ফ্রি SMS নিয়ে টিউনগুলো অনেক দেখলাম। অনেক সাইট আছে যারা গ্রাহকদের ফ্রি SMS পাঠানোর সেবা দিয়ে থাকে । তবে কোন না কোন সীমাবদ্ধতা থাকবেই । যেমন Wadja, kuripotxt, pinoywap এর কথাই বলি। এই সাইটের মাধ্যমে ফি SMS পাঠানো যায় ঠিকই কিন্তু এর ব্যপক সীমাবদ্ধতা আছে যা আমাকে ব্যপক ভাবে বিরক্ত করেছে । আর একটা সীমাবদ্ধতা হল সর্বোচ্চ ৫ টির বেশী SMS পাঠানো যায় না এবং SMS পাঠানোর জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে । এই সব ঝামেলার কথা চিন্তা করেই আমার আজকের টিউনটি করা । এখানে ক্লিক করে সাইটি দেখুন
১. কোন রেজিস্ট্রেশন করতে হবে না ।
২. আনলিমিটেড ফ্রি sms পাঠাতে পারবেন ।
৩. সর্বোচ্চ ১৬০ ওয়ার্ডের sms মানে একটি স্টান্ডার্ড সাইজের sms পাঠাতে পারবেন ।
৪. সার্ভার ডাউন হয়ে থাকে না ।
৫. ফ্রী text SMS পাবেন এবং Copy করে sms পাঠাতে পারবেন ।
৬. Wadja বা Facebook দিয়ে sms পাঠালে নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা আসে যেমনঃ http://www.wadja.com/hasib07 । কিন্তু এই সাইটের মাধ্যমে sms করলে যার কাছে sms সেন্ড করবেন তার মোবাইলে কোন সাইটের ঠিকানা যাবে না । শুধুমাত্র মূল sms টি চলে যাবে । আপনি নিজেও কয়েকটি sms পাঠিয়ে ট্রাই করতে পারেন এই সাইট টির মাধ্যমে আনলিমিটেড sms করা যায় কি না
SMS পাঠানোর সিস্টেম আশা করি সবাই পারেন তবুও বলে দিচ্ছি প্রথমে দেশের কোড বাংলাদেশের জন্য +88 লিখে 017********** লিখুন এবং সেন্ড করুন ।
আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আহা কি আনন্দ আকাশে বাতাসে! http://tonginews.com
আচ্ছা এইরকম কোন সাইট আছে যাকে এসএমএস করা হচ্ছে সে উত্তর দিলে দেখা যাবে