আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিতে আমি আমার তৃতীয় tune টি শুরু করছি ।
আমি মনেকরি আমার এই tune টি not only for the muslims but also for all , I mean সবার পরা দরকার ।
কারণ আজকাল খাটি জিনিস এর নাম দিয়ে যে ভেজাল এর নির্লজ্জ প্রদর্শনী শুরু হয়েছে তাও আবার not only in bangladesh but also the worldwide তাতেই বর্তমান বিশ্বে মুসলমান জাতির ভবিষ্যত বরই অন্ধকার ( যদি সতর্ক না হওয়া যায় ) ।
কিভাবে জানেন ? তাহলে একটু সময় নিয়ে এবং ঠান্ডা মাথা নিয়া শুনেন ।
আজকে সকালে যখন মেইল চেক করলাম তখন দেখলাম যে আমার USA প্রবাসী বড় অপু একটি মেইল পাঠিয়েছেন যা পরে আমার আতঙ্কিত হওয়া ছাড়া অন্য কনে উপায় রইলো না ।
আর মেইল তিতে যা ছিল তার মোটামুটি অর্থ হলো, আজকাল ধিকৃত এবং অভিশপ্ত ইহুদি জাতি মুসলমানদেরকে সুকৌশলে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করার জন্য কিছু ভুয়া website তৈরী করেছে এবং যথাসম্ভব সেগুলোর প্রচার ও চালাচ্ছে ।
এই সমস্ত website গুলোতে মহান আল্লাহ, তার সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ (সা:) ebong তার উপর প্রেরিত কিতাব পবিত্র কুরআন শরিফ এর উপর বিকৃত এবং মনগড়া তথ্য দেয়া আছে যা আমার কাছে মুসলমানদের উপর পরোক্ষ ভাবে আঘাত হানার মতই ।
এই সমস্ত website গুলোর মূল উদ্দেশ মূলত এটাই যে মুসলমানদেরকে ইসলামী শিক্ষার নামে ভুল এবং বানোয়াট তথ্য দিয়ে তাদের ইমান কে নষ্ট করে দেয়া এবং তাদেরকে ছল করে , মিথ্যা তথ্য দিয়ে অন্যায় এবং নিষিদ্ধ কাজের দিকে ধাবিত করা ।
তো email টি আমি যা যা জেনেছি তা আমি আপনাদের কে একটি website এর মাধমে প্রকাশ করলাম
আপনারা দয়া করে site তিতে যান এবং এই বেপারে আপনাদের বন্ধু-বান্ধব , পরিবার পরিজন দের কে অবহিত করুন । মহান আল্লাহ আপনাদের সহায় হউন । আমিন ।
আর একটি কথা, আপনারা যারা যারা মূল ইমেইল টি পেতে চান অথবা এর pdf version চান (যাদের internet line নেই ) তারা আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায় ।
So beware of fake items fore ever. Thanks.
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
ভালো টিউন তথ্য দেয়ার জন্য ধন্যবাদ আপনার কথা ১০০% সত্যি |