টেক টিপস [পর্ব-৩] :: বের করুন কোন ইমেল এড্রেসের পিছনের ব্যাক্তিকে

বের করেন কোন ইমেল এড্রেসের পিছনের লোক কে!

যারা ইমেলে নিয়মিত হুমকি টুমকি পান তাদের কাজে লাগবে।

 

১। প্রথমে সোজা হিশাব ইমেল এড্রেস কপি করে সার্চ ইঞ্জিন গুলোতে খোঁজ দ্য সার্চ চালান।

২। ফেসবুকে সার্চ দিন।

৩।ফেসবুকে প্রোফাইল পেলে প্রোফাইল পিকচার ডাউনলোড করে গুগল ইমেজ সার্চ দিন।

 

৪। ইমেলের হেডার খুলে(জিমেলে রিপ্লাইয়ের পাশে শো অরিজিনাল, ইয়াহু তে ভিউ ফুল হেডার, আর আউটলোকে ভিউ মেসেজ সার্চ) Received: from খোঁজে(Cltr+F) বের করুন। এর পাশে পাবেন সেন্ডারের আইপি এড্রেস। এখন আইপি আড্রেস দিয়ে (http://www.yougetsignal.com/tools/visual-tracert/) লোকেশন খোঁজ করুন।

 

৫। ইমেল এড্রেসের ইউজার নেম(xample@এক্স এক্স.কম হলে xample টা ইউজার নেম) দিয়ে এখানে(http://knowem.com/) খোঁজ করুন।

৬। সবশেষে সোজা ইমেল এড্রেস দিয়ে এখানে(https://pipl.com/) এবং এখানে(http://www.spokeo.com/email-search) খোঁজ চালান।

এবং পেয়ে যান কে ইমেলের পিছে এবং কই থিকা হুমকি দিচ্ছে। আরো অনেক গুরুত্বপূর্ন তথ্য পেয়ে যেতে পারেন।

Level 0

আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek valo tune, Thanks

tnks,,, kaje ashbe

কাজে লাগবে মনে হচ্ছে। ধন্যবাদ।

Level 0

কাজের টিউন।