পেইড হোস্টিং এর সকল সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু হোস্টিং ফ্রী।

আমরা নিজেদের সাইট হোস্টিং এর জন্য অনেক সময় বিভিন্ন ফ্রী হোস্টিং ব্যবহার করে থাকি। কিন্তু ফ্রী হোস্টিং এ থাকে অনেক অসুবিধা ও বাধা বিপত্তি। আজ আমি এমন একটি সাইটের কথা জানাতে যাচ্ছি যে সাইটে আপনি পেইড হোস্টিং এর সকল সুযোগ সুবিধা পাবেন। এখানে পাবেন PHP, MySQL, Website builder, e-mail, ad domain, Park domain প্রভৃতি। অর্থাৎ পেইড হোস্টিং এ যে সকল সুবিধা দিয়ে থাকে আর কি। আরও
* Up to 2.5GB of Disk Space!
* Up to 45 GB of Bandwidth!
* cPanel 11+
* Free Subdomains!
* No Advertisements Required!
* Shared SSL!
* Daily Backups!
এতসব সুবিধা দিচ্ছে শর্ত হচ্ছে এদের কমিউনিটি ফোরামে মাসে অন্তত দুইবার লগইন করতে হবে। লেখা লেখির প্রয়োজন নাই। এত সব সুবিধা পাবেন আর এতটুকু কষ্ট করতে পারবেনা এরকম কেউ আছে আমার জানা নাই। আমার মনে হয় এর চেয়ে ভাল সুবিধা দেওয়ার মত আর কোন ফ্রী হোস্টিং নাই। তো আজই একবার ভিজিট করে আসুন এই ঠিকানায়। আর সাইন আপ করেই উপভোগ করুন পেইড হোস্টিং এর সকল সুযোগ সুবিধা।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিয়মিত http://zcwbd.com এই ঠিকানায় ব্লগ লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । কিন্তু আপনার পোষ্টিং এ সমস্যা হয়েছে । আপনি HTML কোড Visual Interface এ লিখেছেন 😉

    আমি তড়িঘড়ি করে পোস্ট লেখার জন্য এ সমস্যা হয়েছে ঠিক করে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ।

আমি খুব বেশি জানি না। কিন্তু আমার জাষ্ট হোস্ট এর আনলিমিটেড পাকেজ টা কিনার আগে তো দেখেসিলাম,
Cpanel 11 শুধু পেইড হোস্টিং এ দিছছে।
আপনি এই ১১+ দিলেন ।
কেমনে কি?

    চাপা মারলো নাকি?

    আমি চাপা মারার মত কিছুই করি নাই। যেটা সত্য সেটাই উল্লেখ করেছি। আমি এ হোস্টিং এর ফ্রী হোস্ট ব্যবহার করেছি প্রায় ৬ মাস। এখন VPS ব্যবহার করছি। আমার একটি বাংলা সাইট আছে এটা একটু দেখে এসে আমাকে চাপাবাজ বলবেন। এখান থেকে আমার সাইট টি একটু ঘুরে আসুন। ধন্যবাদ।

    আরে ভাই, আমি কি আপনারে বলসি নাকি?
    আমি হোস্টিং এর কোম্পানির কথা বললাম।

    Level 0

    কে বলল ফ্রি হোস্টিং এ Cpanel 11 দেয়না। দুনিয়াতে অসংখ্য ফ্রি হোস্টিং কোম্পানি Cpanel হোস্টিং ফ্রি দেয়।

    চাইলে ঘুরে আসতে পারেন এই লিংকে

    “কে বলল ফ্রি হোস্টিং এ Cpanel 11 দেয়না। দুনিয়াতে অসংখ্য ফ্রি হোস্টিং কোম্পানি Cpanel হোস্টিং ফ্রি দেয়।”
    আপনি যে ঠিকানা দিয়েছেন। এখানে ফ্রি বলতে ১০০ মেবা. ডিস্কস্পেস ব্যন্ডউইথ ১০০০মেবা. এবং FTP একটি, এরকম ফ্রি হোস্টিং অনেক আছে যারা cPanel দিয়ে থাকে। আমার একটি সাইটে ডাটাবেজ আছে শুধু ১৭৫ মেবা. আর আপনার হোস্টিং এর আছে সম্পূর্ন ডিস্ক স্পেস ১০০ মেবা. আর পেইড হোস্টিং এ যে মূল্য দেওয়া আছে কতজন ক্লায়েন্ট আছে আমার জানতে একটু ইচ্ছা হচ্ছিল। ধন্যবাদ।

