ব্লক করা ওয়েব সাইট যেমন ইউটিউব, আমারদেশ ইত্যাদি ভিজিট করুন আরামচে, ১০০% নিশ্চিত!
ইরান, চায়না সহ যেসব দেশের সরকার শত শত বিদেশী ওয়েব সাইট ব্লক করে রেখেছে সেইসব দেশের ব্লগারদের জন্য আমেরিকার সিআইএ 'র একটি বিশেষ প্রজেক্টের অধীনে তৈরি হয় ক্ষুদ্র (১.৮ মেগা বাইট) কিন্তু ১০০% নিশ্চিত ভাবে এই আইপি বাইপাস সপ্টঅয়্যারটি। আর এর নাম হলো আল্ট্রাসার্ফ (ultrasurf) .
সাথে বাড়তি পাবেন:
---------------------
১. আইপি এড্রেস হাইড
২. Location Hide
৩. IDM support for Youtube download
চলুন দেখি কিভাবে useকরব:
------------------------------
১. প্রথমে এখান থেকে আল্ট্রাসার্ফ (ultrasurf) ডাউনলোড করে নিন (২ মেগা বাইট থেকেও ছোট) ।
http://ultrasurf.us/download/u.zip
২. জিপ ফাইলটা এক্সট্রাক্ট করুন এবং এক্সট্রাক্ট হওয়া u1208.exe এর উপর ডাবল ক্লিক করে সেটি ওপনে করুন। নীচের মত ছোট একটি উইন্ডো আসবে, এটাকে মিনিমাইজ করে দিন। যদি Internet Explorer ওপেন হয় তাহলে Close করে দিন।
৩. এরপর Mozila Firefox---> Tools---> options----> Advanced এ যান এবং এখান থেকে Network Tab সিলেক্ট করে Connection অপশনের Settings বাটনে ক্লিক করুন।
৪. সেখান থেকে Use System Proxy Settings সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে করে বেরিয়ে আসুন।
এবার ইন্টারনেটের বিশাল দুনিয়ায় প্রবেশে আপনার সামনে আর কোন বাধাঁই রইলনা।
নিশ্চিত হতে নীচের ঠিকানায় ঢু মেরে দেখতে পারেন।
http://www.youtube.com
আমি maxit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ata browsing speed slow kora dae