প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমার এ টিউনটি শুধু আমার অভিজ্ঞতা থেকে লিখছি ।তাই হয়ত সবার জন্য কাজ নাও করতে পারে । আর বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি টিউনে চলে যাই ।
ইদানিং PD Proxy তে connect হলেও browse করা যাচ্ছে না, বিশেস করে সন্ধ্যার দিকে অথবা পিক আওয়ারে । এতে করে আমরা অনেকেই বিরক্ত, ফ্রী এর যুগ বুজি শেষ । প্রায় হটাত করেই এর একটা সমাধান বের করে ফেললাম ।
>> প্রথমে PD Proxy টা connect করুন, যদি Demo server 1 server full দেখায় তাহলে Demo server 2 ব্যবহার করুন । UDP protocal কাজ না করলে ICMP or TCP protocal ব্যবহার করুন । যে কোন একটা দিয়া অবশ্যই connect হবে । তা না হলে TAP driver টা reinstall করুন, তা না হলে কিছুক্ষন পরে চেষ্টা করুন।
>> এবার আপনার browser option এর Proxy settings এ গিয়ে এই Proxy IP address টি লিখুন 82.145.210.16 আর port: 80 লিখুন। তার পর আপনার browser টা বন্দো করে আবার চালু করুন । বাস হয়ে গেল সমাধান । এবার address bar এ http://www.google.com
লিখে Enter দেন Google চলে আসবে।
Firefox এর জন্য : Menu>>Options>>Advanced>>Network Tab>>click Settings>>Manual IP configaration>>
Then put this IP address and port no.
Chrome : Menu>>Settings >>show advance settings>> change proxy settings >> Then put this IP address and port no.
>> Download এর জন্য IDM ও এই proxy address যোগ করুন ।IDM Menu>> Downloads>>Options>>Proxy>> Then put this IP address and port no. এভাবে download করলে অবশ্য resume support পাওয়া নাও যেতে পারে ।
বিদ্রঃ আপনি যদি PD proxy ব্যবহার না করেন বা যখন অন্য কোন internet পরিশেবা ব্যবহার করবেন তখন proxy গুলা ব্যবহার করবেন না । তখন N0 Proxy ব্যবহার করবেন, যদি না করেন তাহলে আপনার browse or dwonload করতে সমস্যা হতে পারে । শুধু PD proxy এর সময় এই proxy গুলা use করবেন, আপনি চাইলে অন্য proxy address ও ব্যবহার করতে পারেন । ইন্টারনেট একটু খুজলেই পেয়ে যাবেন অসংখ্য active proxy address.
বিদ্রঃ কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।
আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Post
http://www.fairlybook.com