    Level 0

    @ জাহিদ ভাই,
    আমি ৩০০ এমবি পর্যন্ত ফ্রী দিয়ে থাকি।

    আর পেইড হোস্টিং এর দাম বেশি মনে করছেন, তাইতো। আপনি কমদামে অনেক বেশি স্পেস এবং ব্যান্ডউইথ পাবেন আমিও জানি। তবে আপটাইম এবং ওভারসেলিং বলে একটা বিষয় আছে, তা বিচার করলে আমার দাম নির্ধারণ করাটা যৌক্তিক পর্যায়ে আছে। আমি আপটাইম এ ৯৯.৯% গ্যারান্টি দিয়ে থাকি, যদি ৯৯.৯% আপটাইম ক্লায়েন্ট না পায় এবং রিফান্ডের জন্য বলে তাহলে তার টাকা ফেরত দিয়ে দেয়া হবে। এবং আরেকটি কথা হচ্ছে আমরা ওভার সেলিং করি না।

    সব কোম্পানিই ৯৯.৯% আপটাইম বলে গলা ফাটায়। আসলে কতজন যে দেয় তা আমার মোটামুটি জানাআছে। হস্টগটার তাই পারছেন না। আপনার সার্ভার কোথায় বলবেন? দেখি বিবেচনা করে আপনি কত শতাংশ আপটাইম দিতে পারবেন।

আপনার তথ্য সঠিক নয়।
ভাল করে দেথে বলেন http://x10hosting.com/freehosting.php

    তথ্যটি সঠিক নয় কথাটা একেবারে ঠিক না। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে সর্বনিম্ন রিকয়ারমেন্ট। যে কেউ এটা পাবেন ই। এখানে হোস্টিং পেতে একরকম লটারী করে সফটওয়্যার নিজে। যেমন আমার এক ছোট ভাই দুই টা হোস্টিং একাউন্ট করছে একটায় পেয়েছে ১৫০০ মেবা. আবার আর একটায় পেয়েছে ৫০০ মেবা. এর সর্বউচ্চ ২৫০০ মেবা. দিয়ে থাকে। এদের সাথে থাকলে আনলিমিটেড পর্যন্ত দিয়ে থাকে। ধন্যবাদ।

    Level 0

    @ জাহিদ ভাই,
    আনলিমিটেড হোস্টিং কি দুনিয়াতে পাওয়া যায়?

    আনলিমেটেড যে পাওয়া যায় এটা ঠিক। আপনার যে পরিমান স্পেস এর প্রয়োজন তারচেয়ে বেশির তো দরকার নাই। নাকি আপনি আপনার PC এর স্টোরেজ বাদ দিয়ে সার্ভার কে বেছে নিবেন আপনার মূল স্টোরেজ হিসেবে। আর যদি তাই চান তবে আপনি বাইটহোস্টএর কথা জানেন? এরা ফ্রী ব্যবহারকারীদের কত মেবা. স্পেস দেয়। না জানলে আজই দেখে আসুন http://byethost.com/free-hosting আর পেইড হোস্টিংএর কথাতো বলা লাগে না। আর যদি লাগে তবে দেখুন http://byethost.com/paid-hosting

    http://byethost.com/ এদের হোস্টিং প্লানটা একটু দেখুন।

Level 0

একবার দেখবো, ধন্যবাদ।

    একবার কেন? অনেকবার দেখুন কোন সমস্যা আছে দেখতে।
    আমার একটি ব্লগ আছে এখান টা একটু দেখতে পারেন http://zcwblog.co.cc

      Level 0

      @জাহিদ: ভাইজান আপনার ব্লগের লিঙ্কটা ঘুমাইতেছে।