আনলিমিটেড SMS পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে তাও আবার বাংলাদেশী সাইট থেকে

ফ্রি SMS নিয়ে টিউনগুলো অনেক দেখলাম। অনেক সাইট আছে যারা গ্রাহকদের ফ্রি SMS পাঠানোর সেবা দিয়ে থাকে । তবে কোন না কোন সীমাবদ্ধতা থাকবেই । যেমন Wadja, kuripotxt, pinoywap এর কথাই বলি। এই সাইটের মাধ্যমে ফি SMS পাঠানো যায় ঠিকই কিন্তু এর ব্যপক সীমাবদ্ধতা আছে যা আমাকে ব্যপক ভাবে বিরক্ত করেছে ।  আর একটা সীমাবদ্ধতা হল সর্বোচ্চ ৫ টির বেশী SMS পাঠানো যায় না এবং SMS পাঠানোর জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে । এই সব ঝামেলার কথা চিন্তা করেই আমার আজকের টিউনটি করা । এখানে ক্লিক করে সাইটি দেখুন

এই সাইটের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেনঃ

১. কোন রেজিস্ট্রেশন করতে হবে না ।
২. আনলিমিটেড ফ্রি sms পাঠাতে পারবেন ।
৩. সর্বোচ্চ ১৬০ ওয়ার্ডের sms মানে একটি স্টান্ডার্ড সাইজের sms পাঠাতে পারবেন ।
৪. সার্ভার ডাউন  হয়ে থাকে না ।
৫. ফ্রী text SMS পাবেন এবং Copy করে sms পাঠাতে পারবেন ।
৬. Wadja বা Facebook দিয়ে sms পাঠালে নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা আসে যেমনঃ http://www.wadja.com/hasib07 । কিন্তু এই সাইটের মাধ্যমে sms করলে যার কাছে sms সেন্ড করবেন তার মোবাইলে কোন সাইটের ঠিকানা যাবে না । শুধুমাত্র মূল sms টি চলে যাবে । আপনি নিজেও কয়েকটি sms পাঠিয়ে ট্রাই করতে পারেন এই সাইট টির মাধ্যমে আনলিমিটেড sms করা যায় কি না

SMS পাঠানোর সিস্টেম আশা করি সবাই পারেন তবুও বলে দিচ্ছি প্রথমে দেশের কোড বাংলাদেশের জন্য +88 লিখে 017********** লিখুন এবং সেন্ড করুন ।

Level 0

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আহা কি আনন্দ আকাশে বাতাসে! http://tonginews.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা এইরকম কোন সাইট আছে যাকে এসএমএস করা হচ্ছে সে উত্তর দিলে দেখা যাবে

ভাই এই সাইট টি http://for-ever.us/ এই সাইটের ই বেজ দিয়ে তৈরি করা হয়েছে। http://www1.picturepush.com/photo/a/2980904/640/2980904.jpg ছবিটা দেখেন

আপনার প্রতিইও শুভকামনা রইল

এটা এই সাইটের সুবিধা নয় এই সাইট ফর-এভার ডট ইউএস(ক্লাউড এ্যাপস) এর ঈঞ্জিন ব্যাবহার করছে। এটাকি আপনার সাইট? না হলে ইচ্ছে করলে আপনি নিজেও এরকম একটা সাইট বানাতে পারেন সহজেই। ধন্যবাদ।

    শাকিল আরেফিন আপনাকেও ধন্যবাদ। এই সাইট ফর-এভার ডট ইউএস(ক্লাউড এ্যাপস) এর ঈঞ্জিন ব্যাবহার করছে ঠিকই। কিন্তু সাইটটিতে ফ্রী text এসএমএস এর ব্যাবস্থা আছে। বার বার নিচে যেতে হয়না, বিজ্ঞাপন নাই (google add) ইত্যাদি আরও সুবিধা দিয়ে সাইটটি তৈরি করা হয়েছে।

    _________
    ধন্যবাদ

I’ve to try….keep tuning

Softitnet.blogspot.com
কেমন যেন লাগছে

Onek sms read kora jai, kintu send korbo kivabe. Detail janale valo hoi. Amar mail id ([email protected])

    Send বাটন চাপুন।
    _________
    ধন্যবাদ

এটাতো অণ্য সাইটের সাহায্যে তৈরী করা হয়েছে।

    আপনি পিচ্চি মানুষ, কিন্তু মাথা ভরা বুদ্ধি। অণ্য সাইটের সাহায্যে তৈরী করা হয়েছে অধিক সুবিধা সম্পন্ন।

Thx bhaia. Valo laglo tune-ta.

ভাই সাইট তো ওপেন হয় কিন্তু এসএমএস করার কোন অপশন তো পেলাম না।

Level 0

কাজ করে

    আপনার কাজ করে! আপনি লাকি!
    _________
    ধন্যবাদ

nice,thanks for that.
http://tech2bd.blogspot.com

sms করার অপশন পেলাম না…

    agree to him.where the sms option ?pls said detail.

    agree to him.where the sms option ?pls said detail.

    I agree to………………

    sms send করা যায়, কিন্তু সকল আইপির হইতো এই ক্ষমতা নাই। আপনি আপনার ISP কে জানান।
    _________
    ধন্যবাদ

bai faka dilan na to.sms kibava korbo

ভাইরে এইটা বাংলাদেশী সাইট হইলেও এস.এম.এস. তা কিন্তু http://for-ever.us/ থেকেই হচ্ছে . বাংলাদেশী কোনো কোম্পানি উদ্যোগ নিলে বুকটা ফুলে যেত .

Level 0

iframe ব্যাবহার করে http://for-ever.us/ সাইটের মাধ্যমে sms পাঠাচ্ছে, এখানে এই সাইটের কোনই ক্রেডিট নাই। তাও sms পাঠানোর জায়গায় এড দিয়ে ঢাকা। পুরা ফালতু।

পুরানা রেকরড বাজাআ কোনো লাভ নাই। http://for-ever.us/ সোমপোরকে ওনেক িটউন হৈছে। হুডাই পেরেসান হইলাম। কিনটু ঢোননোবাড আপনার ওেযব সাইটের জোননো।

এই টা চুরি করা সাইট। চোর।