ১০ এমবি পি এস মুভি, গেমস ডাউনলোড করে।